ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

আগাম গণটিকা প্রদান নিয়ে তোলপাড়


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-৮-২০২১ দুপুর ২:৫৭

চট্টগ্রামের পটিয়ায় করোনার আগাম গণটিকা প্রদানের ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সব্যচাষী নাথ নিজেও জড়িত। উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে ইপিআই রবিউল হোসেন মানুষের মাঝে গণটিকা প্রদান করেন। এর আগে নিবন্ধন কাজ করা হয়। এই টিকা প্রদানের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে স্বাস্থ্য কর্মকর্তা নিজে বাঁচতে অবগত নয় বলে জানান। অথচ স্বাস্থ্য কর্মকর্তা নিজে টিকা প্রদানকালে শোভনদন্ডীতে পরিদর্শন করেছেন। স্বাস্থ্য কর্মকর্তার সম্মতি নিয়ে টিকা প্রদান ও হাসপাতাল থেকে টিকা দেয়ার বিষয়টি প্রমান পাওয়া যায়। এছাড়া টিএইচও জড়িত থাকার বিষয়টি কয়েকটি অডিও রেকর্ড পাওয়া গেছে।

জানা গেছে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনেশিয়ান ও সাবেক ছাত্রলীগ নেতা রবিউল হোসেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বাড়ির পাশে শোভনদন্ডী ইউনিয়ন আ’লীগের ব্যানারে আনুষ্ঠানিকভাবে গণটিকা প্রদান করেন। ক্যাম্পগুলোতে টিকাদান ও নিবন্ধনের বিষয়ে সাপ্তাহ ধরে এলাকায় প্রচার প্রচারণা চালানো হয়। গত ৩০ জুলাই ও ৩১ জুলাই দুইদিন এলাকার বয়স্ক নারী পুরুষসহ ৩০ বছরের উপরের বয়স্কদের মধ্যে গণটিকা দেন। এলাকাটি উপজেলার দুরত্ব এলাকা হওয়ায় এবং অধিকাংশ মানুষ অশিক্ষিত হওয়ায় হাজার হাজার বয়স্ক নারী পুরুষ নিবন্ধন করতে পারেনি। এলাকার মানষকে সেবা দিতে এবং সরকারের টিকার সুফল পৌঁছে দিতে এ আয়োজন করেছে বলে স্থানীয় নেতা কর্মীরা জানান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হ্ইুপের উন্নয়ন সমন্বয়কারী আলমগীর খালেদ বলেন, এলাকার মানুষের উপকারের জন্য গ্রামে এসে স্বাস্থ্য কর্মীরা আনুষ্ঠানিকভাবে টিকা দিয়েছে এটা অনেকের সহ্য হচ্ছে না। হুইপের একটি বিরোধী শক্তিরা  কিছু করতে না পেরে পরিকল্পিতভাবে মিথ্যাচার করতেছে। আমি নিজেই উপস্থিত ছিলাম এ কর্মকান্ডের জন্য হুইপকে এলাকার বয়স্ক নারী পুরুষেরা হাত তুলে দলীয় নেতা কর্মী এবং হুইপের জন্য দোয়া করেছে। 

শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যাম্পের আয়োজক মাহবুবুল কবির বলেন, এলাকার গরীব অসহায় বসয়স্ক হাজার হাজার নারী পুরুষ পটিয়ায় গিয়ে টিকা দেয়ার মত সময় আর সামর্থ না থাকায় লকডাউনে গাড়ি বন্ধ থাকায় পটিয়া যেতে আসা যাওয়া ৩০০/৪০০ টাকা সিএনজি বা রিক্স ভাড়া দরকার হয়। গরীব অসহায় মানুষের কথা চিন্তা করে আমরা ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি আমরা স্বাস্থ কর্মকর্তা এবং হুইপ মহোদয়কেও জানিয়ে করেছি এখনো আমাদের পকেট থেকে টাকা খরচ হয়েছে। বিনামূল্যে কাজ করতে গিয়ে এবং মানুষকে অযথা হয়রানি বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাদের কাজটিকে বির্তকিত করতে চাচ্ছে একটি চক্র।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনেশিয়ান রবিউল হোসেন জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিতে প্রতিদিন লোকজন ভীড় করছেন। মুলত চাপ কমাতে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শোভনদন্ডী ইউনিয়নে দুটি ক্যাম্পের মাধ্যমে নিবন্ধন করে তাৎক্ষনিক টিকা প্রদান করা হয়েছে। মানুষের সেবা করা কি অপরাধ আমি বন্ধের দিনে অতিরিক্ত দায়িত্ব হিসেবে যাতে এলাকার মানুষ উপকৃত হয়, এলাকার মানুষের সেবা করা বিষয়টি অনেকের সহ্য হচ্ছে না। 
তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যচাষী নাথ জানিয়েছেন, শোভনদন্ডীতে গণটিকা চালু করলে তা বন্ধ করতে তিনি শোভনদন্ডীতে যান। শোভনদন্ডীতে বিনা অনুমতিতে ২টি ক্যাম্প করে টিকা প্রদানের বিষয়য়ে আামার কাছে কেউ লিখিতভাবে জানানো হয়নি এবং ইপিআই রবিউল হুইপ মহোদয়ের বাড়িতে কথা বলে একক সিদ্ধান্তে কাজটি করেছেন তবে অনুমতি নেয়ার বিষয়টি কিছু অডিও রেকর্ড হাতে আসার বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেনি, অডিওতে কি আছে বিষয়টি না শুনে কিছু বলতে পারব না।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত