ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা ভোমরা সিমান্ত দিয়ে মাদক মানব পাচারের চোরাচালান সিন্ডিকেট


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ১:৪১
ভোমরায় রাজস্ব  ফাকী দিয়ে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের  (ল্যাগেজ পার্টি) ব্যাগ কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে পাচার করছে চোরাকারবারী সিন্ডিকেট।  ল্যাগেজ পার্টির ব্যাগ পাচারে সহযোগিতা করছে ইমিগ্রেশন বিজিবি চেকপোস্টের সাথে জিরোপয়েন্ট আইসিপি স্থাপিত কাষ্টমসে কাচঘরে ডিউটি করে চা বহনকারী আশরাফুল ও বিজিবির চেকপোস্টের ঝাড়ুদার পদ্দ শাখড়া গ্রামের নিমাই দাস।
 
ভোমরা জিরো পয়েন্টের দোকানীরা ও স্থানীয়রা জানায়, নিয়ম অনুযায়ী ভারত থেকে বের হওয়ার পর কাষ্টমসের কাচের ঘরের নিকট  পৌঁছালে তাকে কাষ্টমারের এন্ট্রি  শাখায়  পৌঁছে দেয়ার কথা। কাচের ঘরে ডিউটি করে কাষ্টমস অফিসারের চা বহনকারী  আশরাফুল জিরো পয়েন্টের (আইসিপি) চায়ের দোকান মানি এজেন্টের ঘরে বসে থাকে চোরাচালান সিন্ডিকেট সদস্যরা।  বিজিবির ঝাড়ুদার  ( পরিচয়পত্র ধারী) পদ্দ শাখড়া গ্রামের নিমাই দাস। 
 
ভারতীয়  ল্যাগেজ ব্যবসায়ীরা ভারতীয় গার্মেন্টস সামগ্রী  কসমেটিক, ভারতীয় পণ্য, মদ-মাদকদ্রব্য বোঝাই ২/৩ ব্যাগ করে ইমিগ্রেশন থেকে কাঁচের ঘরের সামনে আসলে আশরাফুল,নিমাই দাস সহ চোরাচালানী সিন্ডিকেটের সদস্যরা। একই স্থানে মাইক্রো প্রাইভেটকারে ব্যাগ বোঝাই করে কাস্টমসের এন্ট্রি  আমাদের চোখ ফাঁকী দিয়ে শ্রীরামপুর হয়ে কুলিয়া আশু মার্কেটের সামনে দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে দিচ্ছে। প্রতিদিন ৭/৮ টা প্রাইভেট কার, মাইক্রো করে ল্যাগেজ পার্টি বোঝাই করে লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকী দিয়ে পাচার করছে চোরাকারবারী সিন্ডিকেট।  ইমিগ্রেশনের সামনে  বিজিবির  চেকপোস্ট  এর পাশ থেকে গাড়িতে  ল্যাগেজ পার্টির ব্যাগ পাচার হয়ে যাচ্ছে বলে সুত্র গুলি জানিয়েছে।  এ ব্যাপারে  কাষ্টমস এন্টি শাখার ইন্সপেক্টর সমির বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন,  বিষয়টি আমি জানি না।  আমি আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবো। বিজিবির কোম্পানি কমান্ডারের কাছে ঘটনা জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনা জানিনা। তবে এখন থেকে আমি আমার লোক লাগাচ্ছি। লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকী দিয়ে মাদক সহ ভারতীয় পণ্য পাচারকারীদের বিরুদ্ধে  তথ্য অনুসন্ধানে উঠে আসে। 
 
 ভোমরা সিমান্তে  লক্ষীদাড়ী  এলাকার সাইদ গাজীর ছেলে আলম গাজী তার  নামে একাধিক  মানব পাচারের  মামলা আছে ।  সম্প্রতি কিছুদিন আগেই  সীমান্ত  পাড়ি দিয়ে ভারত যাওয়ার  সময় বিজিবি আলম গাজীর কয়েক সহযোগী কে গ্রেফতার করে। এবং এবং মানব পাচারের  আইনে আলম গাজী,   সহ কয়েকজনের নামে  সাতক্ষীরা সদর থানায় মামলা হয়।  মামলা নং ৮০০/১/৩/ -১০/২/২৩ নারী শিশু পাচারকারী শীর্ষ  চোরাকারবারী মাদক ব্যবসায়ী পণ্যগ্র্যাফি ও ধর্ষণ মামলার আসামি  আলম গাজী  কোন কিছুকে তোয়াক্কা না করে কোন অদৃশ্য শক্তির বলে চালিয়ে যাচ্ছে তার এই চোরাকারবারি মাদক ও নারী শিশু পাচারের ব্যাবসা। 
তার আর এক সহযোগী  মাদক ব্যাবসী লক্ষ্মীদাড়ী সীমান্তের  আকবার আলী ছেলে আফজাল হোসেন   আলম গাজীর সহযোগী। আফজাল হোসেনের বিরুদ্ধে   নারী শিশু পাচার সহ অসংখ্য অভিযোগ রয়েছে   দিনের পর দিন চালিয়ে যাচ্ছে মাদক ও মানব পাচারের  ব্যাবসা । 
 
কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তাকে  ম্যানেজ করেই   চালিয়ে যাচ্ছে নারী শিশু পাচার সহ মাদক ব্যাবসা। কোন এক অদৃশ্য শক্তির বলে পার পেয়ে যাচ্ছে  মাদক ব্যাবসায়ীরা।,

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক