গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে কারখানা শ্রমিকরা

একদিকে ঈদের ছুটি, অন্যদিকে কঠোর লকডাউনের কারণে পোশাক শ্রমিকরা ঈদের আনন্দকে উপভোগ করতে কর্মস্থল ঢাকা ছেড়ে অবস্থান করেন গ্রামের বাড়িতে। কিন্তু হঠাৎ করে গার্মেন্টস ও শিল্পকারখানা খুলে দেয়ায় ঢাকামুখী মানুষের ভিড় পড়েছে রাস্তাঘাট ও ফেরিঘাটে। শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাটে দেখা যায় ঢাকাগামী মানুষের ঢল। যদিও তারা অনেক কষ্ট ও ভোগান্তিতে ফেরি বা লঞ্চে পারাপার হয়ে ঘাটে পৌঁছান কিন্তু চরম ভোগান্তিতে পড়েন আরিচা মহাসড়কে এসে। রাস্তায় কোনো যানবাহন না থাকায় তারা ঢাকার দিকে ফিরতে পারছেন না। মাঝেমধ্যে দু-একটি প্রাইভেটকার দেখা গেলেও ভাড়া চাচ্ছে সীমাহীন। যেখানে ১০০-২০০ টাকার ভাড়ায় ঢাকা পৌঁছানোর কথা, সেখানে ভাড়া চাচ্ছে ১২০০-১৫০০ টাকা। অনেকে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই ঢাকা ফিরছেন। তবে নিদিষ্ট কোনো ভাড়ার কথা উল্লেখ করেননি কেউ। যে যেভাবে ভাড়া নিতে পারছে সেভাবেই নিচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।
সরেজমিন দেখা যায়, শনিবার (৩১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকার তিন নম্বর পন্টুনে যাত্রীবোঝাই করে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নোঙর করে। ফেরিতে দেখা যায় ঢাকামুখী যাত্রীর ভিড়ে ফেরিটির কোথাও একটুও খালি জায়গা নেই। কোনো যাত্রীর মধ্যে স্বাস্থ্যবিধির বালাই নেই। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। সবাই কেবল গন্তব্যস্থলে ফিরতে ব্যস্ত।
কয়েকজন পোশাক শ্রমিকের সাথে কথা বললে তারা জানান, আমরা জানি লকডাউন ৫ তারিখ পর্যন্ত। গার্মেন্টস ও কারখানা বন্ধ তাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু কারখানা খুলে দেয়ায় এখন গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাচ্ছি। অনেক কষ্টে ফেরিতে পার হয়েছি কিন্তু রাস্তায় কোনো গাড়ি নেই, এখন কিভাবে ঢাকা যাব? কিছু প্রাইভেটকার মাঝেমধ্যে দেখা যায় কিন্তু ভাড়া অনেক। তাই বাধ্য হয়ে কখনো রিকসা-ভ্যান আবার কখনো হেঁটে গন্তব্যে পৌঁছাতে হবে।
এ ব্যাপারে এক প্রাইভেটকারচালকের সাথে কথা বললে তিনি জানান, লকডাউনের জন্য দীর্ঘদিন ধরে গাড়ি চালানো বন্ধ। গাড়ি চালাতে না পারায় পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি। তাই পেটের দায়ে বাধ্য হয়ে করোনা সংক্রমণের ঝুঁকি জেনেও প্রাইভেটকার নিয়ে রাস্তায় নেমেছি। লকডাউনের কারণে গাড়ি নিয়ে রাস্তায় বের হলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট জরিমানা করেন। তাদের ম্যানেজ করে রাস্তায় চলতে হয়। এজন্য রাস্তায় চলতে বেশি খরচ হয়। সেজন্য বাধ্য হয়েই বেশি ভাড়া নিতে হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআেইডব্লিউটিসি) আরিচা ঘাটের ডিজিএম জিল্লুর রহমান বলেন, শিল্প-কারখানা খুলে দেয়ায় ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। প্রতিটি ফেরিতে সকাল থেকে অসংখ্য যাত্রী পার হচ্ছেন। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিরিয়ে মোট আটটি ফেরি চলাচল করছে। এছাড়া আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচল করছে তিনটি ফেরি।
এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন
Link Copied