জাবির ভর্তি পরীক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলছে ২০২২–২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সপ্তাহব্যাপী চলমান ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দূর্ভোগের শেষ নেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের। বৈরী আবহাওয়া, খাবার ও যানবাহনের অতিরিক্ত বানিজ্য, আবাসন সংকটসহ নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন পরীক্ষার্থীরা।
জানা যায়, গত রবিবার থেকে কলা ও মানবিকী অনুষদের পরীক্ষার মাধ্যমে জাবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়৷ প্রতিদিন ছেলে ও মেয়ে পৃথক শিফট ৪-৬ টি শিফটে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে লাখো শিক্ষার্থী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ভর্তি পরীক্ষা৷ এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অবিভাবকদের আনাগোনা বেড়ে যায়।আর এটাকেই কেন্দ্র করে সুযোগ নিচ্ছে ভ্রাম্যমাণ খাবার দোকান, যানবাহনগুলো। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে আগত শিক্ষার্থী-অবিভাবকেরা।
সরেজমিনে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রধান ফটক থেকে শুরু করে সমাজবিজ্ঞান ভবন, শহীদ মিনার চত্বর থেকে বটতলা পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে লোকে-লোকারণ্য অবস্থা বিরাজ করছে৷ দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা আবসিক হলের বিভিন্ন রুমে ও মসজিদে গাদাগাদি করে অবস্থান করছেন। বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী শিক্ষার্থীদের। ক্যাম্পাসে পর্যাপ্ত শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় প্রচন্ড গরমে অস্বস্তিকর অবস্থায় পড়ছেন তারা।
খাবারের দোকানগুলো ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীদের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত অতিরিক্ত দাম হাঁকছেন ব্যবসায়ীরা৷ প্রতি প্লেট ভাত ২০ টাকা, রুই মাছ ৮০ টাকা, ব্রয়লার মুরগী ৮০ টাকা, হাঁসের মাংস ১৬০ টাকা, গরুর মাংস ১৮০ টাকা বিক্রি হচ্ছে৷ এছাড়া ডিম খিচুড়ি ৬০ টাকা, চিকেন খিচুড়ি ১৩০-১৫০ টাকা, মোরগ পোলাও ১৫০ টাকা ও গরুর তেহারি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে৷ অতিরিক্ত দাম রাখলেও খাবারকে মানসম্মত নয় বলে অভিযোগ করছেন পরীক্ষার্থীরা৷
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে যাওয়ার জন্য যানবাহনের ভাড়ায়ও বাড়তি টাকা গুণতে হচ্ছে পরীক্ষার্থীদের। সমাজবিজ্ঞান থেকে পুরাতন কলা ভবনে যেখানে সাধারণ ভাড়া ২০ টাকার পরিবর্তে ৪০-৫০ টাকা রাখা হচ্ছে৷ এছাড়া মূল ফটক থেকে স্কুল এন্ড কলেজে ৫০-৬০ টাকা রাখছে ব্যাটারিচালিত রিকশাগুলো।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের ভোগান্তির মূলে আছে বহুদিন ধরে চলে আসা বিতর্কিত শিফট পদ্ধতিতে ভর্তি পরীক্ষা৷ লম্বা সময় ধরে চলা এই ভর্তি পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ও আবাসিক পরিবেশ বিনষ্ট হয়৷ এজন্যে শিফট পদ্ধতি তুলে দিয়ে একক প্রশ্নপত্রে পরীক্ষা প্রয়োজন বলে মনে করেন তারা৷
সাতক্ষীরা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ইমন বলেন, 'আমার আজকে (২০ জুন) এ ইউনিটের পরীক্ষা ছিল আবার পরশু (২২জুন) পরীক্ষা দিতে হবে৷ এজন্যে তিনদিন আমাকে ক্যাম্পাসে থাকতে হবে৷ শিফট পদ্ধতির কারনে আমাকে একদিন বেশি থাকতে হচ্ছে। এখানে খাবার ও থাকতে বেশ কষ্ট হচ্ছে৷'
এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, সব সমস্যার সমাধান হয়ে যেত যদি আমরা একক প্রশ্নপত্রে একসাথে পরীক্ষা নিতে পারতাম৷ ভর্তি পরীক্ষা সংক্রান্ত মিটিংয়ে অধিকাংশ ডিনরাই শিফট পদ্ধতি তুলে দেয়ার পক্ষে ছিলেন। তবে একাডেমিক কাউন্সিলে তা পাশ হয়নি। এবছর ছেলে মেয়ে পৃথক শিফটের আওতায় আনা হয়েছে৷ আশা করি সামনে আমরা শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পারবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, খাবারের দোকানের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের আওতাধীন৷ এস্টেট অফিস এসব খাবারের মান ও দামের বিষয়টি তদারকি করছে৷ এছাড়া এবার প্রক্টরিয়াল টিমের সদস্যরা বটতলায় খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছেন।
এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মো. আবদুর রহমান বলেন, 'আমরা মোট ১৩৮ টি দোকানের অনুমতি দিয়েছি৷ এর বাইরে ক্যাম্পাসের স্টুডেন্টরা অনেকগুলো খাবার দোকান দিয়েছি৷ আমরা সমাজবিজ্ঞানের পাশের খাবারের দোকানগুলো তুলে দিয়েছি৷ এরপর আবার এসে বসেছে৷ আমরা আজ বিকালে আবার অভিযানে বের হবো।'
এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ
Link Copied