বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবেঃ এমপি ইব্রাহীম

নোয়াখালী-১ (চাটখীল-সোনাইমুড়ী)আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এমপি বলেন,সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাতের নৈরাজ্য ঠেকাতে এবং তাদের অরাজকতা মোকাবিলা করতে এখন থেকেই ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সবসময় ছাত্রলীগ কাজ করে। আগামীতেও ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
শনিবার বিকেলে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান কলেজ মাঠে ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
এসময় সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সমালোচনা করে এমপি বলেন,মাহবুব উদ্দিন খোকন সাহেব বিভিন্ন টিভিতে টকশোতে যায়। টকশোতে গিয়ে বড়বড় কথা বলেন। আমি খোকন সাহেবকে বলেছিলাম একবার আমার সাথে একই টকশোতে যেতে কিন্তু তিনি রাজি হয়নি। তিঁনি গেলে তাকে আমাদের গত ১৫বছরের উন্নয়নের চিত্র তুলে ধরতাম। বলতাম আপনার সময় কি উন্নয়ন হয়েছে আর আমার সময় চাটখীল-সোনাইমুড়ীতে কি উন্নয়ন হয়েছে দেখেন। আমাদের উন্নয়নের চিত্র দেখে তারা কি বলে সেটা একটু শুনতাম। কিন্তু তিঁনি আমাদের উন্নয়ন চিত্রের তলে পড়তে পারেন বলে আমার সাথে টকশোতে যেতে রাজি হয়না। ২০০৮ সাল আর ২০২৩সাল এক জিনিস নয়। ২০০৮ সালের আগে মানুষকে ভুলিয়ে কৌশলে ভোট নিয়ে যেতো বিএনপি তাদের বোকা বানিয়ে। এখন মানুষ বুঝে গেছে। উন্নয়নের চিত্র তাদের কাছে দৃশ্যমান। তারা এখন আর বিএনপিকে চায়না।
ছাত্রলীগের উদ্দেশ্যে এমপি আরো বলেন,বিএনপি,ছাত্রদল,যুবদল যদি কোনো মানুষের জানমালের উপর হামলা করে তোমরা সেই হাত ভেঙ্গে গুঁড়িয়ে দিবে। এটা তোমাদের প্রতি আমার নির্দেশ। তোমারা উপজেলা ছাত্রলীগের পরামর্শে কার্যক্রম পরিচালনা করবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে, শেখ হাসিনার বাংলাদেশে কোনো অরাজকতা চলবে না। ছাত্রলীগ তা প্রতিহত করবে। সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের নৌকার মনোনয়ন প্রত্যাশি। নেত্রী যাকেই নৌকা নিয়ে পাঠাবে আমরা সবাই নৌকার জন্য কাজ করবো। এ অঞ্চলে স্কুল, কলেজ,হাসপাতাল,সাইক্লোন সেন্টার,বিদ্যুৎ কেন্দ্র,রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছি। যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হয়েছে। আপনাদের চোখের সামনে সরকারের উন্নয়ন। তা দেখে নৌকায় ভোট দিয়ে আ.লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।
এর আগে আমিশাপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
সভায় উপস্থিতি ছিলেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আজহার উল্লাহ,কেন্দ্রীয় যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড.বেলাল হোছাইন,সোনাইমুড়ী উপজেলা আ.লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের,সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু,জেলা পরিষদ সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কিং মোজাম্মেল,জেলা পরিষদ সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার,যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান,আমিশাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান,ইউনিয়ন আ.লীগ সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, রাসেল মাহমুদ শ্রাবণসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ
Link Copied