ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

কাঙ্খিত উন্নয়নের কারণেই আবারও ভোট দিয়ে বিজয়ী করবেন প্রত্যাশা কাউন্সিলর পার্থীর


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-৫-২০২৩ বিকাল ৬:৩
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নাগরিকদের চাহিদা অনুযায়ী উন্নয়ন করার কারণেই আবারও ভোট দিয়ে বিজয়ী করবেন বলে প্রত্যাশা করছেন,কাউন্সিলর পার্থী মো: দেলোয়ার হোসেন দুলাল। গত ৫ বছর আগে নির্বাচনী ইসতেহারে যেসব বিষয়ে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রায় সকল উন্নয়ন মুলক কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানান ওই কাউন্সিলর। আরও কিছু কাজ বাকী রয়েছে ভোটে বিজয়ী হলে তিনি সম্পন্ন করবেন বলেও জানান । 
 
দোলেয়ার হোসেন দুলাল জানান, ২০১৮ সালে সাধারণ জনগনের যে দাবী ছিল আর সিসি রাস্তা ও ড্রেনজ ব্যবস্থার ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। কোনাবাড়ী শিল্প নগরী হওয়ায় ১০ নম্বর ওয়ার্ডে ভোটারের চেয়ে দুইগুণ লোক বসবাস করেন অর্থাৎ এই ওয়ার্ডে প্রায় দুই লক্ষাধিক মানুষের বসবাস। তাদের চলাচল ব্যবস্থা নির্বিঘ্নে করতে রাস্তায় লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এই এলাকায় ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চুরি ও ছিনতাই হতো অহরহ । যার কারণে সাধারণ মানুষ রাস্তায় চলা ফেরা করতে  সমস্যা হতো । তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার সবার সহযোগিতায় চুরি ছিনতাই শূণ্যের কোটায় আনায় সম্ভব হয়েছে । এছাড়াও নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই কাজগুলো করেছেন। 
 
বিগত ৫ বছরে এলাকার যে উন্নয়ন করেছেন তার চিত্র তুলে ধরেন তিনি। আমবাগ তেতুলতলা মোড় থেকে সামসুল মেম্বার মোড় হয়ে আমবাগ পূর্ব পাড়া ১০ নং ওয়ার্ডের শেষ সীমানা পর্যন্ত ড্রেন ও ফুটপাতসহ ৩০ ফিট প্রসস্থ (আর সি সি) রাস্তা ১২০০ মিটার, প্রাইমারি স্কুল মোড় থেকে বাংলালিংক মোড় হয়ে আতাউর মার্কেট মোড় বায়া হয়ে ওয়ার্ডের শেষ সীমানা পর্যন্ত ড্রেন ও ফুটপাতসহ ৩০ ফিট প্রসস্থ (আর সি সি) ৮০০ মিটার,বোর্ডঘর নামা রাস্তা থেকে সামসুল হক মোড় হয়ে উত্তর দিকে বাংলালিংক মোড় পর্যন্ত ড্রেন ও ফুটপাতসহ ৩০ ফিট প্রসস্থ (আর সি সি) রাস্তা ৭০০ মিটার,পূর্বপাড়া বারেকের পাঁচ তলা মোড় থেকে সুলতান মাস্টার বাড়ী হয়ে ওয়ার্ডের শেষ সীমানা পর্যন্ত ড্রেনসহ ৩০ ফিট প্রসস্থ (আর সি সি) রাস্তা ২০০ মিটার, বাংলালিংক মোড় থেকে নজরদীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয় হয়ে পূর্ব দিকে কুদরত আলী ফকিরের বাড়ীর মোড় পর্যন্ত ৩০ ফিট প্রসন্থ কার্পেটিং রাস্তা ৮০০ মিটার, পূর্বপাড়া বজলুর বাড়ী মোড় থেকে পশ্চিম দিকে নজর দীঘি নাদের আলী উচ্চ বিদ্যালয় হয়ে উত্তর দিকে ১০নং ওয়ার্ডের শেষ সীমানা পর্যন্ত ২০ ফিট প্রসস্থ কার্পেটিং ও আর সি সি রাস্তা ৫০০ মিটার, তেতুল তলা মোড় থেকে দুলাল কাউন্সিলরের বাড়ী হয়ে পশ্চিম পাড়া মুচি বাড়ীর মোড় পর্যন্ত ড্রেন ও ফুটপাতসহ ৩০ ফিট প্রসস্থ (আর সি সি) রাস্তা ৪০০ মিটার, আমবাগ প্রাইমারি স্কুল মোড় থেকে ঢালাই ফ্যাক্টরী মোড় হয়ে পশ্চিম পাড়া আকসা মসজিদ হইয়া নতুন বাজার এরা পাম্প পর্যন্ত ড্রেন ও ফুটপাতসহ ৪০ ফিট প্রসস্থ (আর সি সি) রাস্তা ১৪৫০ মিটার,রবিউল আলম রবির বাড়ীর মোড় থেকে লালঘাট ব্রিজ পর্যন্ত আর সি সি ড্রেনসহ ৩০ ফিট প্রসস্থ কার্পেটিং রাস্তা ৯৯০ মিটার,আমবাগ প্রভাতী স্কুল মোড় থেকে মিতালী ক্লাব মোড় হয়ে উত্তর দিকে বাবুর্চির মোড় পর্যন্ত আর সি সি ড্রেনসহ ৩০ ফিট প্রসস্থ কার্পেটিং রাস্তা ১৪০০ মিটরি, আইন উদ্দিন মাদ্রাসার মোড় থেকে পশ্চিম দিকে মিতালী ক্লাব মোড় পর্যন্ত আর সি সি ড্রেনসহ ৩০ ফিট প্রসন্থ কার্পেটিং রাস্তা ৫৫০ মিটার, নছের মার্কেট মোড় থেকে পশ্চিম দিকে বাবুর্চির মোড় হয়ে মেঘলাল ডাক্তার আবু সাইদ পার্ক সংলগ্ন কালভার্ট ব্রিজ পর্যন্ত ড্রেন ও ফুটপাতসহ ৪০ ফিট প্রসন্থ (আর সি সি) রাস্তা ৮৪০ মিটার এবং কালভার্ট ব্রিজ থেকে মেঘলাল পর্যন্ত ১৮ ফিট কার্পেটিং রাস্তা ৫৬০ মিটার সম্পূর্ণ করা হয়েছে। 
 
এছাড়াও অত্র ওয়ার্ডের আরো কিছু উন্নয়ন মূলক কাজ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন তিনি, আমবাগ থেকে কোনাবাড়ী যাওয়ার পথে আমবাগ সুপার মার্কেট সংলগ্ন  জরুন বাইদ ব্রিজ এবং পুরাতন ব্রিজ মেরামত,এরা পাম্প থেকে উত্তর দিকে আমবাগ প্রবেশ করার পথে নতুন বাজার জরুন বাইদ ব্রিজ,মেঘলাল রেল লাইন সংলগ্ন কালভার্ট ব্রিজ স্থাপন,নজর দীঘি নাদের আলী স্কুল মাঠ গড়ে তোলার জন্য মাটি দিয়ে গর্ত ভরাট, কয়েকটি কবরস্থানে সোলার লাইট স্থাপন করা,
মেঘলাল ডাক্তার আবু সাইদ পার্ক সংলগ্ন কালভার্ট ব্রিজ স্থাপন,মেঘলাল পশ্চিম পাড়া কালভার্ট ব্রিজ স্থাপন, আমবাগ মিতালী ক্লাব ৪ তলা বিশিষ্ট একটি ভবণ ও একটি শহীদ মিনার প্রতিষ্ঠিত করা,
 
১০নং ওয়ার্ডের বাস্তবায়িত শাখা-প্রশাখা রাস্তাঃ- বাংলালিংক কাশেমের বাড়ী থেকে শাজাহানের বাড়ীর শেষ সীমানা পর্যন্ত ব্রিক্স সলিং রাস্তা,মেঘলাল ইউনুস আলী বাড়ীর মোড় থেকে মেঘলাল পশ্চিম পাড়া জামে মসজিদ হয়ে দক্ষিণ দিকে কালভার্ট ব্রিজ পর্যন্ত বিড সলিং রাস্তা,মেঘলাল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে উত্তর দিকে রেল লাইন পর্যন্ত আরো বেশ কয়েকটি শাখা-প্রশাখা রাস্তার কাজ চলমান আছে বলে জানান তিনি। 
 
এসকল রাস্তা করা কারণে ১০ নং ওয়ার্ডের উন্নয়ন চোখে পড়ার মতো । যোগাযোগও হয়েছে অনেক সুবিধা জনক । কিছু সংযোগসড়ক করার বাকী রয়েছে । নির্বাচিত হলে তিনি এসব সড়ক ও সড়কবাতির ব্যবস্থা করবেন তিনি । এছাড়া মাদক ও ছিনতাই রোধে ১০ নং ওয়ার্ডের সবগুরুত্বপুর্ণ এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান, তিনি । 
 
উল্লেখ্য আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এই ওয়ার্ডে ৭ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে  ২১ হাজার ৮১৩ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১১ হাজার ৪৫৯ এবং নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৩৫৪ জন।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা

দুমকিতে রাস্তা দখলের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মুকসুদপুরে দূর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত

কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা

বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোগান্তি লাঘব হবে ও জনস্বার্থে সকল রাস্তার কাজ করা হবেঃ সিরাজুল ইসলাম সরদার

নেত্রকোনার মদনে চেয়ারম্যান-মেম্বারের ভুয়া ওয়ারিশান সনদে সম্পদ বঞ্চিত মা-মেয়ে

পাবিপ্রবিতে ‘প্রমীত ভাষা ব্যবহারের গুরুত্ব’ নিয়ে ভাষা বক্তৃতা অনুষ্ঠিত “সর্বত্র ভাষার অপপ্রয়োগ দূর করতে হবে”

ধামইরহাটে ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলমূখী করতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কালকিনিতে দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে বিএনপির মতবিনিময়

চন্দনাইশে শান্তিবাহিনী ৬সদস্য সেনাবাহিনীর হাতে আটক

চিতলমারীতে সর্বজনীন উৎসব দুর্গাপূজা সফল করতে প্রস্তুতিমূলক সভা