ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

তালায় পল্লী অবকাঠামো উন্নয়ন ব্যাহত


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২০-৫-২০২৩ দুপুর ১১:৫৪

 সময়ের সাথে পাল্লা দিয়ে ইট,বালু, সিমেন্ট ও রড সহ নির্মাণ--সংস্কার কাজে ব্যবহৃত। সকল সামগ্রীর মূল্য লাগামহীন ভাবে বেড়ে চলায়। সাতক্ষীরার তালা উপজেলায় বিভিন্ন সড়ক সংস্কারের জন্য প্রাপ্ত টেন্ডারের কাজ শুরু করলেও শেষ করা সম্ভব হচ্ছে না । এমনকি লোসকানের ভয়ে দিশেহারা সংশ্লিষ্ট ভুক্তভোগী ঠিকাদাররা কালবিলম্ব শেষে । ক্ষতি স্বীকার করেও তাদের সেই কাঙ্ক্ষিত কাজ ছেড়ে দিচ্ছে বলে জানা যায়। একই সাথে এই উপজেলায় বসবাসকারী হাজার হাজার দরিদ্র ও মধ্যবিত্তরা তারা তাদের বসত ঘর সহ অন্যান্য পাকা ঘর নির্মাণের ক্ষেত্রে রীতিমত হিমশিম খাচ্ছে। সূত্রমতে,তালা উপজেলার পাটকেলঘাটা টু দলুয়া সড়কের খলিশখালী হরিতলা মোড় নামক স্থান পর্যন্ত। সংস্কারধীন আনুমানিক ৪ কিঃ মিঃ পিচের সড়কটি প্রায় ৩ বছর যাবৎ। সংষ্কারের প্রহর গুনছে হাজার হাজার ভুক্তভোগী পথচারীরা। অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এ সড়কটিতে বর্তমানে একদিকে ধুঁলো-বালি অন্যদিকে ঝাঁকুনির ভয়ে বহু মানুষ। মূল্যবান সময় ও অর্থ নষ্ট করে পথ মাড়িয়ে ভিন্ন পথে যাতায়াত করছে বলে জানা যায়। পুনরায় সংস্কারের লক্ষ্যে খোড়া-খুড়ি এই  সড়কটিতে প্রতিদিন জীবিকা নির্বাহ ও সাংসারিক প্রয়োজনে। প্রতিদিন ছোট বড় মিলে শত শত যানবাহন চলাচল করে থাকে। কারণ উপজেলার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র পাটকেলঘাটা হওয়ায় সড়কটির গুরুত্ব অপরিসীম। একই সাথে যাতায়াত করতে গিয়ে নানান বিড়ম্বনার শিকার হতে হচ্ছে রোগী সাধারনদের। বিশেষ করে রাত্রে কোন ব্যক্তি অসুস্থ্য হলে বেহাল দশার এ সড়কের কথা চিন্তা করে। অনেকেই শহরমুখী না হয়ে স্থানীয় হাতুড়ি ডাক্তার দ্বারা চিকিৎসা সেবার কাজ মেটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ধুলা-বালির রাজত্বে রুপ নেয়া সড়কটিতে কোন পথচারী নিরাপদে চলাচল করতে পারছে না। প্রায়ই ঘটছে ছোট-বড় সব দুর্ঘটনা। শুধু কি তাই ? এই সড়কের কোল ঘেঁষে রয়েছে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,একটি ইবতেদায়ী মাদ্রাসা ও হাফেজী খানা,দুইটি মাধ্যমিক বিদ্যালয় ওই একটি কারিগরি কলেজ। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শহস্রাধিক কোমলমতি শিক্ষার্থীরা। সময় মতো স্কুল-কলেজে পৌঁছাতে না পারা সহ যাতায়াত করতে গিয়ে নানান সমস্যার  শিকার হচ্ছে। অথচ বিষয়টি দেখার জন্য কেউ নেই। উপজেলার জুজখোলা গ্রামের ভ্যানচালক মোহাম্মদ মোড়ল (৪৫) জানান,আজ দুই তিন বছর এই রাস্তাটায় চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। রাস্তায় ছড়ায় থাকা খোয়ার কারণে  ভ্যানের একটা টায়ার ছয় মাসও যাচ্ছে না। ঝাকা লাগার ভয়ে প্যাসেঞ্জার ভ্যানে উঠতেই চাচ্ছে না । ভারী কোন মালামালও আনা নেওয়া করা যাচ্ছে না। রোজগার কমে যাওয়ায় সংসার চালানো কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া স্থানীয় মাদ্রাসা ই--খালিদ বিন অলীদ (রাযি) হাজরা পাড়া এর শিক্ষক মাওলানা মোক্তার আলী জানান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি একেবারেই এই সড়কের পাশে হওয়ায়। ধুলো-বালির জন্য দারুন সমস্যায় পড়ে গেছি। প্রতিদিন দুই বার মটরের পানি দিয়ে রাস্তা ভিজিয়ে দিই। যাতে ধুলোবালির হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। এখানকার অনেক বাচ্চারা এলার্জি ও সর্দি কাশিতে ভুগছে। খানা-পিনা করতে হলে ঘরের দরজা দিয়েই খেতে হয়। রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করা গেলে ভালো হয়। অন্যদিকে উপজেলার যুগীকুরিয়া গ্রামের ইমারত শ্রমিক ফারুক হোসেন (৩৫) আক্ষেপ করে বলেন,মনে করেছিলাম এই বছর ঘরবাড়ি করে মেয়েটা বিয়ে দেব। কিন্তু বর্তমানে ১হাজার ইটের দাম ১১-১২ হাজার টাকা। আর রড,সিমেন্ট,বালির দামের কথা আর কি বলবো। পরিবহন খরচ ও আনুষাঙ্গিক মিলে ১০০০ ইটের নির্মাণ কাজ শেষ করতে প্রায় 20000 টাকার মত খরচ।  সব হিসাব করলে  বর্তমানে আমাদের মত মানুষের পক্ষে বাড়ি ঘর করা সম্ভব না। এদিকে সংস্কারাধীন ওই সড়কের বিষয়ে পল্লী অবকাঠামো উন্নয়ন (এলজিইডি) অফিসের সসহকারী প্রকৌশলী রখীন্দ্র নাথ হালদার জানান, ২০২০ ইং সালে উক্ত সড়কটি ১ কোটি ৯৫ লক্ষ  ৫৫ হাজার টাকা অর্থায়নে সাতক্ষীরা এলজিইডি সড়কটি সংস্কারের লক্ষ্যে । স্থানীয় তালা রাকা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী তপন চক্রবর্তী নামক ব্যক্তিকে টেন্ডার দেয়। কিন্তু ২০২১ সালে সড়কটি খুড়ে কিছু ইটের খোয়া বিছিয়ে রাখে। যা সড়কটিতে দিন দিন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার তপন চক্রবর্তী কে এলজিইডি পর পর তিন বার শোকজ করা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কোন লাভ হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট ওই ঠিকাদারের সাথে কথা হলে তিনি জানান,রাস্তাটার টেন্ডার যখন পেয়েছিলাম তখন মালামালের দাম কম ছিল। কিন্তু হঠাৎ করে ইট সহ সংস্কার কাজে ব্যবহৃত সকল সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ার কারণে কাজ থেমে আছে। কারণ এই কাজ শেষ করতে গেলে আমার ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মত লোসকান গুনতে হবে। তবে সম্প্রতি আমি তালায় এলজিইডি অফিসে অঙ্গীকারনামা পত্র দিয়ে এসেছি। উনাদের  বেঁধে দেওয়া সময় বা তারিখের মধ্যে রাস্তার সংস্কার কাজ শেষ করার চেষ্টা করবো। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানান,ভ্যাট,ট্যাক্স,ল্যাপ টেস্ট এবং অন্যান্য মিলে বরাদ্দের প্রায় ৩০% টাকা কর্তন হয়ে যায়। তার ওপর মালামালের অসম্ভব মূল্যবৃদ্ধি, ঠিকাদাররা কাজ করবে কিভাবে।    এবিষয়ে স্থানীয় খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন জানান, সাধারণ মানুষের চলাচলে সীমাহীন দুর্ভোগ নিরশনের লক্ষ্যে। সংস্কার প্রক্রিয়াধীন এই সড়কের বিষয়ে আমি সংশ্লিষ্ট ঠিকাদার এবং এলজিইডি'র কর্তৃপক্ষকে বহুবার অবহিত করেছি। এমন কি আমাদের তালা-কলারোয়ার এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ মহোদয়কে অবহিত করি। এরপর তিনি সড়কের সংস্কার কাজ দ্রুত শেষ করার জন্য চাপ দিলে। ওই ঠিকাদার রাস্তায় খোয়া ফেলে দায়সারা রোলার দেওয়ার পর আর কোন কাজ করেনি। অন্যদিকে সংস্কার সামগ্রীর মূল্য বৃদ্ধির কারনে তালার মাঝিয়াড়া বাজার হতে ঘোনা বাজার নামক স্থান পর্যন্ত। প্রায় এক কিঃঃ মিঃ সড়কের সংস্কার কাজ ২০১৯ ইং তারিখ হতে অদ্যবধি পর্যন্ত না হওয়ায়। সংশ্লিষ্ট ঠিকাদার (মেসার্স  আমানত এন্টার প্রাইজ খুলনাকে) দফায় দফায় তদারকি করার পরও কাজের অগ্রগতি না হওয়ায়। উক্ত কাজ সংক্রান্ত চুক্তিপত্র  বাতিলের জন্য । মোঃ সুজায়েত হোসেন নির্বাহী প্রকৌশলী এলজিইডি সাতক্ষীরা স্বাক্ষরিত একটি পত্র সম্প্রতি তত্ত্বাবধায়ক প্রকৌশলী,স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর খুলনা,উপজেলা প্রকৌশলী তালা-সাতক্ষীরা,এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স  আমানত এন্টারপ্রাইজ মুজগুন্নি খালিশপুর খুলনা। যার স্মারক নং ১১৭০ বলে সংশ্লিষ্ট একটি সূত্র জাতীয় দৈনিক সকালের সময়কে জানিয়েছেন। সর্বোপরি, এই উপজেলার জনসাধারণের সীমাহীন ভোগান্তি  নিরসনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন এলাকার অভিজ্ঞ মহল। 

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির