ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নোয়াখালীতে হাসপাতালে র‍্যাবের অভিযান, দুই দালাল আটক


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ৬-৭-২০২৩ বিকাল ৫:০
হাসপাতালে লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি,নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকায় নোয়াখালীতে তিনটি বেসরকারি হাসপাতালকে সাড়ে ৩লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও রোগীরদের প্রলোভন দেখিয়ে ভর্তি করায় মুন হাসপাতালে দুই দালালকে আটক করা হয়।
 
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মো.সোহরাব হোসেন।
 
অভিযানে নোয়াখালী ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান নূর নবী ও ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেনকে ২লাখ টাকা, মুন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো.শহিদুল ইসলাম সাঈদকে ১লক্ষ টাকা ও আদর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় মুন হাসপাতালে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী ভর্তি করাতে আসা দুই দালালকে আটক করা হয়। 
 
নোয়াখালীতে প্রায় পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এসব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসাসহ হয়রানির শিকার হয়। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১।
 
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মো.সোহরাব হোসেন বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করার জন্য সরকারের সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি আছে। এসব নিয়মের তোয়াক্কা না করেই অনেকে তাদের প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন। তারা প্রয়োজনীয় ডাক্তার ও নার্সসহ অন্যান্য জনবল নিয়োগ দেন না। অনেকে হাসপাতাল ও ক্লিনিকের কাগজপত্র হালনাগাদ করছেন না। এসব তথ্যে ভিত্তিতে পরিচালিত অভিযানে আজ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। 
 
জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস বলেন,অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও জনবল দেখাতে পারেনি। এছাড়া তাদের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। এসব অপরাধে তাদের অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। 
 
র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আমরা বিভিন্ন সময় রোগী ও তাদের স্বজনদের থেকে প্রাপ্ত অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেছি। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত

দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকে হস্তান্তর করলো বিএসএফ

সন্ত্রাসী কায়দায় বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে লিগ্যাল নোটিশ

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প: রেলের প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয়

বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিতে ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি

বাগেরহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক চেয়ারম্যান জাফরপত্নী আমিনার জেল

নাগরপুরে টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীন দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নড়াইল-১ আসনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

কচাকাটায় চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুতার ভিতরে হেরোইন পাচারকালে ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

স্ত্রীর পরিকল্পনায় যুবদল নেতা শামীম হত্যাকান্ড সংঘটিত হয়