ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর ৩২ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল
                                    মাদারীপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাগ্নে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর ৩২ তম মৃত্যুবার্ষিকী মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (১৯ মে) বিকেলে মরহুমের নিজ বাড়ীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন মসজিদ এবং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়েও দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর -১ আসনের সংসদ সদস্য নূর-ই- আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহার মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো সেলিম. শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জহির চৌধুরী ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান সেলিম প্রমুখ সহ আওয়ামীলীগের নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা।
 এর আগে অতিথিরা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
উপজেলা আওয়ামীলীগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, সাবেক গণপরিষদের সদস্য, মুজিব বাহিনীর  কোষাধ্যক্ষ, দৈনিক বাংলার বানী পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলের কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন। নারী শিক্ষার অগ্রগতির জন্য ১৯৭৪ সালের ১ জানুয়ারি শিবচরে প্রতিষ্ঠা করেন শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গনঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে তিনি কাজ করেছেন নিরলস ভাবে। ১৯৭০ সালে সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের ভূমিকায় ছিলেন, ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামীলীগের পূনর্গঠনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯১ সালের ১৯ মে ৫ম জাতীয় সংসদের সদস্য থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি এলাকায় 'দাদা ভাই' হিসেবে পরিচিত ছিলেন।
ইলিয়াস আহমেদ চৌধুরী(দাদা ভাই) এর জ্যেষ্ঠ পুত্র জাতীয় সংসদের চিফ হুইপ, মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী এমপি এবং কণিষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
মাদারীপুর ১ আসনের সাবেক এই সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নানা গুণে গুণান্বিত মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী(দাদা ভাই)কে গত বছর(২০২২) স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। তার বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ পুরস্কার গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
                মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
                নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
                শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
                মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
                বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
                গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
                কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
                চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
                শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
                প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
                মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
                মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু
                টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন
            Link Copied