ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোর্ডের আদেশ অমান্যর অভিযোগ
কর্ণফুলী আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ের প্রধান না হয়েও প্রধান শিক্ষক
চট্টগ্রামের কর্ণফুলীর আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল মাহমুদ নিজকে প্রধান শিক্ষক স্বপনোদিত হয়ে নিজেকে প্রধান শিক্ষক দাবি করে কাগজ পত্রে সাইন স্বাক্ষর করায় বিভ্রান্তি সৃষ্ঠি হয়। বিষয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নজরে আসলে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়।এরপরও বোর্ডের আদেশ অমান্য করে নিজকে প্রধান শিক্ষক পরিচয় দেয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি তাকে শিক্ষা বোর্ড থেকে শোকজও করা হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগের জন্য পেপার বিজ্ঞপ্তি দেয়া হলেও প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষা বোর্ড, জেলা উপজেলা শিক্ষা অফিস এবং স্কুল কমিটিকে বাঁধা সৃষ্টির অভিযোগ বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল মাহমুদের বিরুদ্ধে।
জানা গেছে, উপজেলার কর্ণফুলীর আছিয়া মোতালেব রিজিয়া নাছিরিন উচ্চ বিদ্যালয়ের ২০১৩ সালের ১৩ আগস্ট সোহেল মাহমুদ উক্ত স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।২০১৯ এর সেপ্টেম্বর হতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অদ্যাবদি পালন করছেন।স্কুলটি ২০২২ সালে নিম্ন মাধ্যমিক শাখায় এম.পিও ভুক্ত হয়।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল মাহমুদ তথ্য গোপন করে ৬ বছর আগে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ২০১৩ সালে নিয়োগ দেখিয়ে ফায়দা হাসিলে ব্যবস্থ। স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক নিয়োগ হওয়ার কথা থাকলেও বিধি অমান্য করে আইন অমান্য করে
গত ৭ জুন সোহেল মাহমুদ নিজে নিজে প্রধান শিক্ষক ঘোষণা দিলে স্কুলের শিক্ষক শিক্ষিকা কর্মচারী অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অপরদিকে সোহেল মাহমুদ পুরানো তারিখে জালিয়াতির মাধ্যমে স্বাক্ষরের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বক্তব্য জানার জন্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল মাহমুদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে স্কুল কমিটির সভাপতি ছৈয়দ আহমদ বলেন, শিক্ষক নিয়োগের বিয়ষটি বিধি মোতাবেক হতে হবে বিধির বাইরে গিয়ে কোন নিয়োগ সম্ভব না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের বিয়ষটি যদি বিধি মোতাবেক হয় সেখানে আমার সহযোগিাত থাকবে। কোন অন্যায় এবং অবৈধ কাজে আমি থাকব না। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ নাথ বলেন, উক্ত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিয়ষটি আমরা অনেকদিন ধরে চেষ্টা করতেছি, নিয়মের বাইরে গিয়ে কেউ প্রধান শিক্ষক দাবি করার সুযোগ নেই। কেউ চাইলে এবং নিজে নিজে ঘোষণা দিয়ে প্রধান শিক্ষক হওয়ায় যায় না।
শাফিন / শাফিন
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
টঙ্গীতে জোড় ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু,সংখ্যা বেড়ে-৬
ভুয়া রোগী দেখিয়ে সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ
জুয়ার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
মেহেরপুরে " বিশ্ব এইডস " দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় র্যাবের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ
সারাদেশের অবকাঠামো উন্নয়নে এলজিইডি অগ্রগণ্য ভূমিকা রাখছেঃ প্রধান প্রকৌশলী জাবেদ করিম
শিক্ষকদের আন্দোলন, দেড় ঘণ্টা দেরিতে শুরু হলো বার্ষিক পরীক্ষা
সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠনের ৬ আসামী গ্রেফতার
কালীগঞ্জে গণহত্যা দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন