ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

তালার বৃদ্ধা কমলা দাসীদের কষ্টের জীবন


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ১:১৬

পেটটি ভরে পাই না খেতে, বুকের ক-খান হাড়,সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার। পল্লী কবি জসীমউদ্দীনের আসমানি কবিতার পূর্বের সেই হালচিত্র যেন দেখা দিয়েছে। সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের বিধবা বৃদ্ধা কমলা দাসীর বাস্তব জীবনে। জানা যায়,সতীনের ঘরের ২ ছেলেসহ ৪ ছেলে ও ২ মেয়ে রেখে ১৯৮৮ ইং সালের ঝড়ের সময় মারা যান স্বামী পাগল দাস। সেই থেকে কোলে পিঠে করে খেয়ে, না খেয়ে সন্তানদের বড় করে তুলেছেন তিনি। মেয়েদের বিয়ে দিয়েছেন, ছেলেরাও বিয়ে করে আলাদা থাকেন। ছেলেরা ভ্যান চালিয়ে ও কামলা খেটে কোন রকম তাদের সংসার চালায়। তার ভরণ-পোষণের জন্য সন্তানরা মাঝে মাঝে কিছু খরচ দেন। অভাব-অনটনের সংসারে কমলা দাসী যেন ছেলেদের অভাবের সংসারে  বোঝা হয়ে দাঁড়িয়েছেন। গতকাল তথ্য অনুসন্ধান কালে অশ্রুসজল ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে কমলা দাসী বলেন, ‘সরকার আমারে বিধবা ভাতা দেয় মাসে ৫ শত টাকা করি। তিন মাস পরপর এই টাকা তুলতি পারি। শুনি সকলের বেতন বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আমার ভাতা বাড়তাছ না। দুঃখ করে তিনি বলেন, ‘মাসে ৫শত টাকা দিয়ে একজন মানুষ কি করি চলবে! ৫শত টাকা দিয়ে এখন ১০ কেজি চালও পাওয়া যায় না। তাছাড়া একখান ভাঙ্গা ঘরে থাই। ছাবালদের অবস্থা ভাল না, তাগির দিনও ঠিকমতো চলে না। মাঝে মাঝে অনেক অসুস্থ হইয়ে পড়ি, কয়দিন পরপর ওষুধ লাগে। এই ভাতা দিয়ে চাল কেনবো নাকি ওষুধ আনবো”।  এ সময় তিনি ভাতার পরিমাণ কমপক্ষে এক হাজার টাকা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানান। তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীরা মাসে ৫শত টাকা ভাতা পান। কয়েক বছর ধরে এই একই পরিমাণ ভাতা পাচ্ছেন তারা।সরকারের কাছ থেকে তারা যে ভাতা পান, ১০ কেজি চাল কিনতেই তা শেষ হয়ে যায়। অর্থাৎ একজনের ১০ দিনের চালের খরচও হয় না এই টাকা দিয়ে। যাদের অন্য কোনো আয় নেই; কাজ করতে পারেন না, তাদের এই অল্প টাকা দিয়ে আসলে কিছুই হয় না। এসব ভাতার পরিমাণ কমপক্ষে ১ হাজার টাকা হলেও কিছুটা চলতো তাদের সংসার। এ বিষয়ে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন বলেন, বেশ কয়েক বছর ধরে বিধবা ভাতা পান কমলা দাসী। তবে দরিদ্র কমলার পক্ষে মাসে ৫শ’ টাকায় সংসার চালানো বেশ কষ্ট হয়ে যায়। সামনে কোন সুযোগ থাকলে তাকে সাহায্য করা হবে বলে জানান তিনি। তবে এ বিষয়ে স্থানীয় তালা উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির