ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কবে চালু হবে হাবিপ্রবি’র দশ তলা একাডেমিক ভবন


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১-৬-২০২৩ বিকাল ৫:৬

নির্মাণ কাজ শুরু হওয়ার পাঁচ বছর পার হলেও এখনো শতভাগ কাজ শেষ হয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয় নি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দশ তলা বিশিষ্ট একাডেমিক ভবন। আধুনিকতার এই প্রতিযোগিতামূলক বিশ্বে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা হচ্ছে গবেষণা এবং বাস্তবমুখী ব্যবহারিক কর্মক্ষেত্রের ফসল। এরই ধারাবাহিকতায় দেশ তথা বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে চলতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে প্রয়োগমূলক গবেষণার জন্য গত ২০১৮ সালের ২৭মে  প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১০ (দশ) তলা বিশিষ্ট এই একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। দশ তলা বিশিষ্ট এই একাডেমিক ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। তবে নির্মাণ কাজ শুরু হওয়ার পাঁচ বছর পার হলেও ভবনটির কাজ শতভাগ সম্পন্ন হয় নি এখনো। মহামারী করোনা ভাইরাসের সময় নির্মাণ কাজ ব্যাহত হলেও পরবর্তীতে এই ভবনটির সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হওয়ার জন্য মেয়াদ ধার্য করা হয়েছিল ২০২১ সালের জুন মাস পর্যন্ত। তবে পূর্ব ঘোষিত মেয়াদের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারায় পরবর্তীতে আবারও সে মেয়াদ বৃদ্ধি করে ২০২২ সালের জুন মাস পর্যন্ত করা হয়। ২০২২ সালের অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্মাণকাজের সাথে সংশ্লিষ্ট দায়িত্বরত একাধিক ব্যক্তিবর্গ জানিয়েছিলেন যে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সব ধরনের কাজ সম্পন্ন হবে। কিন্তু বাস্তবিক অর্থে সে নির্দিষ্ট সময়ও পার হয়ে নির্মাণ কাজ শুরু হওয়ার দীর্ঘ ৫ বছর পূর্ণ হয়েছে, তারপরেও এখনো (৩১মে, ২০২২) পর্যন্ত নির্মাণের শতভাগ কাজ সম্পন্ন হয়ে শিক্ষার্থীদের জন্য চালু হয় নি এই একাডেমিক ভবনটি। এদিকে ক্লাস-রুম সংকট, শিক্ষক-শিক্ষার্থীদের মিলনায়তনের জায়গা সংকট, স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাদ্য সেবা পেতে উন্নতমানের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। ক্লাসরুম সংকটের কারণে অনেক সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সময় মতো ক্লাস করতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এতকিছুর মাঝেও বর্তমান সময়ে এই একাডেমিক ভবন চালু হওয়ার  কিছুটা সেই আশার বাণী শোনা যাচ্ছে। 

তবে ইতোমধ্যে গত ১৩ মার্চ ২০২২ ইং তারিখে দশ তলা এই নির্মাণাধীন একাডেমিক ভবনেই অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি।

দশ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের বর্তমান অবস্থা ও নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট বর্তমান দায়িত্বরত ইঞ্জিনিয়ার মাসুদুল করিম জানান, “দশ তলা একাডেমিক ভবনের ভিতরের বড় ধরনের সব কাজ শেষ হয়েছে। বর্তমানে লিফট ইন্সটলেশন এবং সেটআপ-এর কাজ চলছে। ভবনটিতে মোট ৭ টি লিফটের মধ্যে ২টি লিফট পুরোপুরি চালু হয়েছে এবং আরও ২টি আগামী বৃহস্পতিবার (১লা জুন,২০২৩) ইন্সটলেশন করা হবে এবং বাকী লিফটগুলো জুন মাসের ২০ তারিখের মধ্যে ইনস্টলেশনের কাজ শেষ হবে। সফটওয়্যারের মাধ্যমে এই লিফট গুলো ইন্সটলেশন করতে হয়। যিনি এবিষয়ে অভিজ্ঞ এবং দায়িত্বরত রয়েছেন, সেই ইঞ্জিনিয়ারের অপেক্ষায় রয়েছি, এই জন্যই একটু দেরি হচ্ছে। আমরা আাশা করছি যে, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে লিফটের কাজ সম্পূর্ণ শেষ হবে”।

একাডেমিক ভবনের নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি ও নির্মাণ কাজের মেয়াদ কত দিন বৃদ্ধি করা হয়েছে এবিষয়ে জানতে চাইলে ১০ তলা নির্মাণাধীন একাডেমিক ভবনের প্রকল্প ম্যানেজার রানা সেন বলেন, ১০ তলা ভবনের নির্মাণ কাজ মোটামুটি শেষ পর্যায়ে এবং লিফট বসানোর ও ইনস্টলেশনের কাজ চলছে এবং টুকটাক কিছু থাইয়ের কাজ বাকি আছে সেগুলো চলছে।

ঠিকাদার প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ভবনটির নির্মাণ প্রকল্পের হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ইতোমধ্যে ২০২২ সালের জুলাই মাসে একাডেমিক ভবনটির কিছু অংশ (বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিকট অফিসিয়ালি হস্তান্তর করা হয়েছে। তারপরেও এখনো লিফট বসানোর কাজসহ ছোটখাটো কিছু কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে সার্বিক সকল কাজ সম্পন্ন হয়ে যাবে এবং আমি আশা করছি আগামী জুলাই মাসের ১৫ তারিখের (২০২৩) মধ্যে ভবনটির নির্মাণ প্রকল্পের সম্পূর্ণ অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে। 

একাডেমিক ভবনের নির্মাণ কাজের বর্তমান পরিস্থিতি ও ভবনটি চালু করার পরিকল্পনাসহ সার্বিক বিষয়ে জানতে চাওয়া হলে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ. টি. এম. শফিকুল ইসলাম বলেন, দশ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ, শুধু লিফট ইন্সটলেশনের কাজ চলমান রয়েছে। করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইতালি থেকে লিফট আসতে এক বছর দেরি হয়েছে। তাই জন্য কাজ শেষ হতে একটু দেরি হচ্ছে। আশা করা যায় আগামী এক মাসের মধ্যে সব কাজ সম্পন্ন হয়ে যাবে। 

দশ তলা এই একাডেমিক ভবনে কোন কোন অনুষদকে স্থানান্তর করা ও সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং কবে নাগাদ শিক্ষার্থীদের জন্য চালু হতে পারে এবিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, এই ভবনের বিভিন্ন তলায় কি ভাবে সাজানো হবে বা কোন কোন অনুষদের জন্য বরাদ্দ দেওয়া হবে এবিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয় নি। আর শিক্ষার্থীদের জন্য কবে নাগাদ চালু কিংবা আনুষ্ঠানিক উদ্বোধন কবে হবে এবং কিভাবে ডিস্ট্রিবিউশন করবে এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহন করবে।

নির্মাণ কাজের বর্তমান অবস্থা, নির্মাণ কাজের অগ্রগতি ও কবে নাগাদ এই একাডেমিক ভবনটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বা উদ্বোধন করা হবে এই সকল সার্বিক বিষয় নিয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালক সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ তারিকুল ইসলাম বলেন, নির্মণাধীন দশ তলা বিশিষ্ট এই একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। শুধু লিফট ইন্সটলেশনের কাজ বাকি আছে এবং সেই কাজটিও চলমান। সেই সাথে লিফটের কিছু টেস্টিং হবে। তবে ইতোমধ্যে কয়েকটি লিফট পুরোপুরি চালু হয়ে গেছে। আগামী রবিবার (৪ জুন, ২০২৩) আরও ২টি লিফট ইন্সটলেশন হবে। সব কিছু ঠিক থাকলে এক মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন হয়ে যাবে।

শিক্ষার্থীদের জন্য দশ তলা একাডেমিক ভবন কবে নাগাদ চালু হতে পারে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবগুলো লিফট পুরোপুরি চালু হয়ে গেলেই এটা ধীরে ধীরে শুরু হয়ে যাবে। লিফটের কাজ সহ ভবনটি পরিষ্কার করে গোছগাছ করতে সর্বোচ্চ দুই মাস সময় লাগতে পারে। তবে ইতোমধ্যেই আগামী (৩ জুন) বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তৃতীয় ও চতুর্থ  তলা পরিষ্কার করে ভর্তি পরীক্ষার্থীদের সিট বসানো হয়েছে। লিফট ইন্সটলেশনের কাজ শেষ হলেই, শীঘ্রই শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ভবনটি চালু করা হবে।

উল্লেখ্য, নির্মাণাধীন এই দশ তলা বিশিষ্ট একাডেমিক ভবনটির নাম এখনো চূড়ান্ত হয় নি। দশ তলা বিশিষ্ট এই একাডেমিক ভবনটি প্রতিটি তলা ৪ হাজার স্কয়ার মিটার নিয়ে মোট ৪০ হাজার স্কয়ার মিটার জায়গায় নিয়ে নির্মাণ করা হচ্ছে। গবেষণা ও ক্লাসরুম সংকট সমাধানে ১০ তলা বিশিষ্ট এই একাডেমিক ভবনে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য থাকছে বিভিন্ন সুযোগ সুবিধা। প্রতিটি তলায় যাতায়াতের জন্য থাকছে উন্নতমানের ৭টি লিফট। প্রতিটি তলায় থাকবে ক্লাস রুম ও ল্যাব। ডীন, চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকদের জন্য থাকবে নিজস্ব চেম্বার। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার জন্য নিচ তলায় থাকছে অত্যাধুনিক কেন্দ্রীয় গবেষণাগার সুবিধা। হাবিপ্রবি’র অত্যাধুনিক এই কেন্দ্রীয় গবেষণাগারে থাকবে ডিএনএ ও আরএনএ এক্সট্রাকশন রুম, জেল ডকুমেন্টেশন রুম, পিসিআর ও আরটি-পিসিআর রুম, উন্নতমানের রেফ্রিজারেটর (-২০ ডিগ্রি সে.), বায়োসেফটি ক্যাবিনেট লেভেল-২, রেফ্রিজারেটেড টেবিল টপ সেন্ট্রিফিউজ, ভরটেক্স মিক্সার, ন্যানো ড্রপ ওয়ান মাইক্রোভলিউম ইউভি-ভিস স্পেক্ট্রোফটোমিটার, বেঞ্চ টপ পিএইচ মিটার, জিনোম সিকুয়েন্সিং রুমের যন্ত্রপাতিসহ অন্যান্য অত্যাধুনিক যন্ত্রপাতি।

এছাড়াও নিচতলায় শিক্ষার্থীদের জন্য থাকছে উন্নতমানের ক্যাফেটেরিয়া ও শিক্ষার্থীরা ক্লাস শেষে পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আলোচনা ও ক্লাসের অবসর সময়ে বিনোদনের জন্য থাকছে স্টুডেন্ট গেদারিং পয়েন্ট। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য থাকছে পৃথক পৃথক নামাজ ঘর ও ওজুখানার ব্যবস্থা এবং ছাত্র ও ছাত্রীদের জন্য থাকছে আলাদা কমনরুমেরও ব্যবস্থা। এছাড়াও থাকছে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সেমিনার রুম এবং কনফারেন্স রুম। অনলাইন নির্ভর এই প্রযুক্তির যুগে এই একাডেমিক ভবনে থাকছে নন-স্টপ ওয়াইফাই সুবিধা। তবে ৪র্থ তলা ডিজাইনিং সহ বিভিন্ন সুবিধার জন্য আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য নির্ধারিত করা হয়েছে।এছাড়াও প্রাধান্যের দিক দিয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য ইঞ্জিনিয়ারিং হল রুম হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা ও জ্ঞান বৃদ্ধির জন্য থাকছে অনুষদভিত্তিক গ্রন্থাগার। এছাড়াও অগ্নি নির্বাপণের জন্য থাকছে উন্নতমানের ব্যবস্থা এবং সাব-স্টেশন। 

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন