খানসামায় প্রায় ২ হাজার একর জমি জলাবদ্ধ; ক্যানেল সংস্কারে কৃষক সমাবেশ
দিনাজপুরের খানসামায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী বিল হতে দুবলিয়া গ্রাম পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার দৈর্ঘ্যে জলাবদ্ধতার ফলে ২ হাজার একর জমি অনাবাদি হয়ে থাকতো। । এই সমস্যা নিরসন করে অনাবাদি জমি আবাদি করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের উদ্যোগে গোয়ালডিহি নলবাড়ী বিল হতে সোনার মন্ডব ভায়া যোতরঘু পর্যন্ত ক্যানেল সংস্কারের জন্য কৃষকদের সাথে মতবিনিময় ও সার্বিক বিষয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে সোনা মন্ডব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন ইউপি সদস্যগণ, অতিথি ও কৃষকরা বক্তব্য রাখেন।
এ সময় সমাবেশে রঙ্গত চন্দ্র রায় নামে এক কৃষক বলেন, এই দোলায় আমার এক বিঘা জমি রয়েছে। দীর্ঘদিন ধরে চাষাবাদ না হওয়ায় কষ্টে সংসার চালাতে হয়। শম্ভুনাথ নামে অবসরপ্রাপ্ত এক সহকারী অধ্যাপক তাঁর বক্তব্যে বলেন, সরকার যখন প্রতি ইঞ্চিতে জমিতে চাষাবাদের কথা বলছে ঠিক তখনও জলাবদ্ধতায় শত শত একর জমি অনাবাদি রয়েছে। এই অবস্থা নিরসনের জন্য ইউনিয়ন পরিষদের মহতি উদ্যোগে সাধুবাদ।
সংশ্লিষ্ট ইউপি সদস্য নুর ইসলাম (বগি) ও বিমল রায় তাদের বক্তব্য বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার পরেও কোন অগ্রগতি না হওয়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই অঞ্চলের মানুষের চোখেমুখে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে।
ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, জনগণের ভোগান্তি লাঘবে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু উর্দ্ধতন কারো সাড়া না পাওয়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্যানেল সংস্কারের উদ্দেশ্য কার্যক্রম শুরু করা হল। এই কাজ সফল করতে ক্যানেলের পার্শ্ববতী জমির মালিক ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা
Link Copied