ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ধেঁয়ে আসছে মোচা, আতঙ্কিত তালার ধান-আম চাষী


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ১২:৫৪

চলতি মাসের আগামী ৯ মে দুই বাংলার উপর আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন মোচা। যার গতিবেগ থাকবে ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত। দিল্লির মৌসুম ভবন এমনটি জানিয়েছেন। অন্যদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এর বরাত দিয়ে। আমেরিকা--ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল'র তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম দিকে লঘু চাপে সৃষ্টি হয়ে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ঝড়ে পরিণত হয়ে। আগামী ১৩ থেকে ১৪ মে দিনগত গভীর রাতের দিকে।

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে সরাসরি স্থল ভাগে। আঘাত হানতে পারে বলে নির্দেশ করেছে। অপরদিকে দিল্লির মৌসুম ভবন সূত্রে প্রকাশ, ভারত মহাসাগরের উপকূলে উৎপত্তি হওয়া এই নিন্ম চাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। যে ঝড়-বৃষ্টি আছড়ে পড়বে ভারতীয় উপকূলে। এবং প্রভাব ফেলবে পশ্চিম বাংলার মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি জেলার বিভিন্ন জায়গায়। সেই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা,বরিশাল, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন অঞ্চলে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।

সম্প্রতি আবহাওয়া সংক্রান্ত কিছু নির্ভরযোগ্য ফেসবুক পোস্টে এমন সংবাদ ছড়িয়ে পড়ায়। সাতক্ষীরার তালা  উপজেলার হাজার হাজার প্রান্তিক ধান চাষীদের মধ্যে বিরাজ করছে  ত্রাহি অবস্থা । কারণ এই অঞ্চলের বছরের একটি মাত্র কষ্টের ধান ফসল কেটে ঘরে তোলার ভরা মৌসুম চলছে। ফলে কোনো কারণে কৃষকরা তাদের স্বপ্নের ফসল সহি সালামতে ঘরে তুলতে না পারলে। বছরের খোরাকি থেকে বঞ্চিত সহ নিদারুন অভাব-কষ্টের মধ্য দিয়ে তাদের দিনাতিপাত করতে হবে  বলে জানা যায়। যারই ফলশ্রুতিতে বর্তমানে শ্রমিক সংকট এখানকার কৃষাণ-কৃষাণীরা কোমর বেঁধে মাঠে নেমে। তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার প্রাণবন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন । আতঙ্কিত কৃষকরা তাদের দেরিতে লাগানো আধা পাঁকা ধান কেটে বাড়িতে আনার চেষ্টায় ব্যস্ত সময় পার করছেন।

সরোজমিনে,উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের ক্ষুদ্র ধানচাষী ফারুক হোসেন সরদার (৩৫)  জানান,বর্তমানে বিলের অর্ধেকের বেশি ধান কাটা শেষ হয়ে গেছে কিন্তু এখনো বাড়িতে আনা সম্ভব হয়নি। কাজের লোক তো পাওয়াই যাচ্ছে না সেই সাথে যানবাহনের ও একই অবস্থা। বেশি টাকা দিলেও সময় মত পাওয়া যাচ্ছে না। একটা ধানও এখনো বাড়ি আনতে পারিনি। তার উপর আবার পাওনা দারদের হালখাতা শুরু হতে গেছে। এ বছর ইজ্জত মান বাঁচবে কিনা বলা যাচ্ছে না। এই ধরনের অভিযোগ এখানকার বহু কৃষকের বলে জানা গেছে। একই সাথে চলতি মাসে সুপার সাইক্লোন মোচা'র আগমনেের   খবরে এখানকার উঠতি আম চাষীদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। অন্যদিকে মোচা'র তান্ডবে ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পেতে। 

 আগাম সতর্ক বার্তা জারি করা হয়েছে দুই বাংলার উপকূলীয়  অঞ্চল গুলোতে। প্রস্তুত করা হয়েছে ভারতের দূর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের। গভীর সাগরে থাকা ব্যক্তিদের উপকূলীয় অঞ্চলে অবস্থান করা সহ নতুন করে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে । এই ঘূর্ণিঝড় এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে নদী-বন্দর এলাকায়। সুন্দর বন বিভাগের সব ব্লক কে আগাম সতর্কতা জারি করা হয়েছে। এমনকি ইতিমধ্যেই নদী বন্দর উপকূলীয় এলাকায় বসবাসকারী । ঝুঁকিপূর্ণ জেলা উপজেলার মানুষকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। একই সাথে নদ-নদীর বেঁড়ী  বাধ ভেঙে গিয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না হয়। সেজন্য পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার  নির্দেশ দেওয়া হয়েছে । যদিও দিল্লির মৌসুম ভবন থেকে ভয়াবহ ঘূর্ণিঝড় মোচা'র গতিবিধির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। তবে শেষ মুহূর্তে  মোচা তার গতিপথ পাল্টাতে পারে বলে সূত্রে প্রকাশ। এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজীরা খাতুন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে। তিনি জানান,আমি একমাস যাবত ছুটিতে আছি, কি পরিমান ধান এখনো মাঠে আছে তার সঠিক তথ্য আমার জানা নেই । সদরের একজন কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা