ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১-৬-২০২৩ দুপুর ২:৩৫

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দর বনের প্রাকৃতিক বেষ্টনী। প্রতিবছর সিডর, আইলা, নার্গিস,বুলবুল সহ সাম্প্রতিক আম্পানের মতো সুপার সাইক্লোনের তান্ডব থেকে।দক্ষিণাঞ্চলের মানব সম্পদ, বনজ সম্পদ ও প্রাণিজ সম্পদ রক্ষা করে চলেছে। বন বিভাগের গবেষণা এবং তথ্য-উপাত্ত অনুসারে, জুন, জুলাই ও আগস্ট-এ তিন মাস (১জুন ২৩ থেকে ৩০ আগস্ট ২৩) তারিখ পযর্ন্ত। সুন্দর বনের মাছ কাঁকড়া, পর্যটক সহ সকল প্রকার পাস পারমিট বন্ধ করে দিয়েছেন বন মন্ত্রণালয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দর বনের মৎস্য ও বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩মাস (৯০) দিন সুন্দর বনে বিচারণকারী পশু পাখিও গাছ-গাছালির প্রজনন মৌসুম। পশ্চিম সুন্দর বনের সহকারি বন সংরক্ষক এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী জানান,বন্যপ্রাণী অবাধ বিচারণ ও বংশবিস্তারের স্বার্থে সীমিত এ সময়টিতে পর্যটন, জনপ্রবেশ ও বন-নির্ভর পেশা জীবিদের প্রবেশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখা সম্ভব হলে। ধীরে, ধীরে সুন্দরবন তার রুপ ফিরে পেতে পারে।সে কারণে জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক বিপর্যয় সংক্রান্ত নানামুখী প্রতিকূলতা রোধ করে উপকূলীয় অঞ্চলে ডেলটা প্ল্যান এর সফল বাস্তবায়নের আওতায় বিশ্বের ম্যানগ্রোভ বনভূমির ইকোসিস্টেম পূনরুজ্জীবিত করণ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (ঝউএঝ) -এর ১৩ ও ১৪ নম্বর লক্ষ্যমাত্রা প্রত্যক্ষ ভাবে অর্জনের লক্ষ্যে জুন, জুলাই ও আগস্ট মাসে সর্বপ্রকার পর্যটন ও বন নির্ভর পেশা স্থগিত রাখা হয়েছে। তিনি আরো বলেন, সেক্ষেত্রে পর্যালোচনা পূর্বক সংরক্ষিত এলাকাটির উপর জীবন জীবিকার তাগিদে নির্ভরশীল বাওয়ালি, মৎস্যজীবী অথবা নির্ধারিত সময় গুলোতে বিশেষ খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণের করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সে কারণে কোন প্রকার এ তিন মাস বনজদ্রব্য আহরণ করা থেকে বিরত থাকার আহবান জাননো হয়েছে। এ আইন অমান্য করলে বন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতক্ষীরা উপকূলের জেলে বাওয়ালীদের কাছে সুন্দরবনে প্রবেশের সকল পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় জেলে হানিফ গাজী বলেন, তিন মাস সুন্দরবনে প্রবেশ সহ সকল ধরনের বনজ সম্পদ আহরণ বন্ধ করে দেওয়ায় আমাদের সংসার চালানো খুব দুষ্কর হয়ে যাবে, এমনকি আমাদের অনেকের না খেয়েও দিন কাটাতে হবে। জেলে কামরুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের বাজার উর্ধগতি, আমরা কিভাবে এই তিন মাস সংসার চালাবো। সরকার যে টুকু চাল দেয় তাতে আমাদের চলে না,আমাদের দাবি এই তিন মাস আমরা যাহাতে সরকারি ভাবে সহায়তা পেয়ে। সংসার চালাতে পারি  জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের সবিনয়ে অনুরোধ রইল।

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির