ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

তালার অবহেলিত পাটকেলঘাটা হাট-বাজার উন্নয়নে প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ১:৩৬

সাতক্ষীরার তালায় অদৃশ্য ইশারায় দীর্ঘ বছর উন্নয়ন বঞ্চিত একটি হাট-বাজারের নাম পাটকেলঘাটা। যা যুগ যুগ ধরে উপজেলার ব্যবসায়িক প্রান কেন্দ্র  হিসেবে ব্যাপক সুনাম রয়েছে। এই বাজারটিতে গৃহপালিত পশু-পাখি পাইকারি ও খুচরা ক্রয়-বিক্রয় থেকে শুরু করে। মানুষের সাংসারিক বা পারিবারিক নিত্য প্রয়োজনীয় সকল পন্য। চাহিদা মত পাওয়ার পাশাপাশি সহজ সাধ্য হওয়ায়। ব্যবসা-বাণিজ্যের খাতিরে দেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজারও মানুষের আগমন ঘটে। এছাড়া স্থানীয় ভাবে সকল শ্রেণী-পেশার নারী ও পুরুষদের  সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভীড় জমানোর বিষয়টি লক্ষণীয়। একই সাথে এই বাজারটি ঘিরে রয়েছে প্রশাসনিক থানা,স্কুল,কলেজ,মাদ্রাসা, উপজেলা ভূমি অফিস, সহকারি তহশীল অফিস , খাদ্য গুদাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং কয়েকটি সরকারি বেসরকারী সাস্থ্য সেবা কেন্দ্র ও বেশ কিছু ব্যাংক, বীমা,এনজিও। অন্যদিকে এই বাজার থেকে সরকার প্রত্যেেক বছর লাখ,লাখ টাকা রাজস্ব আদায় করে থাকেন বলে জানা যায়। অথচ চলাচলের সকল রাস্তার পিচ উঠে দীর্ঘ বছর খানা-খন্দে পরিনিত হয়ে পথচারীদের চলাচলে দারুন বিঘ্ন ঘটছে। তথ্য অনুসন্ধানে জানা যায় , বর্ষা মৌসুমে  জমে থাকা পানি-কাদার ভয়ে  জনসাধারন প্রবেশ করতে চাই না।  ফলে সাধারন মানুষ চরম ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি সংকুচিত সড়কে প্রতিনিয়ত যান জটের সৃষ্টি হচ্ছে। ব্যবসায়িক ভাবে মোটা অংকের টাকা লোকশান গুনতে হচ্ছে এখানকার বহু ব্যবসায়ীদের। অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক বীমা এনজিও'র চড়া সুদের ঋণ নিয়ে ব্যবসা করার ঘটনা নতুন কোন খবর নয়। একাধিক ব্যবসায়ী জানান, রাস্তার বেহাল দশা না হলে আমরা লাভবান হওয়ার পাশাপাশি পাটকেলঘাটা উন্নয়নের জোয়ারে ভাসতো। সরজমিনে,অতি পুরনো এই পাটকেলঘাটা বাজারের সমস্ত রাস্তাঘাট বছরের ১২ মাস চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অভিভাবক হীন অবস্থায় রয়েছে বাজারের প্রায় ৭টি রাস্তা। এসব সড়কে বৃষ্টি হলেই রাস্তার উপর হাটু পানি-কাদা জমে নাভিশ্বাস হওয়ার উপক্রম। এছাড়া নেই কোন সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। ফলে রাস্তার দু’ধারে পানি জমে ময়লা আবর্জনার স্তুপ জমে দুর্গন্ধের সৃষ্টি হয়ে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এছাড়া দীর্ঘদিন রাস্তাগুলো সংস্কার না করায় বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাজারে সহজে প্রবেশ করতে পারেনা ভারী কোন যানবাহন। প্রতি বুধ ও শনিবার সাপ্তাহিক হাটের দিন হাজার হাজার ক্রেতা-বিক্রেতার আগমন ঘটে। একই সাথে এলাকার স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী এসব পথে যাতায়াত করতে যেয়ে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাদের। দূর-দুরন্ত থেকে আসা অনেক ক্রেতা-বিক্রেতাকে অনেক সময় কাদামাটি মেখে বাড়ি ফেরার ঘটনা বিরল। প্রতিদিন শতাধিক মালমাল বোঝাই ট্রাক আসা যাওয়া করে। মাঝে মধ্যে ঘটছে ছোট বড় সব দুর্ঘটনা। তাছাড়া বাজারের বিভিন্ন রাস্তার উপরে হাট বসার কারণে চরম যানজটের সৃষ্টি হয়। তবে চরম অবহেলিত এই বাজারের বিধ্বস্ত সড়কের ঘটনায়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলেও। অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এই বিষয়টি দেখার যেন কেউ নেই । এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রথীন্দ্রনাথ জানান, উপজেলা ভিত্তিক রোড যেগুলো সেগুলোর কাজ শুরু হয়ে গেছে যেমন সরুলিয়ার রাস্তাটি। আর পাটকেলঘাটার রাস্তা গুলো ভিলেজ রাস্তা হওয়ায়। এগুলোর ব্যাপারে ২ মাস আগে ডিপিবি তে কাগজ পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে তার পরে কাজ শুরু হবে। সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি শিক্ষক  শেখ আব্দুল হাই বলেন, পাটকেলঘাটার বাজারের সমস্ত রাস্তাঘাট নিয়ে এমপি সাহেব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। রাস্তাঘাট গুলোর উন্নয়নের ঢালাই টেকসই রাস্তা করার সুপারিশ করেছি। সেখানে খরচ হবে সাড়ে ১০ কোটি টাকার মত। ২ কোটি টাকা ছাড় হয়েছে শুনেছি। এবং  আশাবাদী দ্রুতই এখানকার রাস্তাঘাটের কাজ শুরু হবে। সর্বোপরি তালা উপজেলার পাটকেলঘাটা বাসীর প্রাণের দাবি। বর্ষা মৌসুম শুরুর আগেই এই বাজারের সড়ক সংষ্কার অতঃপর সার্বিক উন্নয়ন কল্পে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ দেশের উন্নয়নের কারিগর ও স্মার্ট  বাংলাদেশ গড়ার রূপকার। জননেত্রী প্রধান মন্ত্রীর আশু সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন