উৎসাহ-উদ্দীপনার মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে করোনা টিকা নিচ্ছে মানুষ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক থেকে টিকা নেয়ার জন্য আসা মানুষের দীর্ঘ লাইন চলে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে পর্যন্ত।
কথা হয় টিকা গ্রহণের পর বেরিয়ে আসা এক শিক্ষার্থীর সাথে। তিনি পড়াশোনা করছেন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আজ সোমবার (২ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্মের টিকা নিয়েছেন তিনি। টিকা নেয়ার পর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি বলে জানান এই শিক্ষার্থী।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যমতে, প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। সারাদেশের মধ্যে উপজেলাভিত্তিক করোনা টিকা নেয়ার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে সীতাকুণ্ড উপজেলা।
উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে স্থাপন করা হয়েছে কভিড-১৯-এর বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন পয়েন্ট। চট্টগ্রাম জেলার মধ্যে প্রথমবারের মতো সোনাইছড়ি ইউনিয়নে এ নিবন্ধন পয়েন্ট স্থাপন করা হয়। স্থাপনের পর টিকার ফ্রি রেজিস্ট্রশন নিতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
নিবন্ধন পয়েন্ট স্থাপনের উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলান জানান, গত এক সপ্তাহে প্রায় ২ হাজার নারী-পুরুষের করোনা ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করেছেন তিনি। সামনের দিনগুলোতে এমন কার্যক্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগের এই নেতা।
আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আজ সকালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল নাগরিককে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভ্যাকসিনের আওতায় আনার জন্য আমরা বদ্ধপরিকর।
এমএসএম / জামান

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির
Link Copied