ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

৭০ হাজার টাকা দিতে না পারায় এসএসসি পরীক্ষা দিতে পারলো না ৩ শিক্ষার্থী


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩-৫-২০২৩ দুপুর ৪:৩২
গাজীপুরের কাশিমপুরে ৭০ হাজার করে টাকা  দিতে না পারায় এসএসসি পরীক্ষা দিতে পারলোনা মেধাবী ৩ শিক্ষার্থী। এমন অভিযোগ করেন ২০২৩ সনে অনুষ্ঠিত হওয়া তিন শিক্ষার্থী ও তার পরিবার। এতে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।  সন্তানদের নিয়ে চিন্তিত পরিবার। পরীক্ষা দিতে না পারায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন ওই তিন শিক্ষার্থী । 
 
নগরীর সারদাগঞ্জ এলাকার মেরিগোল্ড হাই স্কুল এন্ড কলেজ ও অক্সফোর্ড কলেজ এন্ড ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষকদের রেষারেষির কবলে পড়ে জেরিন সুলতানা রোল নং ১, হাসনাত জাহান রক্সি রোল নং ৩ ও মোঃ সজিব ইসলাম রোল নং ১৩ নামে মেধাবী তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারেনি। 
 
অক্সফোর্ড স্কুলের প্রধান শিক্ষক শাহীন আলম বলেন, মেরিগোল্ড হাইস্কুলের প্রধান সেলিম স্যার ওই শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন আটকিয়ে দেওয়ার কারণে তাদের ফরম পূরণ করতে পারিনি। তিনজনই মেধাবী শিক্ষার্থী ছিল। তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারাটা খুবই দুঃখজনক ঘটনা। তবে আমাদেরও দোষ ছিল। আমরা এখন সিদ্ধান্ত নিয়ে তাদের পরবর্তী যা যা করনীয় এবং শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করবো। 
 
সজিবের বাবা রবিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমি কয়েকবার সেলিম স্যারের কাছে টিসি আনতে গেলে তিনি ২৫  হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে আমি ১৮ হাজার টাকা ধার করে নিয়ে গেলেও দেয়নি। পরে অক্সফোর্ড স্কুলের শাহীন স্যারকে বিষয়টি জানালে টিসি আনতে হবে না বলে তিনি জানান। পরীক্ষার আগে শাহীন স্যারের কাছে ফরম ফিলাপের সমস্ত টাকা পরিষদ  করি। তবুও আমার সন্তানসহ ৩ জন পরীক্ষা দিতে পারলো না। মেরিগোল্ড হাইস্কুল প্রধান সেলিম স্যারের কাছে গেলে প্রতি শিক্ষার্থীর জন্য ৬৫/৭০ হাজার টাকা করে দাবী করেন বলে জানান সজিবের বাবা। তিনি আরো বলেন,আমাদের ছেলে
মেয়ে ওই স্কুল থেকে চলে এসে দুই বছর আগে। তিনি আমাদের না জানিয়ে গোপনে কেন রেজিষ্ট্রেশন করিয়েছেন? এর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। 
 
হাসনাত জাহান রক্সির মা বলেন, শায়লার বাবা বিভিন্ন ভাবে ৫২ হাজার টাকা জোগাড় করে পরীক্ষা দিতে পারলেও, সহায় সম্বলহীন সামান্য আয়ের সংসার চালানো আমাদের ৩ শিক্ষার্থীর অভিভাবকরা বাচ্চাদের পরীক্ষা দেয়ার জন্য আমারা এত টাকা ব্যবস্থা করতে পারিনি। ২৫ হাজার টাকা দিতে চাইলেও, কম হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। আমার মেয়ের রোল নং ১, তার মুখের দিকে চেয়েও তাদের মন গলেনি। আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। 
 
জেরিন সুলতানা জাবিন এর বাবা জাকির হোসেন বলেন,২০ হাজার টাকা হাওলাত করে নিয়ে গিয়েছিলাম সেলিম স্যার এর কাছে। বাকী টাকা দেওয়ার জন্য সময় চেয়েছিলাম দুই দিন। কিন্তু তিনি সময় দেননি। তিনি বলেন,আমার মেয়ের জীবন থেকে একটি বছর হারিয়ে গেলো এর দায়ভার কে নিবে।
 
এ বিষয়ে মেরিগোল্ড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক  সেলিম উল্লাহ বলেন, তারা অষ্টম শ্রেণি পাশ করার পর থেকেই আর স্কুলে আসেনি। তাদের সাথে যোগাযোগ করেছি কিন্তু তারা সাড়া দেয়নি। তাদের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে দুই বছর তারা স্কুলে না এলেও আমি রেজিষ্ট্রেশন করে রেখেছি। তারা যেহেতু টিসি নেয়নি এজন্য গত দুই বছরের বেতন দাবি করেছি। তবে ৭০ হাজার টাকা কথা তিনি অস্বীকার করেছেন।
 
এবিষয়ে গাজীপুর জেলা শিক্ষা অফিসার লায়লা খানম বলেন, বিষয়টি নিয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি

রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি

পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর

সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া

নাচলে মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত