ভাঙা গড়ার স্মৃতিময় নোয়াখালীর দ্বীপ অঞ্চল, নদী ভাঙ্গনে দিশেহারা মানুষ
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তাদের জন্য ছিলো আনন্দ স্কুল ‘‘আর নয় ঝড়ে পড়া, আনন্দ স্কুলে লেখা পড়া’’ এই প্রতিপাদ্যে প্রতিটি স্কুলে ছিলো ১ জন শিক্ষক ও ৩০ জন ছাত্রছাত্রী। এখানে ১ম শ্রেণি থেকে শিক্ষার কার্যক্রম শুরু হয়। কিন্তু ঐ স্কুল গুলো এখন নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। বিভিন্ন জায়গায়তে চলে গেছে শিক্ষার্থীরা।
বনায়নের জন্য বেশ উপযোগী ছিলো এই চর টি -নদী তীরবর্ত্তী এলাকা গুলো সেখানে নদী ভাঙন রোধে লাগনো হয়েছে বিশেষ প্রজাতির গাছ। তাছাড়া বনবিভাগ কর্তৃক আমিন বাজারের দক্ষিণ পূর্ব পাশে করা হয়েছে নারকেল বাগান, কিন্তু নারকেল ধরার আগে নদী ভাঙনে বিলীন হয়ে যায় বাগান টি।
জানা যায়, বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) হিসাব অনুযায়ী, নোয়াখালীতে ৭০ বছরে প্রায় ২০০ বর্গকিলোমিটার ভূমি ক্ষয় হলেও একই সময়ে নতুন করে এক হাজার বর্গকিলোমিটার যুক্ত হয়েছে। নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত অ্যাকচুয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইডিপি) গবেষণা ও জরিপ কার্যক্রমে দেখা গেছে, ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত নোয়াখালী উপকূলে ৫৭৩ বর্গকিলোমিটার ভূমি নদী থেকে জেগে উঠেছে। আবার একই সময়ে জেগে ওঠা ভূমির ১৬২ বর্গকিলোমিটার নদীতে বিলীন হয়ে যায়। শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে টিকেছে ৪১১ বর্গকিলোমিটার। প্রতি বছর বঙ্গোপসাগরের বিভিন্ন প্রান্তে জেগে ওঠা চরের পরিমাণ অন্তত ২০ বর্গকিলোমিটার বলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পরিচালিত মেঘনা মোহনা সমীক্ষায় এ তথ্য পাওয়া যায়। আশির দশকের শেষভাগ থেকে জেগে উঠা চরভূমির পরিমাণ বাড়ছে। পাউবো সমীক্ষায়ও বলা হয়েছে, নদীর ভাঙা-গড়ার খেলায় ভূমিপ্রাপ্তির হারই বেশি।
তাছাড়া দূর্যোগের হাত থেকে রক্ষার জন্য এখানে নির্মাণ করা হয়েছিলো বেড়িবাঁধ। কিন্তু সেটিও হারিয়ে যায় নদী গর্ভে। এখন বেড়িবাঁধ বিহীন বসবাস করছে নদীর তীরে থাকা নাগরিকরা। কোনো ছোট খাটো দুর্যোগ আসলে তারা থাকে আতঙ্কে। ২০২২ সালে চিত্রাং এর সময় তাদের ব্যাপক ক্ষতি হয়েছিলো বলে জানান নদীর তীরবর্তী বসবাস করা মানুষ।
কথা হয় আরো কয়েকজনের সাথে -তারা জানান-আমরা ভোট দিয়ে এমপি বানাই কিন্তু আমাদের বসত বাড়ি রক্ষা করতে পারি না এই ভোটের দাম কি? কত বার আশ্বাস দিয়েছে এমপি মন্ত্রীরা।সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু ২০১৭ সালের একটা প্রতিবেদনে বলেছিলেন- ভাঙা-গড়া তো প্রকৃতির নিয়ম। চাইলেও সব সময় প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে নদীভাঙনে ক্ষতিগ্রস্তরা জেগে ওঠা চরে পুরনো অবস্থা ফিরে পায় না। আমাদের নদীশাসন, জেগে ওঠা চরে বসতি স্থাপন নিয়ে রাষ্ট্রীয় একটি নীতি থাকা প্রয়োজন। নদী ভাঙলে নদীপাড়ের মানুষের কিছুই থাকে না; নদী জনপদেরও কোনো চিহ্ন রেখে যায় না।
বিশেষজ্ঞরা মনে করছেন মেঘনার আগ্রাসী ভাঙনে প্রতিনিয়ত নতুন করে আশ্রয়হীন হয়ে পড়ছে নদীপারের মানুষেরা। দ্রুত এ ভাঙন বন্ধ করতে না পারলে নিকট ভবিষ্যৎতে সুবর্ণচর-হাতিয়ার বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নোয়াখালীতে নদী ভাঙনে বসত-ভিটা ও বেড়িবাঁধ নদীতে বিলীন হওয়ার বিষয়ে মুঠোফোনে কথা হয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল এর সাথে। তিনি বলেন, 'আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। ইতোমধ্যে হাতিয়ার বয়ারচর, চর নাঙ্গলীয়া নদী ভাঙ্গনরোধে তিনটি প্রকল্প দাখিল করেছি। এর মধ্যে বিস্তারিত যাচাই-বাছাই শেষে একটি প্রকল্প একনেক সভায় উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। তিনি আরো জানান, কোম্পানীগঞ্জের চর এলাহীতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতু ক্রসড্যাম নির্মাণ প্রকল্প। সেটিও প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যায় খুব দ্রুতই এ প্রকল্প বাস্তবায়ন হবে আর এতে কোম্পানীগঞ্জের নদী ভাঙ্গন রোধ হবে। তিনি আরো জানান, নদী ভাঙ্গনরোধে পানি উন্নয় বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আশাকরি আমাদের উপস্থাপিত প্রকল্প গুলো একনেক সভায় উপস্থাপন হলে আমরা নোয়াখালীর ভাঙ্গনরোধে কার্যক্রর ভুমিকা রাখতে পারব।
এমএসএম / এমএসএম
হাসিনার ফাঁসির রায়ে কোনাবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
রৌমারীতে জমির মামলায় ঘায়েল করতে না পেরে রাজনৈতিক মামলার অভিযোগ
মিরসরাইয়ে টিসিবি পণ্যে ১০৩ প্যাকেট গায়েব
নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ডামুড্যায় অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে মাদারীপুরে কর্মশালা
শান্তিগঞ্জে দোকানঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বড়লেখায় পরোয়ানাভুক্ত ৪ আসামীসহ গ্রেফতার ৮
ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা দাবিতে মানববন্ধন
ধামইরহাট পৌরসভায় সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক বাজার ক্যাম্পেইন অনুষ্ঠিত
ধামরাইয়ে গান পাউডার ছিটিয়ে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
মেহেরপুর জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা