তালায় কম মূল্যের আমের বাজারে বিক্রেতারা অসহায়

সাতক্ষীরার তালায় আম সংগ্রহের শুরুতেই বাজারে আমের সরবরাহ গত বারের তুলনায় কয়েক গুন বৃদ্ধির কারনে। আনুষ্ঠানিক ভাবে আম পাড়ার ভরা মৌসুমে দাম নিয়ে হতাশ হয়ে পড়েছেন চাষী ও ব্যবসায়িরা। রোবাবার (৭ মে) বাজারে সব ধরনের আমের দাম ছিল গত মৌসুমের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসায়। আম চাষের সাথে জড়িতদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। কম মূল্যের আমের বাজারে অসহায় বিক্রেতাদের মূলধন বাঁচানোই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাইকারি বাজারে আমের এই দাম অব্যহত থাকলে লোকসানের আশঙ্কা করছেন আমচাষী ও ব্যবসায়িরা। সূত্রমতে,স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ঘোষিত আম পঞ্জিকা অনুযায়ি। গোবন্দিভোগ, বোম্বাই ও গোলাপখাস সহ স্থানীয় জাতের আম সংগ্রহের দিন ছিল ১২ মে। যে কারণে চাষীরা বাগানের আম পাড়তে পারেনি। কিন্তু হঠাৎ করে ওই তারিখ এগিয়ে ৫ মে করায় প্রথম দিনেই বাজারে আমের সরবরাহ বেড়ে গেছে। যে কারণে বর্তমানে এখানকার হাট বাজার গুলোতে চাহিদার তুলনায় অনেক বেশি আমদানি হওয়ায় আমের দরপতন হয়েছে বলে জানা যায়। স্থানীয় আম ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন,দাম বেশি পাওয়ার আসায় গতকাল মৌসুমের প্রথম দিন আড়তে ৬০ মণ আম নিয়ে আসেন। কিন্তু জেলার বড় বাজারে এসেই হতাশ হয়েছেন আমের দাম দেখে। গত মৌসুমের প্রথম দিকে এই বড় বাজারের আড়তে গোবিন্দভোগ আম বিক্রি করেছিলেন মণ প্রতি ২ হাজার ৯শত টাকা থেকে ৩ হাজার টাকা দরে। গতকাল একই বাজারে গোবিন্দভোগ বিক্রি করেছেন ১ হাজার ৫শত টাকা মণ দরে। বোম্বাই ও গোলাপখাস আমও গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেক দামে বিক্রি করেছেন। বাগান ক্রয়, পরিচর্যা, শ্রমিক ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রতি মণ গোবিন্দভোগ আম উৎপাদন খরচ পড়েছে কমপক্ষে ২ হাজার টাকার উপরে। সেখানে বাজারে প্রতি মণ আম বিক্রি হয়েছে ১ হাজার ৫ শত থেকে ১হাজার ৮ শত ’টাকা দরে। ফলে বাজারে এমন দাম গেলে ৮ টি বাগানে তার কয়েক লক্ষ টাকা লোকসান হবে।
খোঁজ নিয়ে জানা যায়, এখানকার বাজারের ছোট-বড় সব আড়তে আমে সয়লাব হয়ে গেছে। একদিনেই কয়েক হাজার মণ আম উঠলেও ক্রেতাদের আনাগোনা ছিল খুবই কম। যে কারণে ভালো দাম পাচ্ছেন না চাষী বা ব্যবসায়িরা। গত বছরের তুলনায় সব ধরনের আম গত দুই দিনে অর্ধেক দামে বিক্রি হচ্ছে আড়তগুলোয়। অন্তত ১৫-১৬ জাতের আম উৎপাদন হয়। যা এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে বলে জানা যায়।
এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন
Link Copied