ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

রুগীর আস্থা ইসলামিয়া হাসপাতাল


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ১৮-৭-২০২৩ দুপুর ৩:৪৪

চিকিৎসা খাতে বেশ সুনাম অর্জন করছে ইসলামিয়া হাসপাতাল। ইসলামিয়া হাসপাতাল স্বাস্থ্যখাতে একটি  ব্রান্ড। ইসলামিয়া হাসপাতাল মানুষের বিশ্বাসকে অটুট করছে। অন্য দিকে মানুষের স্বাস্থ্যসেবাকে সহজ এবং উন্নত করছে ইসলামিয়া হাসপাতাল। গতকাল হাসপাতালের সরজমিন পরিদর্শনকালে হাসপাতালটি থেকে চিকিৎসা শেষে বেরিয়ে চলার সময়ে রুগীদের মুখে এমন কথা শোনা গেছে। ঢাকায় এবং ঢাকার বাইরে এই হাসপাতালের বেশ কিছু শাখা রয়েছে। আজ ঢাকার কদমতলী রায়েরবাগ বাসস্ট্যান্ডস্থ শাখা পরিদর্শন করে এই প্রতিবেদন তৈরি করছেন দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি শামীম আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইসলামিয়া হাসপাতাল বহু দুরে মনে হলেও মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থাকায় মাত্র ১০ মিনিটে পৌঁছানো যায় এই হাসপাতালে। ঠিক তার উল্টো দিক থেকে যেমন নারায়নগঞ্জের বিভিন্ন এলাকার লোকজন এখানে পৌঁছে যায় ১০ বা ১৫ মিনিটেই। হানিফ ফ্লাইওভার হয়ে আসলে মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে ইউটার্ন নিয়ে এক মিনিটে পাওয়া যায় কদমতলী থানার সামনেই অবস্থিত সুদৃশ্য সড়কের দুই ধারে দাঁড়িয়ে আছে ইসলামিয়া হাসপাতালের দুটি উচু ভবন। হাসপাতালের অবস্থান ঢাকা সাইনবোর্ড চিটাগং রোডের পাশে হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে রুগীদের জন্য খুব সহজ ও যানজট মুক্ত। যানজটমুক্ত ৮ লেনের এই মহাসড়কের পাশেই ঢাকার রায়েরবাগে সর্বাধুনিক ভবনে তৈরি হচ্ছে হাসপাতালটির তৃতীয় শাখা। দ্রুত ওই ভবনটির কাজ এগিয়ে চলছে জানিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ মুর্তজা দৈনিক সকালের সময়কে বলছেন শিগগিরই ওই নতুন ভবনের কার্যক্রম শুরু করতে তারা কাজ করছে।

সর্বরকম রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার আছে এই হাসপাতালে। হাসপাতালের অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে সেবার সূচনা হয়। রুগ্ন লোকের জন্য কি সেবা দরকার কিংবা তার জন্য সবরকম সহায়তা করতে হাসপাতালে প্রধান ফটকে ঠায় দাঁড়িয়ে আছে এক চৌকস টীম। তরুণ তরুণীর সমন্বয় গঠিত ওই টীমের সদস্য রুগীকে পৌঁছে দেবে ডাক্তারের চেম্বার পর্যন্ত। এর পরে রিপোর্ট বা হাসপাতালে ভর্তি হতেও সার্বক্ষণিক সহায়তা করবে এই টীম। তার জন্য এই হাসপাতালের সহায়ক কর্মীর জন্য কোন বিল পরিশোধ করতে হয় না। এই ইসলামিয়া হাসপাতালে প্রচুর রোগী আসে, সার্ভিস প্রদান এবং এর প্রচার দুটোই অনেক রোগী টেনে আনছে এখানে। যথাযথভাবে জনবল প্রস্তুত। ডাক্তাররা কি পরিমাণ ডেডিকেটেড হতে পারে, কি পরিমাণ ওয়ার্কলোড তারা ঘাড়ে নিয়ে কাজ করতে পারে তার জলজ্যান্ত দৃষ্টান্ত উদাহরণ এ প্রতিষ্ঠান। মাঝে মাঝে হাসপাতালে এমন হয় বিস্তৃত করিডোরের মাঝে চলাচলের জায়গাটুকু পর্যন্ত অবশেষ থাকে না। বেড সংখ্যার বাইরে পাঁচ থেকে ছয় গুণ বেশি রোগী ভর্তি হতে অপেক্ষায় থাকে। সম্প্রতি সময়ে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি হওয়ায় এমনটা দেখা গেছে। সব মিলিয়ে এত মানুষের চাপ সামলে দায়িত্ব পালন করে যাচ্ছেন এখানকার একদল নিবেদিতপ্রাণ চিকিৎসক। এখানে রাত বিরাত যখনই হোক, খুবই কম খরচে ওয়ান স্টপে প্রয়োজনীয় সব রুটিন টেস্টগুলো করা যায়। এতে রোগীর খরচ ও ভোগান্তি দুটোই কমে।

ঢাকার রায়েরবাগে স্বাস্থ্যসেবা খাতে মানবিক চিকিৎসার জন্য এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করছে ইসলামিয়া হাসপাতাল। হাসপাতালটির ২নং ভবনে ব্যাবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ মুর্তজা দৈনিক সকালের সময়ের সাথে আলাপ কারে বলেন সরকার সর্বোচ্চ সহায়ক হলে তারা রুগীকে সেবা দেয়ার জন্য তার হাসপাতালের শাখা আরো সম্প্রসারণ করতে আগ্রহী। দৈনিক সকালের সময়ের সাথে সাক্ষাৎকালে তিনি তার হাসপাতালের সেবাব্যবস্থার নানা দিক তুলে ধরছেন। তিনিও বলেছেন এই হাসপাতালের প্রধান ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশ করতেই অনুভব হবে আপনার চিকিৎসা সেবা শুরু হয়েছে। বাস্তবতাও তাই। হাসপাতালের স্বাস্থ্যকর্মী আপনার চাহিদামতো সেবা শুরু করবে। মনে হতে পারে এটাই তো হাসপাতালের বৈশিষ্ট্য। হ্যাঁ, স্বাভাবিক সকল বৈশিষ্ট্যের পাশাপাশি এই হাসপাতালটির সকল সেবা বিভাগের কর্মীদের একটু বেশি মানবিক আদর্শের মনে হবে। লিফট বা সিঁড়ি পেরিয়ে দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠলেই সেখানে পাবেন ঢাকার অনেক নামীদামী চিকিৎসকদের চেম্বার। কম ভিজিটে এতো বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকার অন্য কোন হাসপাতালে পাওয়া যায় না।

কোন অপূর্ণতা নেই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ মুর্তজার মনুষ্যত্বের আদর্শে। তার মুখের কথা ও হাসি যেন কোন রুগীর জন্য চিকিৎসার সূচনা। হাসপাতালের প্রতিষ্ঠা ও পরিচালনা তার জন্যই যথাযথ। রবীন্দ্রনাথের বইতে পেয়েছি "মানুষের মনুষ্যত্ব বিপুল মৃত্যুর স্তুপের মধ্যে থেকেও সম্পূর্ণ মরতে চায় না"। রবীন্দ্রনাথের সেই মানবতার চেতনা পুরপুরি পরিস্ফুটিত এই হাসপাতালের মালিক আবুল হাসনাত মোহাম্মদ মুর্তজার আদর্শে। তার ভেতরে লুকিয়ে আছে একজন সত্যিকারের মনুষ্যত্বের নিদর্শন। ইসলামিয়া হাসপাতাল পরিচালনার মূখ্য উদ্দেশ্য মানুষের সেবা, সাধারণ মানুষের অসুস্থতা পুঁজি করে বানিজ্য করা তার হাসপাতালের বৈশিষ্ট্য নয়। একজন রুগীকে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই তাকে সুস্থ করার সকল প্রচেষ্টা তার হাসপাতালের সমস্ত স্টাফদের মধ্যে লক্ষ করা যায়। মানুষের সেবা করার জন্য যুগে যুগে আল্লাহ কিছু মানুষ আলাদা ভাবে তৈরি করে এই দুনিয়ায় প্রেরণ করছে। মানবতার সেবক হয়ে বিভিন্ন পেশায় আত্মনিয়োগ করে তারা এই জগৎ বিচরণ করে। মানবতার দূত হিসেবে দুনিয়ায় আসছেন আবুল হাসনাত মোহাম্মদ মুর্তজা। মানুষ হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়ে তার জীবনকে উৎস্বর্গ করছেন।

হাসপাতালে চেম্বার আছে ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার এ কে এম খায়রুল বাশার। হাসপাতালটির ইনডোর পরিদর্শনকালে ৭০০১ নং ভিআইপি কেভিনে সাক্ষাৎ হয় এই চিকিৎসকের সাথে। চিকিৎসক ও রুগীর স্বজনদের সাথে আলাপ করে ধারণা নেয়া হয়েছে এই হাসপাতালের চিকিৎসার মান নিয়ে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েকজন আবাসিক রুগীর সাথে কথা বলে এই প্রতিবেদনে সাজানো হয়েছে। কেউ কেউ বলছেন ঢাকা শহরে এতো আধুনিক এবং সুলভে সেবা করার সুযোগ তারা এই ইসলামিয়া হাসপাতালে খুঁজে পেয়েছেন। বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মূল্য কীভাবে কমিয়ে রেখে তা দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারকে সহজ করতে পারে তার পথ খোঁজার চেষ্টা হয়েছে এই হাসপাতালে। ঢাকা শহরের মানুষ বহু বছর থেকে সরকারি সল্পমূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। দেখেছে অনেক অলাভজনক দাতব্য চিকিৎসা সেবা কেন্দ্র। তারা মনে করে চিকিৎসক-নার্সরা মানুষের ভেতরের ভিন্ন কেউ যারা সকল লোভ-লালসার ঊর্ধ্বে মানুষের রোগ-শোক, দুঃখ দূর করার জন্য সার্বক্ষণিক নিবেদিত থাকবে। এই হাসপাতালের নার্স ও চিকিৎসক তেমনই সেবক কদমতলী রায়েরবাগ অঞ্চলের সাধারণ মানুষ আস্থা রাখে ইসলামিয়া হাসপাতালটির প্রতি। এছাড়াও ঢাকার খিলগাঁও তালতলা, ডেমরা, নোয়াখালীর চাটখিলে সম্প্রসারিত ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য

ট্যাক্স ল'ইয়ার্স সোসাইটি ২০১৭ এর নির্বাচিত নতুন কমিটির অভিষেক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

উদ্যোমী নারীদের সম্মাননা জানাল ‘উইমেন’স ফাউন্ডেশন’

উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথচারীদের পাশে ইফতার নিয়ে হাজির আজমল হুদা মিঠু

আন্তর্জাতিক নারী দিবসে ৮ জন নারী উদ্যোক্তা পেলেন সাহসিকা সম্মাননা

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাত্র দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিআরটি’র ফ্যাসিস্ট আওয়ামীর দোসর এডি আলী আহসান বহাল তবিয়তে

ধর্ষণও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে

ছুরিকাঘাতে রাজধানীতে যুবক নিহত

আলোচনা সমালোচনার শেষ নেই আওয়ামী লীগ নেত্রী তাহমিনার

হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন