বেরোবিতে ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
বেরোবি প্রতিনিধি:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।শনিবার(৬ মে) আঞ্চলিক কেন্দ্র হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান 'খ' ইউনিটের ভর্তি পরিক্ষা সমপন্ন হয়। এতে বেরোবি ক্যাম্পাসে ৩৮২৫ জন্য সহ পুরো রংপুর অঞ্চলে সর্বমোট ১০২৯৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয়ে সাড়ে ১২ টায় (দেড় ঘন্টা)। এ বছর ঢাবির ‘খ’ ইউনিটভুক্ত কলা অনুষদের এ ভর্তি পরীক্ষায় অংশ নেবে এক লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী। এ অনুষদের মোট আসন সংখ্যা দুই হাজার ৯৩৪টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য এবার লড়বে প্রায় ৪২ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, এবার ঢাবিতে স্নাতকে ভর্তির জন্য মোট দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন আবেদন করেছে। এর মধ্যে মানবিক তথা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে আবেদন পড়েছে এক লাখ ২২ হাজার ৮৮৫ জনের,ব্যবসা শিক্ষা অনুষদে ৪১ হাজার ৩৬৮ জনের,এবং চারুকলা অনুষদে ৭ হাজার ৯৭ জন।বেরোবিতে পরিক্ষা দিতে ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী থেকে আসা শিক্ষার্থী আঁখি আক্তার বলেন, ‘ঢাকায় গিয়ে পরীক্ষা দিলে অনেক কষ্ট হতো। কোথায় থাকব, কীভাবে সেন্টারে যাব এসব ভাবতে হতো। কিন্তু রংপুরে পরীক্ষা হওয়ায় বাসা থেকেই দিতে পেরে ভালো লাগছে।’
অভিভাবক ফারহানা ইয়াসমিন বলেন, ‘ঢাকায় গিয়ে পরীক্ষা দেয়াটা দুর্ভোগের। আমার বড় ছেলে যখন ঢাকায় পরীক্ষা দিয়েছে, সে সময়ের কষ্ট এখনও মনে আছে। এখন নিজেকে হ্যাপি মনে হচ্ছে।’পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া সব সাধারণের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বেরোবি কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রংপুরে বসে দিতে পেরে খুশি এ অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Link Copied