কাউন্সিলরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর পূর্বক জায়গা দখলের চেষ্ঠার অভিযোগ

চট্টগ্রামের খাতুনগঞ্জের এক ব্যবসায়ীকে কাউন্সিলর ও এক বিএনপি নেতার নেতৃত্বে বাসায় গিয়ে হত্যার হুমকি ও সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর পূর্বক বাসা বাড়ির দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় স্থানীয় কাউন্সিলর ও বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছে রবিবার ব্যবসায়ী আব্দুল মান্নান লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানায়, চট্টগ্রামের পটিয়া সদরের বাহুলী এলাকায় ব্যবসায়ী আব্দুল মান্নানের সাথে নান্নু মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে নান্নু মিয়া বাদী হয়ে পটিয়া যুগ্ম জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামসহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করলে নান্নুা মিয়া আইগতভাবে হেরে যান। আদালতের রায় নান্নু মিয়ার বিরুদ্ধে যাওয়ার পর থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে ভিটে বাড়ি দখলের চেষ্ঠা পাশাপাশি প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্ঠায় লিপ্ত। নান্নু মিয়ার পরিবার জোর পূর্বক জায়গা দখলের চেষ্ঠার ঘটনায় পটিয়া থানা পুলিশও উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান দেয়ার চেষ্ঠা করলেও নান্নু মিয়া পুলিশ এবং সামাজিকভাবে কোন বৈঠকে কাগজ পত্র দেখাতে না পারায় সমাধান দেয়া সম্ভব হয়নি বলে সূত্রে জানায়।
সম্প্রতি পৌরসভার কাউন্সিলর শফিউল আলম ও পৌরসভা বিএনপি নেতা শাহজাহান চৌধুরীকে টাকার বিনিময়ে ব্যবহার করে জায়গা দখলে দিতে মরিয়া। তারা বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতের আঁধারে কয়েক দফা জায়গা দখল করতে গেলে স্থানীয় লোকজন প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। তারা জায়গা ছেড়ে না দিলে ব্যবসায়ীকে আব্দুল মান্নানকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় কাউন্সিলর শফিউল আলম, বিএনপি নেতা শাহজাহান চৌধুরী, নান্নু মিয়ার পুত্র আলমগীর ও জাহাঙ্গীর, নান্নু মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। জোর পূর্বক সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতের আঁধাওে জায়গা দখলের চেষ্ঠার ঘটনায় পটিয়া থানা এবং অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেলকে বিষয়টি অভিহিত করা হয়েছে। এ প্রসঙ্গে ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, আমি ক্রয় সূত্রে জায়গার মালিক হই, যারা জায়গা দাবি করে আসছে তাদের কোন বৈধ কাগজ পত্র নেই। যার কারণে আইগতভাবে তারা হেরে গেছে। সামাজিকভাবে বৈঠকে কোন কাগজ পত্র দেখাতে না পেরে গায়ের জোরে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ভিটে বাড়ি দখলের চেষ্ঠা করে আসছে। আমি তাদের বাঁধা দিলে হত্যার হুমকি দিচ্ছে, আমার এক ভাইকেও পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি যে কোন সময় আমি এবং আমার পরিবারের উপর হামলা করতে পারে। যার কারলে আমি ডিআইজি মহোদয়ের কাছে আইনী সহায়তা চেয়ে আশ্রয় নিয়েছি।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
