পাবনায় ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় চাঁদাবাজির অভিযোগ এলাকাবাসীর

পাবনার আমিনপুরের ঢালারচরে জমিতে বিরোধ দেখিয়ে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কোরবান আলী সরদারের ছত্রছায়ায় তার লোকজনদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এবিষয়ে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কোরবান আলী সরদার। তার দাবি জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে তৃতীয় পক্ষের ইন্ধনে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢালারচরের রামনারায়ণপুর ও কোমরপুর মৌজার সীমানার বেশ কয়েকজনের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এতে হস্তক্ষেপ করেন ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলী সরদার ও তার লোকজন। খাস জমি দাবি করে এলাকাবাসীর সরলতার সুযোগ নিয়ে এবং বাড়িঘর উচ্ছেদের ভয় দেখিয়ে একাধিক জনের কাছে চাঁদা দাবি করেন আকরাম ফকির, কালাম ফকির, শুকুর ফকির, মোকলেস ফকিরসহ চেয়ারম্যানের লোকজন। চাঁদা দিতে অস্বীকার করায় স্থানীয় জলিল মন্ডল ও তার ছেলেদের মারধরও করা হয়েছে। এছাড়াও অনেকের কৃষি জমিতে সেচ কাজে বাধা, গাড়ি চালাতে বাধা ও হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সাংবাদিকদের বলেন, ‘আমরা ৩০-৪০ বছর ধরে বসবাস করছি। হঠাৎ চেয়ারম্যানের লোকজন এসে মৌজার সীমানা নির্ধারণ করে দিয়ে অনেকের বাড়িঘর ভাঙতে বলেন। তা না হলে আমাদের বিভিন্ন জনের কাছ থেকে ১ থেকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমরা কৃষক, আমরা টাকা কোথায় পাবো? কৃষি কাজ ও দিনমজুরের কাজ করে সংসার চালায়। চেয়ারম্যানের লোকজন আমাদের রাস্তা-ঘাটে যেতে দিচ্ছে না। কৃষি কাজও করতে দিচ্ছে না। চেয়ারম্যানই যদি এইসব করেন-তা’হলে আমরা কোথায় যাবো? কার কাছে বিচার দেবো?’
তবে এইসব অভিযোগ অস্বীকার করে ঢালারচর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান কোরবান আলী সরদার বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সেখানে জমিজমার বিরোধকে কেন্দ্র করে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে চাচ্ছে একটি পক্ষ। এক সময় ঢালারচর আতঙ্কে জনপদ ছিল। রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল। কিন্তু আমি দায়িত্ব পাওয়ার পর সব পাল্টিয়েছি। এই সবের হিংসের প্রতিফলন হিসেবে আমাকে সামাজিকভাবে হেনেস্থা করতে এইসব অভিযোগ আনা হয়েছে।’
এবিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, জমিজমা নিয়ে সেখানে একটা ঝামেলা আছে। এবিষয়ে কোর্টে মামলাও হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। এখন চাঁদাবাজি কিনা সেটা তদন্তের পর বলা যাবে।’
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
