ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রেবেকা জেসমিন

খেজুরের ক্রিমি ড্রিংকস


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭-৫-২০২৩ দুপুর ৪:১

 উপকরণ
বিচি ছাড়া খেজুর আধা কাপ, তরল দুধ ২০০ মিলি গ্রাম, হুইপ ক্রিম ৮০ গ্রাম, ডানো ক্রিম ২ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ১ টেবিল চামচ(ইচ্ছা), লবণ ১ চিমটি, আইস কিউব ৩ থেকে ৪ পিস।

প্রনালী
প্রথমে ব্লেন্ডারের জগে আইস কিউব ছাড়া সব উপকরণ একসাথে নিন। এরপর ভালভাবে ব্লেন্ড করুন। এরপর পরিবেশনের গ্লাসে কয়েক টুকরা আইস কিউব দিবেন। এবার ড্রিংকস ঢেলে খেজুর স্লাইস, পেস্তাবাদাম কুচি দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা।

 

Sunny / Sunny