ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিকটজনদের সাথে দুশ্চিন্তা শেয়ার করা উচিত: কুবি উপাচার্য


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১২-৬-২০২৩ বিকাল ৫:২২

'আমি বিশ্বাস করি আজকের এই মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কার্যকরী ভুমিকা পালন করবে। আমাদের দুশ্চিন্তা, হতাশা, মানসিক চাপ এসব নিজের মধ্যে জমিয়ে না রেখে বন্ধুবান্ধব ও প্রিয়জনের সাথে শেয়ার করা উচিত। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষার্থীদের মিথষ্ক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে হবে। আমরা খুবই দুঃখের সাথে দেখি  যে সাইকোলজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য আমাদের বাজেট খুবই সীমিত।'
 সোমবার (১২ জুন) সকাল সাড়ে দশটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত  শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখের সভাপতিত্ব ও বাংলা বিভাগের ১৩তম আর্বতনের শিক্ষার্থী মো রকিব হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আলোচক ছিলেন ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান। 

মনিরা রহমান তার বক্তব্যে বলেন, 'আমরা সবসময় শারীরিক স্বাস্থ্য নিয়ে কথা বলি কিন্তু মানসিক স্বাস্থ্য এড়িয়ে যাই।আমরা শারীরিক রোগের প্রতি যেমন সচেতন থাকি ঠিক তেমনি মানসিক রোগের প্রতিও সচেতন থাকা জরুরী। মানসিক চাপ থেকে উত্তরণের পন্থাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি তার জন্য আমাদেরকে মানসিক স্বাস্থ্য নিয়ে যত্নবান হতে হবে।'

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ  বলেন, 'শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিস করার জন্য মন ও মননের সুস্থতা প্রয়োজন। আমাদের শারীরিক সুস্থতার থেকে মানসিক সুস্থতার গুরুত্ব বেশি। কারণ মানসিকভাবে সুস্থ না থাকলে আমরা কাজে ফোকাস করতে পারি না।'

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, 'আপনারা আজ যে জ্ঞান অর্জন করবেন, সেটা আপনার বিভাগে ফিরে গিয়ে জ্ঞানটি বিতরণ করার উদ্যোগ গ্রহণ করবেন ৷ কারণ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা আছে ৷ এই অডিটোরিয়ামটি যদি আরও বড় হতো তাহলে আমরা একসাথে সবাইকে আনতে পারতাম ৷ তবে আমরা আগামীতে এই প্রতিকূলতা কাটিয়ে উঠব৷'

এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোঃ হাবিবুর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক  ড. মোঃ গোলাম মোর্তাজা তালুকদার, বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি