মাদারীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
মাদারীপুরের পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও আরেক মোটরসাইকেল আরোহী মুর্মুষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড়, মেলকাই ও কালকিনি পৌর এলাকার গোপালপুর ব্রীজে তিন টি পৃথক ট্রাকে তিনটি দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিল্লুর রহমান শেখ। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)। দুজন ঢাকায় চাকরি করতেন। এরমধ্যে হাফিজুল রহমান অর্থ মন্ত্রণালয়ের কর্মচারী ছিলেন। আপর আহত জন হলেন, কালকিনি পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের ওবায়দুল মজুমদার (৫০)। সে শিবচর উপজেলার বহেরাতলা কলেজের প্রভাষক। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে বরিশাল থেকে রাজধানীর ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল মেহেদী। তার মোটরসাইকেলটি মেলকাই এলাকায় আসার পরে বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভোর ৫টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পাশ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি ট্রাকের ধাক্কায় ঢাকামুখী মোটেরসাইকেল আরোহী হাফিজুর রজমান নিহত হয়েছেন। অপর দিকে নিজ মেয়েকে গোপালপুর উচ্চ বিদ্যায় দিয়ে ফেরার সময় গোপালপুর ব্রীজে ঢাকা গামী ট্রাক চাপায় গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিল্লুর রহমান শেখ বলেন, ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন আরেক জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
এমএসএম / এমএসএম
কোটালীপাড়ায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জে বিনামূল্য সরিষা ও সবজির বীজ বিতরণ
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান
মনপুরা হাজীরহাট ঘাটের ব্রিজটিতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা
প্রযুক্তির ছোঁয়ায় মুছে যাচ্ছে সিনেমা হলের স্মৃতিচিহ্ন
যানজট নিরসনে নরসিংদী পৌরসভায় অটোরিকশা-ইজিবাইক তালিকাভুক্তির নির্দেশ
বকশীগঞ্জে একসাথে তিন পুত্রসন্তানের জন্ম, অসহায় কৃষকের মানবিক সহায়তার আবেদন
মনোহরগঞ্জে গবাদি পশুর খাদ্য সংকট বিপাকে খামারিরা
কলাপাড টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক