কর্ণফুলী গ্যাসে নিষিদ্ধ দুই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে তৎপর এক মহাব্যবস্থাপক

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) প্রধান কার্যালয়ে নিষিদ্ধ দুই ঠিকাদারী প্রতিষ্ঠানকে মোটা অংকের টাকার বিনিময়ে নিষিদ্ধ দুই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে তৎপর বলে অভিযোগ পাওয়া গেছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে করা লিখিত অভিযোগ সূত্রে জানায়, মোটা অংকের টাকার বিভিন্ন প্রতিষ্ঠানে আউট সোর্সিং এর অধীনে জনবল সরবরাহে প্রতারনার কারনে নিষিদ্ধ করা হয়। ঢাকা ভিত্তিক দুইটি প্রতিষ্ঠানকে কেজিডিসিএলের আউট সোর্সিং জনবল সরবরাহের কাজ পাইয়ে দিতে কেজিডিসিএলের মহাব্যবস্থাপকগৌতম কুন্ড ও কর্ণফুলী গ্যাস কোম্পানির টাকা আত্নসাৎকারী ঠিকাদারসহ দরপত্রের অংশ গ্রহণকারী প্রতিষ্টানের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে দাবি জানানো হয়।
গত ২৩ মার্চ কেজিডিসিএলে আউটসোর্সিং ব্যবস্থায় জনবল সরবরাহের লক্ষ্যে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। উক্ত দরপত্রে প্রায় ৬টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এতে অধিকাংশ প্রতিষ্ঠান জাল কাগজপত্র সহ মৃত ব্যাক্তির এবং বিদেশে অবস্থানকারী জনবলের জীবন বৃত্তান্ত দাখিল করেছেন যা সিডিউলের ১.১১ এর জনবলের সাধারন যোগ্যতা (জ) ধারা অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার সহ পরীক্ষা না নিলে সনাক্ত করা সম্ভব না। ঢাকা ভিত্তিক ঠিকাদারী প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতারনার মাধ্যমে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ পাওয়ার পর অনিয়ম ও দুর্নীতির কারণে নিষিদ্ধ হওয়া সত্বেও কেজিডিসিএলের মহাব্যবস্থাপক গৌতম কুন্ডসহ কেজিডিসএলের দুর্নীতির সাথে জড়িত একজন ঠিকাদার যিনি কিছুদিন আগেও জেল খেটেছেন যার মামলা এখনো চলমান। এ ২জনের মাধ্যমে কাজ ভাগিয়ে নিতে তৎপর। মহাব্যবস্থাপক রেডিসন নামক একটি প্রতিষ্ঠানের দরপত্র সংশ্লিষ্ট কমিটির সদস্যদের বাদ দিয়ে সে নিজে তার রুমে দরপত্র নিয়ে নাম্বারিং করছেন এবং ও প্রতিষ্ঠানের দাখিলকৃত জাল কাগজ পত্র টেম্পারিং করে আবার দরপত্রে সংযুক্ত করে ইচ্ছে মত নাম্বার দিয়ে তাকে জবংঢ়ড়হংরাব করার জন্য অন্য সদস্যদের কে চাপ দিচ্ছেন। ইতিমধ্যে তারা বিভিন্ন দালালের মাধ্যমে চাকুরী দেয়ার নাম করে নিরীহ লোকজন ৫ লক্ষ টাকা করে দাবী করে টাকা হাতিয়ে নিচ্ছেন এবং হবসের পর কেজিডিসিএল-এ তাদের চাকুরী স্থায়ী হয়ে যাবে বলে প্রতারণার আশ্রয় নিচ্ছেন।অনিয়ম দুর্নীতির বিষয়টি লিখিতভাবে কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক ও দুদকসহ বিভিন্ন সংস্থার কাছে ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস ইফাজ ট্রের্ডাসের মালিক মোহাম্মদ ইসমাইল লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে অভিযোগকারী মের্মাস ইফাজ ট্রের্ডাসের মালিক মোহাম্মদ ইসমাইল বলেন, যে প্রতিষ্ঠানকে অনিয়ম দুর্নীতির কারণে নিষিদ্ধ করা হয়েছে সেখানে একজন জিএম কিভাবে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ পাইয়ে দিতে তৎপরতা দেখায় সেভা দেখার বিষয়। বিষয়টি নিয়ে অভিযুক্ত জিএম প্রকৌশলী গৌতম কুন্ডুর সাথে যোগাযোগ করা হলে উনি মোবাইলে কথা বলেনি।
এ প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, যদি কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি প্রতারণার অভিযোগে অভিযুক্ত সেসব প্রতিষ্ঠানকে কাজ দেয়ার বিয়ষটি চিন্তা করে দেখতে হবে। এতে যদি অফিসের কোন কর্মকর্তা কর্মচারীর হাত থাকে তাদেরও চিহ্নিত করা ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
