ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

দ্যা কুইন’স কমনওয়েলথ প্রতিযোগিতার বিচারক বাংলাদেশি শেখ রিফাদ মাহমুদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ৩:৩২

দ্যা কমনওয়েলথ’র সম্মানজনক দ্যা কুইন’স কমনওয়েলথ এসে (রচনা) কম্পিটিশন ২০২৩ এর বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি তরুণ শেখ রিফাদ মাহমুদ। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি’র আয়োজনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ১৮বছরের কম বয়সীদের জন্য প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। দ্যা কুইন’স কমনওয়েলথ এসে (রচনা) কম্পিটিশন হচ্ছে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা। ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি দ্বারা প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে।

এটি ব্রিটিশ রাণী’র নামে পরিচালিত করা হয়। দ্বিতীয় রাণী এলিজাবেথ বেঁচে থাকাকালীন সময়ে তিনি নিজে এ প্রতিযোগিতার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতেন। অতীতের এ পুরষ্কার বিজয়ীদের মধ্যে অন্যতম হচ্ছেন বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী মিঃ লি সিয়েন লুং, পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক মেই ফং, প্রখ্যাত লেখক, প্রয়াত এলস্পেথ হাক্সলি সিবিই। যারা প্রত্যেকেই তাদের ক্ষেত্রের নেতা হয়ে উঠেছেন। শেখ রিফাদ মাহমুদ জানান, রয়্যাল কমনওয়েলথ সোসাইটির এতো বড় বিশাল একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত, গর্বিত বোধ করছি। আগামী ৫সপ্তাহ অনলাইনে বিচারকার্য চলবে, যা ইতিমধ্যে শুরু করেছি। তিনি আরোও জানান, কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রামের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, কমনওয়েলথ সরকার প্রধানরা ২০২৩সালকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য যুব-নেতৃত্বাধীন কর্মকাণ্ডের জন্য উত্সর্গীকৃত একটি বছর ঘোষণা করেছেন এবং যুবদের সম্পৃক্ততা এবং ক্ষমতায়নের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ এবং শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। সে লক্ষ্যেই এবছরের রচনা প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন। বর্তমানে তিনি গ্লোবাল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা পর্ষদের সদস্য, পরিবেশগত সংগঠন আর্থ এডভোকেসি ইয়ুথের বোর্ড মেম্বার এবং কমনওয়েলথ স্টুডেন্ট’স এসোসিয়েশন’র পর্ষদের অন্যতম সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

উক্ত প্রতিযোগিতার কমিটিতে রয়েছেন দ্যা কমনওয়েলথ’র সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, কমনওয়েলথ রয়্যাল সোসাইটির ভাইস-প্যাট্রন ড. লিনডা, এক্সিকিউটিভ চেয়ারম্যান পল গ্রীন, প্রোগ্রাম অফিসার সফি স্পেন্সার। প্রতিযোগিতাটি দ্যা কমনওয়েলথ ও কমনওয়েলথ রয়্যাল সোসাইটি দ্বারা পরিচালিত এবং লাগোস স্টেট গভমেন্ট দ্বারা সমর্থিত।

এমএসএম / এমএসএম

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ