ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কর্ণফুলী গ্যাস কোম্পানির সচিবের অনৈতিক কর্মকান্ডে কর্মকর্তা-কর্মচারীদের গণঅসন্তোষ


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-৬-২০২৩ বিকাল ৫:১৮

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব ও জিএম (প্রশাসন) মো. মোজাহের আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অবৈধভাবে দুটি পদ ধরে রেখে ক্ষমতার অপব্যবহার করে বদলী বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, অবৈধ সংযোগ বাণিজ্য, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অযথা হয়রানিসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গণঅসন্তোষ সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের সপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি আওয়ামী লীগ পন্থি স্টাফদের গালিগালাজ করার মত অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, সে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিকট আত্বীয়। সম্প্রতি কোম্পানির এমডি প্রকৌশলী রফিকুল ইসলাম হজ্ঝে যাওয়ার পর পেট্টোবাংলা পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো.কামরুজ্জামানকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেন। এই সময়ের মধ্যে মোজাহের আলী ক্ষমতার অপব্যহার, অনিয়ম দুর্নীতিতে আরও বেশী বেপরোয়া হয়ে উঠে। আওয়ামী লীগ পন্থি তিনজন অফিসারকে অন্যায়ভাবে বদলী করেছে।    
অনুসন্ধানে জানা গেছে, সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানির লিমেটড থেকে বদলী হয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ মোজাহের আল জিএম হিসেবে যোগদেন প্রায় ৮/১০ মাস পূবে। যোগদানের পর থেকে জিএম(প্রশাসন) থেকে দায়িত্ব প্রত্যাহার করে কোম্পানির সচিবের দায়িত্ব নিলেও দুটি পদ অবৈধভাবে ব্যবহার করে বদলী বাণিজ্য, নিয়োগ বাণিজ্যর মধ্যে আউট সোর্সিং নিয়োগ ২২ জন থেকে জনপ্রতি ৩ লক্ষ টাকা, প্যানেল নিয়োগ ২৩জন থেকে ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা কওে প্রায় ৩ কোটি টাকার নিয়োগ কান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও  অবৈধ সংযোগ, চট্টগ্রাম অফিস না করে ঢাকায় অবস্থান করা, কোম্পানির তিনটি গাড়ি ব্যবহার করা,  অফিসের টাকায় নিজের পরিবারের জন্য নিয়মিত বাজার করা, ভুয়া বিল দেখিয়ে লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।  
সম্প্রতি মহান মুক্তিযুদ্ধের সংগঠতক বঙ্গবন্ধুর ঘনিষ্টসহচর সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর আপন ভাগিনা কোম্পানির সহকারী ব্যবস্থাপক মো. সওরার উদ্দীনকে মিথ্যা অভিযোগ তুলে ফাঁসিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে।  অথচ অভিযোগকারী নগরীর আকবরশাহ এলাকার ফিরোজ শাহ কলোনীর রাজলু খান নামের এক ব্যক্তির নামে উল্লেখ করা হলেও জীবনেও এই ব্যক্তির সাথে দেখা এবং কথা হয়নি বলে দাবি করেন।
 গত ১৩ জুন বিষয়টি নিয়ে কর্ণফুলী গ্যাস অফিসে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীসহ আওয়ামী লীগের কিছু নেতা কর্মী উপস্থিত হয়ে জানতে চাইলে অভিযোগকারীকে বিষয়টি সর্ম্পকে কিছু জানে না বলে দাবি করেন। গত ২০ জুন কোম্পানির এমডির কাছে লিখিতভাবে জানিয়ে সরওয়ার উদ্দীন এ ঘটনার সাথে  জড়িত না বলে দাবি করে লিখিতভাবে জানান। গত ২০ জুন মঙ্গলবার মহাব্যবস্থাপক (প্রশাসন) মোজাহের আলী ছুটি থাকা অবস্থায় অফিসে না এসে অবৈধভাবে উপ মহাব্যবস্থাপক হাবিবুল গণি ও আজিজুল হক, কমন সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক  মীর মোহাম্মদ শফিউল আলম, জেনারেল স্টোর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রশাসন ও নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপক মো. আশরাফ আলীকে  অবৈধভাবে বদলী করা হয়েছে। এ পর্যন্ত ৭ জন অফিসারকে অবৈধভাবে ক্ষমতায় অপব্যহার করে বদলী করার অভিযোগ উঠেছে মোজাহের আলীর বিরুদ্ধে। অনিয়ম দুর্নীতিতে দুদকের চোখ ফাঁকি দিতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয়া হচ্ছে। ছুটিতে থাকা অবস্থায় অফিস স্টাফদের বদলী করা এবং অফিসের গুরুত্বপূর্ণ ফাইল পত্রে স্বাক্ষর করার বিষয়ে এবং অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজের অনিয়ম দুর্নীতির বিষয়ে কোন ধরণের মন্তব্য করতে রাজি হয়নি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএম (প্রশাসন) ও কোম্পানির সচিব মোজাহের আলী,  নিয়মের বাইরে তবে ছুটিতে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ ফাইল পত্রে স্বাক্ষর করার বিয়ষটি তিনি স্বীকার করেছে, এটা নিয়ম মত হয়েছে কিনা জানতে চাইলে ই-মেইলে স্বাক্ষর করে পাঠানো হয়েছে বলে দাবি করেন। এ বিষয়ে পেট্টোবাংলা চেয়ারম্যান জিনেন্দ্র নাথ সরকার বলেন, কারো বিরুদ্ধে অনিয়ম দুনীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কর্ণফুলী গ্যাসের কয়েকটি বিষয় আমাদের হাতে আসছে বিষয়টি নিয়ে আমরা মনিটরিং করতেছি, এমডি অফিসে আসার পর উনার সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ