ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শীর্ষ দুর্নীতিবাজ কামাল ও শফিউর


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ১২:২

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারী মোঃ কামাল হোসেন সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীর লাগামহীন অনিয়ম-দুর্নীতির একক আধিপত্যে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার মতো অবস্থা। অধিদপ্তরের গাড়ি ভাড়ার টেন্ডারে এম এইচ এন্টারপ্রাইজের মালিক মোঃ মাসুদ রানা গ/২১/১৩, মহাখালী, ঢাকা এর বৈধভাবে কাজ পাওয়ার পরও সুকৌশলে ফাইল আটকিয়ে তিন লাখ টাকা ঘুষ নিয়ে কার্যাদেশ দেন।

পরে দুর্নীতিবাজ কামাল হোসেন প্রতি মাসে বিল উত্তোলনের সময় ১০ হাজার টাকা দাবি করে হুমকি দিয়ে বলেন প্রতি মাসের বিলে এই টাকা না দিলে  টেন্ডার বাতিলসহ প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভূক্ত করা হবে। দীর্ঘ সময় ধরে হুমকি-ধামকির পর এম এইচ এন্টারপ্রাইজকে বাধ্য করেন টেন্ডারের চুক্তির ০৯ নং শর্ত অনুযায়ী চুক্তিপত্র বাতিল করাতে। প্রতিষ্ঠানটির ব্যবসায়ীক ভবিষ্যৎ ভেবে প্রতিবাদ না করে সবকিছু নিড়বে মেনে নিতে বাধ্য হয়। গত ৮জুন ২০২৩ তারিখে চুক্তিপত্রটি বাতিল করলে এম এইচ এন্টারপ্রাইজের মালিক প্রভাবশালী কামাল হোসেনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির একটি লিখিত অভিযোগ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দায়ের করতে গেলে তাঁর দপ্তরের ব্যক্তিগত সহকারি ও অফিস সহায়ক কেউই তা গ্রহণ করেননি। তাই বাধ্য হয়ে  এম এইচ এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ মিন্টু মিয়া পত্র গ্রহণ ও প্রেরণ শাখায় অভিযোগ পত্রটি জমা দেন। মহাপরিচালকের দপ্তরের দুর্নীতিবাজ চক্রটি দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। এই চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমানসহ অভিযোগ থাকার পরও কোন প্রতিকার হয়না এমনকি কোন কর্মকর্তা ও কর্মচারি মুখ খুলতেও সাহস পায়না। 

অভিযোগ আছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ২০২১ সালে কর্মচারী নিয়োগে দাপুটে কামাল হোসেন তার আপন ছোট ভাইকে নিয়োগ দেয়ার জন্য মোটা টাকায় অন্যজনকে দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে উর্ত্তীণ করায়। পরবর্তীতে নিয়োগ বোর্ডের মৌখিক পরীক্ষায় তার ভাই অংশগ্রহণ করলে নিয়োগ বোর্ডের সদস্যগণ ভূয়া পরীক্ষার্থী হিসেবে বুঝতে পেরে জিজ্ঞাসাবাদ করলে তার ছোট ভাই স্বীকারোক্তি করে বলে কামাল হোসেন মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ পাওয়ার জন্য সকল ব্যবস্থা করে দিয়েছেন। পরে নিয়োগ বোর্ডের সদস্যগণ একমত হয়ে গত ১৩ফেব্রুয়ারী ২০২২ তারিখে বনানী থানায় এজাহার দায়ের করে পুলিশে সোপর্দ করেন। 

এই দুর্নীতিবাজ প্রভাবশালী কামাল হোসেন অফিসের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য সরবরাহ করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এমনকি জেলা ত্রাণগুদাম কাম তথ্য কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দিবে বলে এম এইচ এন্টারপ্রাইজ ঝিনাইদহ্ এর নিকট হতে ১০ লক্ষ টাকা নেয়। তিনি গ্রামের বাড়িতে ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকান, মার্কেট ও ফিসারী ব্যবসা শুরু করেছেন। এছাড়া ঢাকায় উদয়া ম্যানশন, পূর্বাঞ্চল মেইনরোড, উত্তর বাড্ডা, ঢাকা একাধিক ফ্ল্যাট রয়েছে। এছাড়াও ঢাকায় নামে-বেনামে একাধিক প্লট ও ফ্ল্যাট ক্রয় করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। সামান্য একজন কর্মচারী কিভাবে একাধিক প্লট, ফ্ল্যাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি। 

কামাল হোসেন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের ব্যক্তিগত সহকারী হওয়ার সুবাদে মহাপরিচালকের নাম ভাঙ্গিয়ে ও মোহাম্মদ শফিউর রহমান উপপরিচালক প্রশাসন-১ ও ২ এর সহযোগিতায় মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে এই দুর্নীতিবাজ চক্র বদলি নিয়োগ ও বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেয়াসহ সকল অন্যায় ও দুর্নীতি দাপটের সাথে চালিয়ে যাচ্ছে। উপপরিচালক প্রশাসন-১ ও ২ এর মোহাম্মদ শফিউর রহমান গত ৫জুন ২০২৩ তারিখে ৪ জন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বদলির ফাইল আটকিয়ে রেখে মোটা অংকের টাকা দাবি করার পর বিষয়টি জানাজানি হলে মোঃ মিজানুর রহমান মহাপরিচালক নিজেকে নির্দোশ প্রমান করতে মোহাম্মদ শফিউর রহমানকে তাৎক্ষনিক উপপরিচালক (প্রশমন) শাখায় বদলি করেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুয়াকাটা ডাকাতির চেষ্টার সময় দুই যুবক আটক

ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দেশব্যাপী শিশু ধর্ষণের প্রতিবাদে ফুলবাড়ীতে জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধন

কাউনিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

পাঁচবিবিতে ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন

সারাদেশে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

দেশব্যাপী নারীদের নিপিড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সিংড়ায় ছাত্রদলের মানববন্ধন

শ্রীপুরে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা

ত্রিশালে আধুনিক পদ্ধতিতে ডিভাইস ব্যবহারে মাছ চাষের উদ্বোধন

ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে