ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বিয়েতে ভাঙ্গা‌নি দেয়া সন্দেহে প্রতিবেশীর ওপর হামলা, আহত ৫


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৩-৬-২০২৩ দুপুর ৩:১২

ঢাকার সাভারে বিয়ের ব্যাপারে ছেলের বিরুদ্ধে মেয়ে পক্ষকে ভাঙ্গা‌নি দেওয়ার ঘটনা নিয়ে সন্দেহভাজন প্রতিবেশীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীসহ আহত পাঁচজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) রাত ১০ টায় সাভার পৌরসভার কাঞ্চনপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক নারীসহ তিন জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতরা হলেন, সাভার পৌরসভার কাঞ্চনপুর এলাকার মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে আব্দুল গফুর মোল্লা (৬৫), একই এলাকার মৃত মালু মোল্লার ছেলে আফাজ মোল্লা (৪৮), একই এলাকার মৃত হীরা মিয়ার মেয়ে সাগরি আক্তার (৩০), একই এলাকার মৃত মো. জলিল মোল্লার ছেলে সালাম মোল্লা(৫০) ও জলেখা বেগম(৩৫)।

এ ঘটনায় আহত সাগরি আক্তারের মা লায়লা বেগম এবং আব্দুল গফুর মোল্লার ছেলে মো. আনিছ মোল্লা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, সাভার পৌরসভার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকার মো. মেজর উদ্দিনের ছেলে মো. সুজন ওরফে হিটলার (২৬), আদুল কাদের ব্যাপারির ছেলে জাহিদ (২৫), আব্দুল করিমের ছেলে ইসরাফিল (২৮), মেজর উদ্দিনের ছেলে মো. হোসেন (১৮), হোসেন ব্যাপারির ছেলে মেজর উদ্দিন (৪৫), হোসেন ব্যাপারির ছেলে হাবিবুর রহমান (৪০) ও মেজর উদ্দিনের স্ত্রী জোছনা বেগম (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সাব্বির আহমেদ।

জানা গেছে, সাভার পৌরসভার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকার মো. মেজর উদ্দিনের ছেলে   মো. সুজন ওরফে হিটলারের সাথে পৌরসভার জামসিং এলাকার এক তরুণীর সঙ্গে বিয়ের কথা চলছিল। বৃহস্পতিবার সকালে সুজনের খোঁজ খবর নিতে আসেন তরুণীর পরিবারের অভিভাবকরা। এলাকাবাসীর সাথে কথা বলার পর সুজনের প্রতিবেশী কাঞ্চনপুর এলাকার বাসিন্দা ও ওই তরুণীর আত্মীয় আব্দুল গফুর মোল্লার বাসায় গিয়ে সুজনের ব্যাপারে খোঁজখবর নেয় তারা। ছেলের ত্রুটি পাওয়ায় বিয়ে ভেঙ্গে দেয় মেয়ে পক্ষ । এই ক্ষোভে বৃহস্পতিবার রাতে ভাঙ্গা‌নি দেওয়া সন্দেহে আব্দুল গফুর মোল্লার ওপর হামলা চালায় সুজন ও তার লোকজন। গফুর মোল্লাকে উদ্ধার করতে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে অভিযুক্ত সুজনের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি তবে অপর অভিযুক্ত ইসরাফিল জানান, গফুর মোল্লা ভাঙ্গা‌নি দেওয়ায় তার সাথে সুজনের ঝামেলা হয়েছে। আমি ঘটনাস্থলে ছিলাম না, পরে গিয়েছি।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও ঘটনার তদন্ত কর্মকর্তা (এস আই) সাব্বির আহমেদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১