ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

এমপি প্রিন্স’র পিএস মাসুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে পাবনায় দুদকের পৃথক দু’টি মামলা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২০-৭-২০২৩ দুপুর ১১:২

দেড় কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর ব্যক্তিগত সহকারি শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদ (৪৮) ও তার স্ত্রী পাবনার সুজানগর উপজেলার কমিউনিটি হেলথ প্রোভাইডার নাছরীন আক্তার (৩৭) এর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার (১৯ জুলাই) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ খায়রুল হক নিজে বাদি হয়ে মামলা দু’টি দায়ের করেন। (মামলা নং ৮ ও ৯। তারিখ ১৯-০৭-২০২৩)। 
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক ও মামলার বাদি খায়রুল হক মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামীদেরকে গ্রেফতার করে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষে চার্জশীট দাখিল করা হবে। 
দুদক ও এজাহার সূত্রে জানা গেছে, পাবনা শহরের ১৮০ পিএন রোড রামচন্দ্রপুর এলাকার আব্দুল করিমের ছেলে শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদ (৪৮)। তিনি দীর্ঘদিন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০২৩ সালের ৪ এপ্রিল থেকে একই বছরের ৯ মে পর্যন্ত প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেন। এ সব নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশে দুদক অনুসন্ধানে নামে। পরে দুদক এ সব অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। ফলে ২০২৩ সালের ২৩ মার্চ ভিপি মাসুদ ও তার স্ত্রীর স্ত্রীর সম্পদের বিবরণী দাখিলের জন্য দুদক নোটিশ দেয়। কিন্তু নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের আইন লংঘিত হয়। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুদক। 
অনুসন্ধানে দুদক শেখ রাসেল আলী মাসুদের ২ কোটি ৩৮ লাখ ৯৬ হাজার ৬৮৪ টাকার সম্পদের তথ্য প্রমাণ  মেলে। এর মধ্যে স্থাবর অস্থাবর সম্পদ মেলে ২ কোটি ১০ লাখ ৭২ হাজার ৮৭৮ টাকা এবং তিনি ২৮ লক্ষ ২৩ হাজার ৮০৬ টাকা তিনি পারিবারিক ও অন্যান্য ব্যয় করেছেন। সর্বমোট ১ কোটি ২৯ লক্ষ ৭৫ হাজার ৯৭৯ টাকা তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন বলে দুদকের কাছে প্রতিয়মান হয়। ফলে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়। 
এদিকে একই সময়ে ২৭ লক্ষ ২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদের স্ত্রী সুজানগর উপজেলার কমিউনিটি হেলথ প্রোভাইডার নাছরীন আক্তারের বিরুদ্ধে একই ধারায় মামলা করে দুদক। 
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপ- পরিচালক ও মামলার বাদি খায়রুল হক বলেন, আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার চার্জশীট প্রদান করা হবে। 
এ ব্যাপারে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপির ব্যক্তিগত সহকারী পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ ওরফে ভিপি মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, দলের কিছু লোক একের পর এক দরখাস্ত ও ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে দিয়েছে। তা ছাড়া তারা স্বামী স্ত্রী দু‘জনেই অনেক টাকা রোজগার করেন। তিনি এই মামলা থেকে তাদের রেহাই দেয়ার অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত