জাতীয়তাবাদী যুবদলের তালা কমিটি স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) অঙ্গ সংগঠন যুবদলের সাতক্ষীরার তালা উপজেলা কমিটির কার্যক্রম। জেলা কমিটি কর্তৃক স্থগিত ঘোষনা করায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে দিন দিন ক্ষোভ বেড়েই চলেছে। এদিকে দলটির এই চরম দুঃসময়ে উক্ত কমিটির কার্যক্রম স্থগিতের ঘটনায় তালা উপজেলা বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ছেন। পাশাপাশি দলটির অঙ্গ সংগঠনের ত্যাগী-পরীক্ষিত নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। সুত্রমতে,সম্প্রতি সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল স্বাক্ষরিত এক পত্রে (দলীয় প্যাডে) জানান,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা উপেক্ষা করে। গঠনতন্ত্র পরিপন্থী ও দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের কমিটি ও একই উপজেলায় সদ্য ঘোষিত খলিলনগর ইউনিয়ন যুবদলের কমিটির কার্যক্রম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলুর আদিষ্ট হয়ে স্থগিত ঘোষণা করা হলো। এদিকে উক্ত কমিটি স্থগিত করার ঘটনায় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,কোন প্রকার সুনির্দিষ্ট অভিযোগের কারণ ছাড়াই তালা উপজেলা ও খলিলনগর ইউনিয়ন যুবদলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যা অসাংংঠনিক ও গঠনতন্ত্রের বিধি বহির্ভূত। কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়া এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ গঠনতন্ত্র বিরোধী। যাহা সংগঠনটি ক্ষতিগ্রস্ত করার হীন প্রচেষ্টা এবং আত্মঘাতী ছাড়া কিছুই না।আমরা মনে করি আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা যুবদলের কার্যক্রম স্থগিত রাখার মর্মার্থ বিএনপি'র সাবেক এমপি হাইবুল ইসলাম হাবিব সাহেবের নির্বাচনে বাধাগ্রস্ত করা । শেষ মুহূর্তে আন্দোলনের মূলচালিকা শক্তি যুবদলের কার্যক্রম স্থগিত করা। চলমান আন্দোলনকে দুর্বল এবং বাধাগ্রস্থ করার একটি অপপ্রয়াস ছাড়া কি আর কিছুই না। আমরা তালা উপজেলা বিএনপি'র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ অনতি বিলম্বে যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে । যার প্রমাণপত্র এ প্রতিনিধির কাছে সংরক্ষিত রয়েছে। এদিকে উক্ত কমিটির সদস্য সচিব, দলের ত্যাগী ও উদীয়মান নেতা শেখ মোস্তফা হোসেন মন্টু জাতীয় দৈনিক সকালের সময়কে জানান,জেলা কমিটির নির্দেশে উক্ত ইউনিয়ন কমিটি না দেয়ায়। আমাদের উপজেলা যুবদল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে । যা গঠনতন্ত্র পরিপন্থী । একই সাথে আসন্ন জাতীয় নির্বাচনে সাবেক সফল এমপি হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনকে বিতর্কিত করতে।একটি স্বার্থন্বেষী মহল তারই নির্বাচনীয় এই উপজেলায় এহেন হীন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি উক্ত স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক বিষয়টি দেখার জন্য কেন্দ্রীয় যুবদলের সম্মানিত নেতৃবৃন্দের আশু সুদৃষ্টিক কামনা করছি। এদিকে উক্ত স্থগিতকৃত কমিটির আহবায়ক সাবেক ছাত্রনেতা মির্জা আতিয়ার রহমান বলেন,দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার জানামতে দলের ন্যূনতম কোন ক্ষতি হয়,এমন কার্যক্রম আমার দ্বারা হয়নি। সর্বোপরি গঠনতন্ত্র পরিপন্থী ওই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন নেতবৃন্দের নিকট আহ্বান জানাচ্ছি।
এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম
