ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পাবনায় বিএনপির পদযাত্রা ও আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৮-৭-২০২৩ বিকাল ৫:১৪

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় পদযাত্রা করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ’ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের করে বিএনপি। একই সময়ে শহরের আবদুল হামিদ রোডে দলীয় কার্যালয়ে সামনে ‘উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ’ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শহরের গোপালপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে বেলা ১১টার দিকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার বিভিন্ন উপজেলা ও থানা নেতাকর্মীরা বাস-ট্রাকে এসে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরে মিছিল সহকারী পদযাত্রা অংশগ্রহণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পদযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে, জজ কোর্ট মোড় হয়ে পৌরসভা ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মোড় ঘুরে অনন্ত বাজারে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়েদ শেখ তুহিন, নুর  মোহাম্মদ মাসুম বগা, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদ রহমান মাসুদ খন্দকার প্রমুখ। পদযাত্রা ঘিরে দীর্ঘদিন পর জেলা বিএনপির দুই অংশের নেতাকমীদের এক কাতারে দেখা গেল।
এদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ‘উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ’ করেছে পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ। দুপুর সাড়ে ১২টা থেকে দলীয় কার্যালয়ের সামনে এই ‘উন্নয়ন  শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, পৌর মেয়র মোঃ শরীফ উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক সোহেল হাসান শাহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন প্রমুখ।
এর আগে দুপুর ১২টার দিকে পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ব্যানারে শহরে উন্নয়ন শোভাযাত্রা  বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত