ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সাবেক জেলার সোহেল রানার সহযোগী ফরহাদের নেতৃত্বে চট্টগ্রাম কারাগারে মাদক ব্যবসা


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১২:২৬

চট্টগ্রাম কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানার সহযোগী মাহজারুল ইসলাম ফরহাদকে কুমিল্লা কারাগার থেকে চট্টগ্রামে এনে তার নেতৃত্বে কারা কর্তৃপক্ষের একটি অসাধু চক্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে থাকা বন্দিদের মাদক ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রির পাশাপাশি অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 

সূত্রে জানায়, মাজহারুল ইসলাম ফরহাদ নগরীর টাইগার পাস এলাকার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শফি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০১৮ সালে চট্টগ্রাম কারাগারের তৎকালিন জেলার  সোহেল রানা ঘুষের টাকাসহ আটক হওয়ার পর সোহেল রানার অপকর্মে জড়িত থাকার অভিযোগে মাজহারুল ইসলাম ফরহাদকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। সম্প্রতি কুমিল্লা কারাগার থেকে মাজহারুল ইসলাম ফরহাদকে চট্টগ্রাম কারাগারের অসাধু একটি চক্র চট্টগ্রাম কারাগারে মেডিকেলের দায়িত্ব দেয় ফরহাদকে। ফরুহাদ শুরু কারাগারে মাদক ইয়াবার জমজমাট ব্যবসা।

সাধারণ বন্দিদের কাছ থেকে টাকা না পেলে অমানবিক নির্যতান চালায়। ২০১৩ সালে মাজহারুল ইসলাম ফরহাদ চট্টগ্রাম কারা হাসপাতালের চীফ রাইটার থাকা অবস্থায় মোহাম্মদ জাকির নামের একজন কারাগারে মৃত্যু হলে উক্ত ঘটনায় ফরহাদ জড়িত থাকার অভিযোগ রয়েছে। হাই কোর্টের আদেশ জালিয়তি জামিননামা নিয়ে জেল থেকে বের হয়ে আসলে বিষয়টি ধরা পড়ার পর পুলিশ আবার গ্রেফতার করে ফরহাদকে। ২০২২ সালে গ্রেপ্তারের চার বছর পর এবার চাকরি  হারান  জেলার মো.  সোহেল রানা বিশ্বাস। তার বিরুদ্ধে অন্তত সাতটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।  ওস কারণে সম্প্রতি গুরুদণ্ড হিসেবে তাকে চাকরিচ্যুত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ২৬ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম  কেন্দ্রীয় কারাগারে  জেলার হিসাবে কর্মরত ছিলেন  সোহেল রানা। অভিযোগ, এই সময়ে চট্টগ্রাম কারাগারকে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেন সোহেল। বন্দি বেচাকেনা, জামিন বাণিজ্য, সাক্ষাৎ বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এরপর ফেনসিডিল ও ৪ কোটি ২৪ লাখ টাকার নগদ অর্থ, চেক ও এফডিআর নিয়ে ধরা পড়েন রেলওয়ে পুলিশের হাতে।২০১৮ সালের ২৬ অক্টোবর কিশোরগঞ্জের  ভৈরব রেলওয়ে  স্টেশন থেকে তিনি গ্রেপ্তার হন। 

২০১৮ সালের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি থেকে জেলার সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ট্রলি ব্যাগে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি এফডিআর’র কাগজ, ১  কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি  চেক বই ও ১২  বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে  সোহেলের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে রেলওয়ে পুলিশ।

এরপর ২০২১ সালের ২৯ নভেম্বর দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ আরেকটি মামলা করেন কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু সাঈদ। মামলায় ঘুষ-দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার ২৩৫ টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪০ লাখ ২৭ হাজার ২৩৩ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ করা হয়। সোহেল রানার যাবতীয় অপকর্মে  অন্যতম সহযোগি ছিলেন মাজহারুল ইসলাম ফরহাদ। বিষয়টি ধরা পড়ার ফরহাদকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে সম্প্রতি বর্তমান চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের একটি অসাধু চক্র ফরহাদকে চট্টগ্রামে কারাগারে এনে আবার শুরু করে কারা অভ্যান্তরে মাদক ইয়াবা ব্যবসা। দায়িত্ব দেয় কারা হাসপাতালের শুরু হয় বন্দিদের অমানবিক নির্যাতন  জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে বর্তমান তার কাজ।  এ বিষয়ে জানার জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মঞ্জুর হোসেনের বক্তব্য জানার চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কারাগারের জেল সুপার মোহাম্মদ এমরান হোসেন মিঞা বলেন, বিষয়টি আমাদের জানা নেই, বিষয়টি সত্য হয়ে থাকলে আমরা যথাযথ ব্যবস্থা নিব। এ বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কেউ অভিযোগ করেনি বলে তিনি জানায়। 

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ