ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

সোনাইমুড়ীতে বিএনপির ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ১৬-৭-২০২৩ বিকাল ৫:৩১

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকসহ ৩০ ও অজ্ঞাত ২শ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৫জুলাই) বিকেলে সোনাইমুড়ী থানায় ফৌজদারী বিধান কোষের ১৫৪নং ধারায় উপজেলার দেওটি ইউনিয়নের নবগ্রাম গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী সজিবুল ইসলাম(২৩) এ মামলা দায়ের করেন।
গত ১৪জুলাই নোয়াখালীতে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে যোগ দিতে বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মতো দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইন্জিনিয়ার ইশরাক হোসেন গত ১৩জুলাই গাড়ি বহর নিয়ে সোনাইমুড়ী বাইপাস সড়ক পার হচ্ছিলেন। পথিমধ্যে থানার সামনে আসলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ইশরাকের গাড়িবহরে হামলা চালিয়ে সেখানে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ৩জন ছাত্রদল ও যুবদল নেতাকে গুরুতরে আহত করে বলে অভিযোগ করেন উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম।

এদিকে ছাত্রলীগ নেতা আরিফ হোসেন জানান,ইশরাকের গাড়ি বহর নিয়ে আসার পথে প্রধানমন্ত্রী ও আ.লীগের দলীয় ব্যানার ফেস্টুন ছেঁড়ে কটুক্তিমূলক স্লোগান দেয় উৎসুক বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে থানার সামনে আসলে ছাত্রলীগ এর প্রতিবাদ করে। এসময় উভয়ের মধ্যে সংঘর্ষ হলে সেখানে ৪-৫জন ছাত্রলীগ কর্মী আহত হয়। আহতদের মধ্যে থেকে সজিবুল ইসলাম মামলা করেন।

মামলার এজাহারে দেখা যায়,সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক,সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল মনসুর সেলিম,এড.তুহিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম ফরহাদ,বিএনপি নেতা কুতুব উদ্দিন সানি,কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলুর ছেলে মোহাম্মদ সানি,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টুটুল,উপজেলা যুবদল সভাপতি জসিম উদ্দিন,কাউন্সিল জসিম উদ্দিন,সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মোস্তাফিজ ভূঁইয়া,পৌর যুবদল সভাপতি মারুফুর রহমান,উপজেলা ছাত্রদল সভাপতি নাজিম উদ্দীন রনি,সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম,পৌর ছাত্রদল সভাপতি আলা উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন সজিবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মী ও অজ্ঞাত এক থেকে দুইশো নেতাকর্মীর বিরুদ্ধে ১লক্ষ ১৮হাজার টাকার ক্ষতিপূরণসহ মামলা দায়ের করা হয়।
সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোতাহের হোসেন মানিক প্রতিবেদককে জানান,সেদিন আমদের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ইশরাক হোসেনকে বরণ করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আবার আমাদের নিরীহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এটি বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। মামলা দিয়ে আমাদের কখনোই দমিয়ে রাখতে পারবে না। সরকারের পতন সময়ের দাবি মাত্র।

সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক মামলার বিষয়ে জানতে চাইলে জানান,মামলা হয়েছে সত্য। ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপনে রয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করছে। তদন্ত চলমান আছে।

এমএসএম / এমএসএম

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত

দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকে হস্তান্তর করলো বিএসএফ

সন্ত্রাসী কায়দায় বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে লিগ্যাল নোটিশ

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প: রেলের প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয়

বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিতে ইউপি চেয়ারম্যানের প্রতিশ্রুতি

বাগেরহাটে ইসলামী আন্দোলনের প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

সাবেক চেয়ারম্যান জাফরপত্নী আমিনার জেল

নাগরপুরে টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীন দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নড়াইল-১ আসনে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

কচাকাটায় চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন