ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

শিক্ষক ও কর্মচারী সংকটসহ নানান অব্যবস্থাপনায় চলছে সন্দ্বীপের প্রাথমিক শিক্ষা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৬-৬-২০২৩ দুপুর ২:৫৬
সন্দ্বীপের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তৈরি হয়েছে নানা মুখী সংকট।  শিক্ষক ও কর্মচারী সংকট সহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক বন্টন ব্যবস্থায় বৈষম্য উল্লেখযোগ্য । কিছু কিছু বিদ্যালয়ে রয়েছে
পদের অনুকুলে  শতভাগ শিক্ষক কোথাও তিন ভাগের এক ভাগ । অন্যদিকে  রয়েছে শিক্ষক লিডার ও শিক্ষা কর্মকর্তাদের পক্ষপাতিত্ব ও বিভিন্ন কেনাকাটায় প্রভাব বিস্তারের অভিযোগ। আবার বিভিন্ন উসিলায় বিদ্যালয় বাদ দিয়ে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় বা কমপ্লেক্সমুখী আড্ডাবাজিও চলে শিক্ষকদের। বায়োমেট্রিক হাজিরা মেশিন থাকলেও ব্যবহার করা হচ্ছেনা বা সেগুলোকে অকেজো করে রাখা হয়েছে এমন অভিযোগ রয়েছে সচেতন অভিবাবকদের। বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রশিক্ষিত শিক্ষক থাকার পরও বিল করা হচ্ছে কম্পোজ বা ডাটা এন্ট্রি বাবদ। অনেক ল্যাপটপ শিক্ষকরা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। কোথাও কোথাও আলমারিতে তালাবদ্ধ করে চার্জ বিহীন রেখে দেওয়ায় নষ্ট হয়ে গেছে লক্ষ টাকার ল্যাপটপ। এছাড়াও রয়েছে কিছু ঝুঁকিপুর্ন বিদ্যালয় ভবনও। সব মিলিয়ে বেশীর ভাগ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষক বন্টন বৈষম্য ও শিক্ষক সংকটে শিক্ষার মান বা ক্লাস পরিচালনা নিয়ে প্রতিনিয়ত শুনা যাচ্ছে বিভিন্ন অভিযোগ। সমস্যার গভীরে না গিয়ে অনেকে প্রশ্ন তুলছেন বিদ্যালয় পরিচালনা কমিটির দক্ষতা নিয়েও।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমের দেওয়া তথ্য অনুযায়ী সন্দ্বীপে ১৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য  রয়েছে ৫৩ টি, সহকারী শিক্ষক পদ শুন্য ৮৯ টি।অনেক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম অফিস সহকারী এখনো নিয়োগ হয়নি। অন্যদিকে উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদ শূন্য ৫ টি। ৭ জনের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ২জন। উচ্চ মান সহকারী পদ ১জন শুন্য, ১জন হিসাব রক্ষক ও ১জন অফিস সহকারীর পদ শুন্য।হিসাব রক্ষনের কাজ চালানো হচ্ছে রিটায়ার্ড হিসাব রক্ষককে সম্মানী দিয়ে।  সে সম্মানীও ১৫০ টি বিদ্যালয় থেকে মাসিক ১৫০ টাকা করে চাঁদা নিয়ে। অফিস সহকারী ১ জন ও এমএল এসএস ১জনের পদও শুন্য। তিনি বলেন এ সমস্ত কারনে দাপ্তরিক কাজ চালিয়ে স্কুল মনিটরিং-এ হিমশিম খেতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অভিভাবক বলেন সহকারী শিক্ষা কর্মকর্তা বা শিক্ষা কর্মকর্তাগণ বিদ্যালয় মনিটরিং এর চেয়েও কিছু কিছু শিক্ষককে হয়রানীর কাজে ব্যস্ত। তিনি বলেন মুছাপুরেরর এক  বিদ্যালয় ভবনের নিচে এক দরিদ্র ভ্যান চালক  ভ্যান গাড়ি রেখে যাওয়ায় প্রধান শিক্ষিককে শোকজ করেন সহকারী শিক্ষা অফিসার । এর জবাব দিতে তাকে উপজেলায় যেতে হয়েছে কয়েকদিন। শিক্ষা কর্মকর্তাদের ক্লাস মনিটরিং এর চেয়ে এলজিইডির প্রকৌশলীর সাথে দৌঁড়াতে দেখা যায় বেশী।
 
মোমেনা সেকান্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা জানান আমাদের বিদ্যালয়ে ৯ জন শিক্ষকের পদ থাকলেও শিক্ষক রয়েছে মাত্র ৪ জন। এই নিয়ে শিক্ষা অফিসারকে বার বার অনুরোধ করা এবং পত্রিকায় শিক্ষক সংকটের প্রকাশিত খবর দেখানো সত্ত্বেও তিনি বলেন শিক্ষক ট্রান্সফার এর ক্ষমতা আমার নেই সেটি জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে হয়। অথচ সেনেরহাট প্রাথমিক বিদ্যালয়, থানা উন্নয়ন প্রাথমিক বিদ্যালয় সহ অনেক বিদ্যালয়ে ১০/১২ জন করে শিক্ষক রয়েছে। এমন আরো অনেক বিদ্যালয় রয়েছে যেগুলোতে তুলনামুলক ছাত্র অনেক কম। সেই সব স্কুল থেকে ডেপুটেশনে শিক্ষক দিতে বললেও ওনার হাতে ক্ষমতা নেই বলে দায়িত্ব এড়িয়ে যান। অপরদিকে উক্ত মোমেনা সেকান্দর স্কুল  ভবনের ৫/৬ টি পিলার ফেটে গিয়ে ভবন ঝুঁকিপুর্ন হয়েছে বললে তারা সে ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় ম্যানেজিং কমিটি কোন দুর্ঘটনা ঘটলে তার দায় শিক্ষা কর্মকর্তাকে নিতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। 
 
 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে ২০১৯ সাল থেকে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালুর নির্দেশ দেয় সরকার। নির্দেশনা অনুযায়ী সন্দ্বীপ  উপজেলার অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসানো হয় বায়োমেট্রিক ডিভাইস।যাতে বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত ও ছুটির সময় শিক্ষকরা হাজিরা মেশিনে আঙুলের ছাপ দেবেন। শতভাগ উপস্থিতি নিশ্চিত করতেই সরকার এ পদক্ষেপ নিয়েছিল। কিন্তু গত ৩ বছর না ঘুরতেই উপজেলার প্রায় ৯০ ভাগ ডিভাইস বিকল হয়ে গেছে। বাকিগুলোর নেই কোনো ব্যবহার। শিক্ষকরা বলছেন, করোনায় বিদ্যালয় বন্ধ থাকায় ডিভাইসগুলো ব্যবহার হয়নি। সেই সঙ্গে সফটওয়্যার আপডেট না থাকায় এখন আর ব্যবহার হচ্ছে না। এ বিষয়ে কতটি বিদ্যালয়ে ডিজিটাল মেশিন দেওয়া হয়েছে সেটা জানতে ও সেগুলোর ব্যবহারে কোন পদক্ষেপ নেবেন কিনা এমন প্রশ্নে শিক্ষা কর্মকর্তা বলেন এগুলো আমি আসার আগে দেওয়া হয়েছে তাই সেগুলোর কোন তথ্য নেই এবং সচল করা বা ব্যবহারে সরকারের কোন পদক্ষেপ বা নির্দেশনা নেই তাই প্রয়োজনবোধ করিনা।  সরকার এক সময় কি ভেবে সেটা চালু করতে বলেছিলো পরে হয়তো কোন সমস্যা অনুভব করাই সেটা নিয়ে আর কোন নির্দেশনা দেয়নি তাই ব্যক্তিগত ভাবে কেউ অফিস কামাইয়ের তথ্য থাকলে দিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। কিন্তু ডিভাইস ব্যবহারের নির্দেশনা নেই তাই সেগুলো নিয়ে কথা বলতে নারাজ। এই সুযোগে অনেক শিক্ষক নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে আনঅথরাইজড ছুটি নিয়ে বার বার চট্টগ্রাম যাওয়া, পাশাপাশি ২/১ জন নিজস্ব ব্যবসা দেখা ও খন্ডকালীন চাকুরীতে সময় দিচ্ছে এমন নজির রয়েছে বলে জানান একজন ছাত্রের অভিবাবক আইয়ুব সওদাগর।
 
আবার বিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে যেমন চেয়ার, আলমারী, স্লিপার, শিশুদের খেলনা সামগ্রী, বঙ্গবন্ধু বা শেখ রাসেল বুক কর্নারের বই ক্রয়, করোনা প্রতিরোধক সামগ্রী  ইত্যাদির ক্রয় করতে হয় শিক্ষা অফিসারের নির্দেশনায় শিক্ষক সংগঠনের মাধ্যমে। বিভিন্ন স্কুল ম্যানেজিং  কমিটির সদস্যরা অভিযোগ করে বলেন এগুলো নিজেরা ক্রয় করলে অনেক কম মুল্যে ক্রয় করা যায় কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে দোকান নির্ধারন করে দেন বা সংগঠনের মাধ্যমে ক্রয় করতে বলেন। কিন্তু এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তাকে ফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের এমন কোন নির্দেশনা থাকেনা। আমরা বড় জোর সবাইকে একই রং ও মানের জিনিস কিনতে বলি সেটা তারা যেখান থেকে ইচ্ছে নিতে পারে। আমরা কোন ক্রয় কমিটি বা সংগঠন তৈরি করিনি। সে ব্যাপারে আমাদের কোন দায়বদ্ধতা নেই।
শিক্ষা কর্মকর্তার সাথে সখ্যতার সুত্র ধরে অনেক শিক্ষককে পাঠদানের সময় প্রায় সন্দ্বীপ উপেলায় আড্ডা দিতে দেখা যায়।কোন খেলাধুলায় প্রয়োজনাতিরিক্ত শিক্ষক এসে সেখানে জটলা করে। সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন এরা শিক্ষা কর্মকতার আস্কারা পেয়ে এমনটি করে। সর্বোপরি বিভিন্ন বেসরকারী বৃত্তি পরীক্ষায় দেখা যায় সরকারী বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের চেয়ে বহুগুন বেশী বৃত্তি পায় বিভিন্ন বেসরকারী বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা।তাই অভিবাবকরা সরকারী বিদ্যালয় বাদ দিয়ে বেসরকারী বিদ্যালয়ে ছেলে মেয়েদের ভর্তি করাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এতে প্রমানীত হয় সন্দ্বীপের সরকারী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কতটা নাজুক।

শাফিন / শাফিন

তেলের ট্রাকে বিস্ফোরণ : পুড়ল ৪শ ব্যারেল তেল, ৮ দোকান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন প্রফেসর আবুল কাসেম ফজলুল হক

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

জয়পুরহাটে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুরে কারখানায় আগুনে নিহত ১

রৌমারীতে আটক ৯টির মধ্যে ১টি জমা না দেওয়ার অভিযোগ বিজিবি’র বিরুদ্ধে

পটুয়াখালীর ধানক্ষেত থেকে ১টি শঙ্খিনী সাপ উদ্ধার

কামারখন্দে কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আলোচনা সভায়

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ সদস্যকে গুলি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নৌকায় ডাকাতি

পটুয়াখালীতে পৌর মাছ বাজারের ঘাট পুনরুদ্ধার, খুশি ব্যবসায়ীরা

নওয়াপাড়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৬ দুর্ঘটনাঃ নিহত ১