ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

শাহজালালে ইয়াবা উদ্ধার আটক দুই যাত্রী


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১১-৭-২০২৩ রাত ৮:২৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের ০২ যাত্রীকে ইয়াবা সহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গতকাল সন্ধ্যা ০৭ টায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাচারের উদ্দেশ্যে বহন করা ইয়াবা উদ্ধার করা হয়।
 
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আব্দুল মান্না খাঁন এবং নাহিদ শিকদার(২৩) নামে দুইজন যাত্রী গতকাল সন্ধ্যা ০৭২৫ মিনিটে নভো এয়ারের ভিকিউ-৯৩৬ ফ্লাইটে ঢাকায় অবতরন করেন। এসময় আগে থেকে তৎপর থাকা এপিবিএনের গোয়েন্দা দল তাদেরকে ভিন্ন ভিন্ন লোকেশন থেকে আটক করে। নাহিদ শিকদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকা থেকে এবং আব্দুল মান্নানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় যৌথভাবে ০১ নাম্বার আন্তর্জাতিক টার্মিনালের পার্কিং এলাকা থেকে আটক করা হয়। যাত্রীদের এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের তাদের কাছে ইয়াবা রয়েছে বলে স্বীকার করেন। এসময় যাত্রী আব্দুল মান্নান তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি পাউচে রক্ষিত ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দেন। অন্যদিকে যাত্রী নাহিদ সিকদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি অস্বীকার করেন। কিন্তু পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনিও স্বীকার করেন যে তার কাছে পাচারের উদ্দেশ্যে বহন করা ইয়াবা রয়েছে। এসময় যাত্রী নাহিদের কাছ থেকে ১৪৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
 
অতিরিক্ত পুলিশ সুপার জিয়া আরো জানান যে, এর আগেও ২০২০ সালে চট্টগ্রামের সাতকানিয়া থানার অভিযানে অভিযুক্ত নাহিদ ইয়াবা সহ আটক হওয়ায় তার নামে মামলা চলমান রয়েছে। ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে তিনি আবারো এই কাজে জড়িত হয়েছেন। দুইজন যাত্রীই কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা এবং দুজনেই একই (ভিকিউ৯৩৬) ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকা অবতরণ করেন। তাদের মধ্যে কোনো প্রকারে যোগাযোগ বা যোগসাজশের কথা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানা যায়। যাত্রীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিন-এড: আহমেদ আজম খান

আমি আপনাদের একজন হতে চাই- বাবুল

১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজগকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়ঃ এম সাখাওয়াত হোসেন

রাণীশংকৈলে কেজি স্কুলের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে:বক্কর

অপরাধ দমনে কোনাবাড়িতে পুলিশের বিশেষ মহড়া

আ' লীগ আমলে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপিঃ শামসুজ্জামান দুদু

বাউফল থেকে নিতে আসিনি দিতে এসেছি: একেএম ফারুক আহমেদ তালুকদার

ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডাক্তার ও নার্স নিয়োগ হলেও নির্মাণ হয়নি হাসপাতাল

চৌগাছায় কালবের ৯ম

কলমাকান্দায় আগুনে পুড়ে দোকান-বাড়ি সব শেষ জালাল উদ্দীনের

প্রেসক্লাব চৌগাছার সদস্য সাংবাদিক এবি সিদ্দিক মন্টু আর নেই