পরিশ্রমী তাসফিয়া এখন চলতি এসএসসি পরীক্ষার্থী
দেশের দক্ষিণ-পশ্চিম উপকুলীয় অঞ্চলের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আইবুড়ো নদীর কোল ঘেঁষে অবস্থিত মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রাম। ঐ গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন পরিশ্রমী-উদ্যমী শিক্ষার্থী তাসফিয়া পারভীন। তার হতদরিদ্র পিতা তৈয়বুর রহমানের জীবন-জীবিকা সুন্দরবনের উপর নির্ভরশীল, আর মা গৃহিনী। সরকারের দেয়া ৯ শতক খাস জমিতে বাধা বসত ঘরে মা সহ ৪ ভাই-বোনের বসবাস। ভাই-বোনের মধ্যে তাসফিয়া সবার বড়। নবম শ্রেণি পর্যন্ত পড়ার পর পরিবারের চরম দারিদ্রতার কারণে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার। নিয়তিকে মেনে নিয়ে পরিবারকে সহযোগিতার লক্ষ্যে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে মাছ এবং কাঁকড়া ধরা শুরু করে। যা দৈনিক আয় হতো ৫০-১০০ টাকা। এরই মধ্যে অভিভাবকরা তাকে বিয়ে দেয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু তাসফিয়া কোনভাবেই বিয়ে করতে রাজি না। এক পর্যায়ে তাসফিয়া জানতে পারে মথুরাপুর গ্রামে মাছ ও কাঁকড়া ধরার সাথে জড়িতদের নিয়ে লার্নিং সেন্টার শুরু হতে যাচ্ছে। ২০২১ সালে এডুকোর আর্থিক সহায়তায় উত্তরণ মুন্সিগঞ্জ ব্রিজ স্কুল তৈরী করলে সেখানে যুক্ত হয় তাসফিয়া। এরপর উত্তরণের সহায়তায় ৩ মাস মেয়াদী টেইলারিংয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে এখান থেকে কাপড়সহ কিছু উপকরণ পাওয়াতে তার কাজের আগ্রহ বৃদ্ধি পায়। প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তার মায়ের নামে ৫০ হাজার টাকা ঋণ নেয়। সেই ঋণের টাকা থেকে ৭ হাজার টাকা দিয়ে একটি সেলাই মেশিন এবং ৪১ হাজার টাকা দিয়ে কাপড় ক্রয় করে বাড়িতেই ব্যবসা শুরু করে। পাশাপাশি আবারো পড়ালেখার কাজ চালিয়ে যাচ্ছে। বর্তমানে সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাসফিয়া জানায়, সে লেখাপড়ার পাশাপাশি টেইলার্সের কাজ করে মাসে প্রায় ৩ হাজার টাকা আয় করছে। তার আত্মবিশ্বাস রয়েছে ভালভাবে কাজ শিখে সে সফল নারী দর্জি হয়ে নিজেই বড় টেইলার্সের মালিক হবে। একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি বাবা-মায়ের সংসারের কষ্ট দুর করাই যেন তার একমাত্র প্রত্যাশা। একই সাথে ছোট ভাই-বোনদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তোলার আশায় বুক বেঁধেছে সে। যতদিন নিজে একটি দোকান করতে না পারবে ততোদিন এভাবেই সে বাড়িতে কাজ করে যাবে বলে জানিয়েছেন। এমনকি তাসফিয়া এক সময় তার বাড়ির আশ-পাশের গরিব পরিবারের আগ্রহী মেয়েদের বিনামূল্যে কাজ শেখানোর তার খুব ইচ্ছা। গতকাল তালা উপজেলায় অবস্থিত একটি বেসরকারি অফিসে প্রয়োজনীয় কাজে আসা, তাসফিয়া পারভীন আবেগ আপ্লুত কন্ঠে উপরোক্ত কথাগুলো বলেন। তথ্য অনুসন্ধানে,স্থানীয় উত্তরণের এডুকো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমা আক্তার বলেন, শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনি, গাবুরা ও কাশিমাড়ী ইউনিয়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই ৪ টি ইউনিয়নের চারটি ব্রিজ স্কুলে ৩৫০ জন শ্রমজীবী শিশুকে শিক্ষাদান কার্যক্রম চলমান রয়েছে। এই শিশুরা নিয়মিত ব্রিজ স্কুলে এসে লেখাপড়া করছে। এরমধ্যে ৫০ জন ইন্ডাষ্ট্রিয়াল সুইং মেশিন ও টেইলারিং এবং ৫০ জন ইলেকট্রনিকস ও মোবাইল সার্ভিসিংয়ে ও ২৫ জন ডিজেল ও পেট্রোল ইঞ্জিন মেকানিকের উপর তিন মাসের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ প্রাপ্ত অনেকের মতো তাসফিয়া পারভীন পড়াশুনার পাশাপাশি টেইলারিং এর কাজ করে নিজেকে সফল উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছে। মথুরাপুর ব্রিজ স্কুলের সভাপতি মিসেস নুরজাহান খাতুন বলেন, ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ঝরে পড়া শিক্ষা বিমুখ শিশুদের কাছে এখন আদর্শ শিক্ষার বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি অর্জন করেছে স্কুলটি। আগে এখানকার শিশুরা স্কুলে যেতে পারতো না। এখন নিয়মিত স্কুলে পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ করে অনেক শিক্ষার্থী স্বাবলম্বী হবার চেষ্টা করছে। মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, উত্তরণের এডুকো প্রকল্পের এই কার্যক্রম উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। তাসফিয়ার মতো অনেকেই বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে তা কাজে লাগিয়ে কিছু উপার্জন করছে। শ্যামনগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সোহাগ আলম জানান, মূলত ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে নিয়োজিত স্কুল বহির্ভূত শিশুদের শিক্ষার মূল স্রোতে আনার জন্যই এ ব্যবস্থা। এটি দুর্গম ও পিছিয়ে পড়া উপকূলীয় এলাকায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। বিশেষ করে ইলেকট্রনিকস ও মোবাইল সার্ভিসিং এবং সুইং মেশিন ও টেইলারিং প্রশিক্ষণ একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করেন তিনি। সবমিলিয়েে সমাজের ছিন্নমূল মানুষগুলোকে সরকারি-বেসরকারি ভাবে আশাঅনুরূপ সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা সম্ভব হলে। শিক্ষার্থী তাসফিয়ার মত বহু দরিদ্র পরিবারের ঘুচে যেত অভাব। সামাজিক ভাবে বাড়তো সম্মান আর মর্যাদা বলে স্থানীয় সচেতন মহলের ধারণা।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত