এমপি প্রিন্স’র পিএস মাসুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে পাবনায় দুদকের পৃথক দু’টি মামলা
দেড় কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর ব্যক্তিগত সহকারি শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদ (৪৮) ও তার স্ত্রী পাবনার সুজানগর উপজেলার কমিউনিটি হেলথ প্রোভাইডার নাছরীন আক্তার (৩৭) এর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার (১৯ জুলাই) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ খায়রুল হক নিজে বাদি হয়ে মামলা দু’টি দায়ের করেন। (মামলা নং ৮ ও ৯। তারিখ ১৯-০৭-২০২৩)।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক ও মামলার বাদি খায়রুল হক মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামীদেরকে গ্রেফতার করে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষে চার্জশীট দাখিল করা হবে।
দুদক ও এজাহার সূত্রে জানা গেছে, পাবনা শহরের ১৮০ পিএন রোড রামচন্দ্রপুর এলাকার আব্দুল করিমের ছেলে শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদ (৪৮)। তিনি দীর্ঘদিন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০২৩ সালের ৪ এপ্রিল থেকে একই বছরের ৯ মে পর্যন্ত প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেন। এ সব নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশে দুদক অনুসন্ধানে নামে। পরে দুদক এ সব অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। ফলে ২০২৩ সালের ২৩ মার্চ ভিপি মাসুদ ও তার স্ত্রীর স্ত্রীর সম্পদের বিবরণী দাখিলের জন্য দুদক নোটিশ দেয়। কিন্তু নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের আইন লংঘিত হয়। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুদক।
অনুসন্ধানে দুদক শেখ রাসেল আলী মাসুদের ২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৮৪ টাকার সম্পদের তথ্য প্রমাণ মেলে। এর মধ্যে স্থাবর অস্থাবর সম্পদ মেলে ২ কোটি ১০ লাখ ৭২ হাজার ৮৭৮ টাকা এবং তিনি ২৮ লক্ষ ২৩ হাজার ৮০৬ টাকা তিনি পারিবারিক ও অন্যান্য ব্যয় করেছেন। সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ ৭৫ হাজার ৯৭৯ টাকা তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন বলে দুদকের কাছে প্রতিয়মান হয়। ফলে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়।
এদিকে একই সময়ে ২৭ লক্ষ ২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদের স্ত্রী সুজানগর উপজেলার কমিউনিটি হেলথ প্রোভাইডার নাছরীন আক্তারের বিরুদ্ধে একই ধারায় মামলা করে দুদক।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক ও মামলার বাদি খায়রুল হক বলেন, আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার চার্জশীট প্রদান করা হবে।
এ ব্যাপারে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপির ব্যক্তিগত সহকারী পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, দলের কিছু লোক একের পর এক দরখাস্ত ও ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে দিয়েছে। তা ছাড়া তারা স্বামী স্ত্রী দু‘জনেই অনেক টাকা রোজগার করেন। তিনি এই মামলা থেকে তাদের রেহাই দেয়ার অনুরোধ করেন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান
শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ
বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা
নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা
কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন
সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি