পুলিশের সহায়তায় চুরি যাওয়া ২ লাখ টাকা ফেরত পেয়েছে ভুক্তভোগী

ঢাকার সাভারে একটি বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরের স্টিলের আলমারী ভেঙ্গে চুরি হওয়া স্বর্ণ বিক্রির অর্থ এবং নগদ টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দিয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া চোর সিদ্দিক মিয়া (৪০) ঢাকা জেলার সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকার মৃত আলম মিয়ার ছেলে।
এ সময় চুরি হওয়া টাকা ও স্বর্ণ বিক্রির অর্থ মিলিয়ে নগদ ২ লাখ টাকা চোরের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে সেই টাকা আদালতের মাধ্যমে ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ মে) সকালে দৈনিক সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, পিপিএম।
এর আগে ৯ এপ্রিল গভীর রাতে সাভার পৌরসভার মধ্যপাড়া এলাকার ডি-৯/৩ ঠিকানার মোঃ হাবিবুর রহমানের বাড়িতে জানালার গ্রিল কেটে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় ওইদিনই সাভার মডেল থানায় অজ্ঞাত নামে চুরির মামলা হলে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
সূত্র জানায়, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত চোর সিদ্দিক মিয়াকে সনাক্ত করা হয়। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাভার মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির আহমেদ।
পরবর্তীতে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী এবং দেখানোমতে চুরিকৃত নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণ বিক্রির নগদ ৮০ হাজার টাকা আসামীর নিজ বাসা থেকে জব্দ করে পুলিশ।
আদালতের এক আদেশের পর বৃহস্পতিবার (৪ মে) সাভার মডেল থানার ওসির অফিস কক্ষে মামলার বাদী হাবিবুর রহমানকে চুরি হওয়া নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং চুরি হওয়া স্বর্ণ বিক্রির ৮০ হাজার টাকা মিলিয়ে সর্বমোট ২ লাখ টাকা জিম্মায় প্রদান করা হয়।
দ্রুত সময়ে চুরি হওয়া ২ লাখ টাকা পেয়ে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির আহমেদ সহ সাভার মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী হাবিবুর রহমান।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম দৈনিক সকালের সময়কে বলেন, শুধু এই ঘটনা নয়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রত্যেকটি মামলায় আসামি গ্রেফতারের পাশাপাশি মালামাল উদ্ধারে পুলিশ দায়িত্বশীল ভূমিকা রাখছে।
এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
