মাদারীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

মাদারীপুরের পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও আরেক মোটরসাইকেল আরোহী মুর্মুষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড়, মেলকাই ও কালকিনি পৌর এলাকার গোপালপুর ব্রীজে তিন টি পৃথক ট্রাকে তিনটি দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিল্লুর রহমান শেখ। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)। দুজন ঢাকায় চাকরি করতেন। এরমধ্যে হাফিজুল রহমান অর্থ মন্ত্রণালয়ের কর্মচারী ছিলেন। আপর আহত জন হলেন, কালকিনি পৌর এলাকার পূয়ালী মাদারীপুর গ্রামের ওবায়দুল মজুমদার (৫০)। সে শিবচর উপজেলার বহেরাতলা কলেজের প্রভাষক। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে বরিশাল থেকে রাজধানীর ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল মেহেদী। তার মোটরসাইকেলটি মেলকাই এলাকায় আসার পরে বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভোর ৫টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পাশ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি ট্রাকের ধাক্কায় ঢাকামুখী মোটেরসাইকেল আরোহী হাফিজুর রজমান নিহত হয়েছেন। অপর দিকে নিজ মেয়েকে গোপালপুর উচ্চ বিদ্যায় দিয়ে ফেরার সময় গোপালপুর ব্রীজে ঢাকা গামী ট্রাক চাপায় গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে নিহত দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিল্লুর রহমান শেখ বলেন, ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন আরেক জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
এমএসএম / এমএসএম

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হত্যাকান্ডের শিকার হওয়া নুরুল কবির বাঁচার জন্য আশংকা প্রকাশ করে থানায় অভিযোগও করেছিল

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন
