ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

তালায় কম মূল্যের আমের বাজারে বিক্রেতারা অসহায়


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ৪:৭
 সাতক্ষীরার তালায় আম সংগ্রহের শুরুতেই বাজারে আমের সরবরাহ গত বারের তুলনায় কয়েক গুন বৃদ্ধির কারনে। আনুষ্ঠানিক ভাবে আম পাড়ার ভরা মৌসুমে দাম নিয়ে হতাশ হয়ে পড়েছেন চাষী ও ব্যবসায়িরা। রোবাবার (৭ মে) বাজারে সব ধরনের আমের দাম ছিল গত মৌসুমের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসায়। আম চাষের সাথে জড়িতদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। কম মূল্যের আমের বাজারে অসহায় বিক্রেতাদের মূলধন বাঁচানোই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাইকারি বাজারে আমের এই দাম অব্যহত থাকলে লোকসানের আশঙ্কা করছেন আমচাষী ও ব্যবসায়িরা। সূত্রমতে,স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ঘোষিত আম পঞ্জিকা অনুযায়ি। গোবন্দিভোগ, বোম্বাই ও গোলাপখাস সহ স্থানীয় জাতের আম সংগ্রহের দিন ছিল ১২ মে। যে কারণে চাষীরা বাগানের আম পাড়তে পারেনি। কিন্তু হঠাৎ করে ওই তারিখ এগিয়ে ৫ মে করায় প্রথম দিনেই বাজারে আমের সরবরাহ বেড়ে গেছে। যে কারণে বর্তমানে এখানকার হাট বাজার গুলোতে চাহিদার তুলনায় অনেক বেশি আমদানি হওয়ায় আমের দরপতন হয়েছে বলে জানা যায়। স্থানীয় আম ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন,দাম বেশি পাওয়ার আসায় গতকাল মৌসুমের প্রথম দিন আড়তে ৬০ মণ আম নিয়ে আসেন। কিন্তু জেলার বড় বাজারে এসেই হতাশ হয়েছেন আমের দাম দেখে। গত মৌসুমের প্রথম দিকে এই বড় বাজারের আড়তে গোবিন্দভোগ আম বিক্রি করেছিলেন মণ প্রতি ২ হাজার ৯শত টাকা থেকে ৩ হাজার টাকা দরে। গতকাল একই বাজারে গোবিন্দভোগ বিক্রি করেছেন ১ হাজার ৫শত টাকা মণ দরে। বোম্বাই ও গোলাপখাস আমও গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেক দামে বিক্রি করেছেন। বাগান ক্রয়, পরিচর্যা, শ্রমিক ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রতি মণ গোবিন্দভোগ আম উৎপাদন খরচ পড়েছে কমপক্ষে ২ হাজার টাকার উপরে। সেখানে বাজারে প্রতি মণ আম বিক্রি হয়েছে ১ হাজার ৫ শত থেকে ১হাজার ৮ শত ’টাকা দরে। ফলে বাজারে এমন দাম গেলে ৮ টি বাগানে তার কয়েক লক্ষ টাকা লোকসান হবে।
 খোঁজ নিয়ে জানা যায়, এখানকার বাজারের ছোট-বড় সব আড়তে আমে সয়লাব হয়ে গেছে। একদিনেই কয়েক হাজার মণ আম উঠলেও ক্রেতাদের আনাগোনা ছিল খুবই কম। যে কারণে ভালো দাম পাচ্ছেন না চাষী বা ব্যবসায়িরা। গত বছরের তুলনায় সব ধরনের আম গত দুই দিনে অর্ধেক দামে বিক্রি হচ্ছে আড়তগুলোয়। অন্তত ১৫-১৬ জাতের আম উৎপাদন হয়। যা এলাকার  চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে বলে জানা যায়।

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির