ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কুবিতে চতুর্থ শিল্প বিপ্লব প্রেক্ষাপটে বাংলাদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২২-৬-২০২৩ বিকাল ৫:৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে 'ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেবুলেশন: প্রবলেম এন্ড প্রসপেক্টস অফ হায়ার এডুকেশন ইন বাংলাদেশ' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় ভার্চুয়াল ক্লাসরুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
 
এই সেমিনারে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।
 
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আমাদের যেসকল সমস্যা এবং সম্ভাবনা পাবো সেগুলো শিক্ষকদের জানানোর জন্যই এই আয়োজন। শিক্ষার্থীরা এখন চ্যাট জিপিটিসহ অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এসাইনমেন্ট সাবমিট করতে পারে, যার ফলস্বরূপ তাদের কোর্সের সম্পর্কে জ্ঞান পর্যাপ্ত নাও হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রেখে কোর্সের শিক্ষক যেনো শিক্ষার্থীদের পড়াতে পারে এবং তাদের বোঝাতে পারে এইগুলো কীভাবে ব্যবহার করা উচিত তার জন্য এই সেমিনার।'
 
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলেন, 'আমাদের আজকের এই সেমিনারের বিষয়টি বর্তমানে একটি আলোচিত বিষয়। এই শিল্প বিপ্লবের বিভিন্ন এপ্লিকেশনের ব্যবহারের সুযোগ ও সমস্যা এগুলো নিয়ে চিন্তা করলে এই শিল্প বিপ্লব আমাদের বুঝতে সুবিধা হবে। তাছাড়া এই সেমিনারটির ফলে শিক্ষকেরা তাদের লেকচারসহ সিলেবাসে পরিবর্তন করতে পারবে। এবং কোর্সগুলো এই শিল্প বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে ঠিক করতে পারবে।'
 
সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ বলেন, 'আগত শিল্প বিপ্লবের ফলে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাব্যবস্থায় প্রভাব পরবে। বাংলাদেশের উচ্চশিক্ষায় এর ফলে কী সমস্যা এবং সম্ভাবনা সৃষ্টি হতে পারে সে বিষয় সবাইকে জানানোর জন্যই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।'
 
এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র ও পরামর্শক পরিচালনা দপ্তরের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন