তালায় এনজিও কর্মীদের হামলায় রক্তাক্ত যুবক ৯৯৯-এ কল করে প্রাণে রক্ষা
সাতক্ষীরার তালায় সময় মত কিস্তির টাকা দিতে না পারায়। এনজিও কর্মীদের হামলার শিকার হয়েছেন আক্তার হোসেন (৩২) নামে এক মৎসচাষী যুবক। বুধবার (১০মে) সন্ধ্যায় উপজেলার পাটকেলঘাটা থানার বড়বিলা এলাকায় ন্যাক্কার জনক এই হামলার ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি বড়বিলা গ্রামের মো. মহিজ উদ্দীন মোড়লের ছেলে বলে জানা যায়। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরজমিনে,হামলার শিকার আক্তার হোসেন জানান, গত বছর ব্যবসায়িক কাজে লাগানোর জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন নামে একটি এনজিও প্রতিষ্ঠান থেকে মাসিক কিস্তিতে দুই বছর মেয়াদী একলক্ষ টাকা ঋণ নেন তিনি। চলতি মাসে ঋণের কিন্তি দিতে বিলম্ব করার কারণে। সন্ধ্যার দিকে মানিক নামে এনজিও কর্মী সহ ৬ জন তার বাড়িতে আসে। ওই সময় তাকে বাড়িতে না পেয়ে তারা স্ত্রী পারভীন খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরই মধ্যে আমি বাড়িতে এসে দেখতে পাই বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা তার স্ত্রীকে চড় থাপ্পড় মারছে। ওই সময় আমি বাঁধা দিতে গেলে। এনজিও কর্মীর সাথে থাকা অন্যরা আমাকে লোহার সাবল দিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। এতে আমি মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হই । পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে। ওই সময় পুলিশ আসার খবর পেয়ে এনজিওর কর্মীরা তাদেরই দুটো মোটর সাইকেল রেখে সটকে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ বিষয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওর সাতক্ষীরা জোনাল ম্যানেজার বলেন,এ ঘটনায় আমাদের দুই জন কর্মীও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে তিনি জানিয়েছেন। স্থানীয় পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ মুনসী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। দু’পক্ষই বর্তমানে থানায় আছে।
এমএসএম / এমএসএম
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার