ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন : মমতাজ বেগম


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৭-৭-২০২৩ দুপুর ৩:৩০
মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য  মমতাজ বেগম বলেছেন, কেউ যদি ক্ষমতায় থেকে ভাল কাজ করে, আরেকজন আইসা(এসে) বন্ধ করে, এগুলো নিয়ম হইয়া গেছে।  তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিন। তানাহলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুরে গালা ইউনিয়নের কান্দালংকা গ্রামের  কাজি বাড়িতে  উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এসময় মমতাজ বেগম বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন। আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে,  আমি প্রধানমন্ত্রীকে বলেছি ভাতার টাকা বৃদ্ধির জন্য,  আপা আমার কথা আমলে নিয়েছেন।
 
তিনি বলেন, আমাকে এবং নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা ক্ষমতায় আসবে।
পদ্মা সেতু থেকে হরিরামপুর হয়ে যমুনা সেতু পর্যন্ত বেরিবাধ নির্মানের প্রকল্প হবে জানিয়ে মমতাজ বলেন, হরিরামপুরে বেরি বাঁধ হয়েছে, কিছু কাজ চলমান আছে আর নদী ভাঙবেনা। ভাঙন রোধে কাজ করেছি। শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। তাই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।
 
গালা ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
 
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোল্লা ফরিদের সঞ্চালনায় এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আওলাদ হোসেন হারুন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার জলি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু, সিঙ্গাইর উপজেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন