ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

পল্লীবন্ধুর পরিবার নিয়ে কটাক্ষকারী এরশাদ আদর্শের সৈনিক হতে পারে নাঃ কাজী মামুন


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৩-৬-২০২৩ রাত ১০:২৩

পল্লীবন্ধুপুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ বলেছেন, আমাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। আগামী দিনে দূর্ণীতিমুক্ত সমাজ গঠন করতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে প্রধান পৃষ্ঠপোষকের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় আহবায়ক ফকির আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ বলেন, পল্লীবন্ধু পরিবারের কাউকে নিয়ে যে কটাক্ষ করে কথা বলবে, সে এরশাদ আদর্শের সৈনিক হতে পারে না। তাই এরশাদ পরিবারের কাউকে অসম্মান করে কিছু বলা যাবে না। মনে রাখতে হবে জিএম কাদের রাতের আঁধারে চেয়ারম্যানশিপ নিলেও তিনি পল্লীবন্ধুর ছোট ভাই। তাকে কটাক্ষ করে বা অসম্মান করে কোনো কথা বলা যাবে না।

এসময় তিনি আরো বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যত। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। নিয়ম-শৃঙ্খলা মেনে ছাত্র শিক্ষক সুসম্পর্ক রেখে সংগঠনের বিকাশ ঘটাতে হবে।

ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আবু সাঈদ লিয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ বলেন, দুর্ণীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা বড় চ্যালেঞ্জ। ছাত্রদেরই সেই চ্যালেঞ্জ নিতে হবে। তিনি বলেন, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার জন্য সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ ছাত্র ব্রিগেড প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিলো তাঁর একটি মহতি ও যুগান্তকারী পদক্ষেপ। এরশাদের পদত্যাগের পর পরবর্তি সরকার ওই প্রকল্প বন্ধ করে দেয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেন, ছাত্র রাজনীতির প্রেক্ষাপট বদলে গেছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবং অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের ছাত্র সংগঠনকে  শক্তিশালী করতে হবে। হুসেইন মুহম্মদ এরশাদের ছাত্র রাজনীতির ইতিহাস তুলে ধরে ছাত্রদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ছাত্র রাজনীতি হতে হবে সংস্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, লেখাপড়ায় মনোযোগি হওয়া ও ছাত্র-শিক্ষক সুসম্পর্ক গড়ে তোলা।

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, জাপা নেতা জহির উদ্দিন জহির, মোহাম্মদ ইস্রাফিল মিয়া, ছাত্রনেতা খালিদ হাসান অনিক, অপু রায়হান আকাশ, বিশ্বজিৎ রায়, আব্দুল সালাম, মমিন, তাহমিদ, সেলিম রেজা ও শাওন হাসান প্রমুখ।

এমএসএম / এমএসএম

আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকরের দাবিতে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

পৈত্রিকসুত্রে পাওয়া জমির আংশিক অন্যের দখলে,ফিরে পেতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার

তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে যুবদল নেতা শাহেদের ইফতার সামগ্রী বিতরণ

পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির আংশিক সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষণা

রায়গঞ্জে ৫ টাকায় মিলছে ইফতারির সাত পণ্য

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু

প্রকৌশলীর গাড়িসহ ৩৭ লাখ টাকা জব্দ! বৈধ নথি দেখাতে ব্যর্থ, মুচলেকায় মুক্ত

সুবর্ণচরে মানবসেবা সংগঠনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮ কোটি টাকা তসরুপের অভিযোগ

লাখো রোহিঙ্গার ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ও আহত হয়েছেন আরও দুজন

রোজা মানুষকে ধৈর্যশীল হতে শেখায়:বিএনপি নেতা নুরুল আনোয়ার

বাকেরগঞ্জ সড়কে বেপরোয়া অবৈধ লরি নিষিদ্ধ যানের কারণে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা

র‌্যাবের হাতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক