তালায় ভুয়া মুক্তি যোদ্ধা সনদে ২ সহদরের শিক্ষক পদে চাকরি, অবশেষে বরখাস্ত
অবশেষে শেষ রক্ষা হলো না সাতক্ষীরার তালায় ভূয়া মুক্তিযোদ্ধা সনদে চাকুরিপ্রাপ্ত আপন দু’সহোদরের। সম্প্রতি তাদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর এরই মধ্য দিয়ে সরকারি যথাযথ আইন বাস্তবায়নের ক্ষেত্রে আরো একটি বিরল দৃষ্টান্ত স্থাপন হল। অভিযুক্ত দুই সহোদার হলেন, তালা উপজেলার আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতাপ কুমার সাহা ও একই উপজেলার সরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীরেন্দ্র নাথ সাহা। তারা তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ললিত মোহন সাহার পুত্র। এরমধ্যে বীরেন্দ্র নাথ সাহা ২০০৮ সালে এবং প্রতাপ কুমার সাহা ২০০৯ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে মুক্তিযোদ্ধার (সন্তান) কোটায় নিয়োগপ্রাপ্ত হন ঠিকই। তবে একটু দেরীতে হলেও প্রকাশ্যে বেরিয়ে এলো থলের বিড়াল। জানা যায়,গত ১৯ জুন’২৩ তারিখে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী স্বাক্ষরিত ৩৮.০১.৮৭০০.০০০.০৪.০০৪.২০-১২৩৩ নং স্মারকের মাধ্যমে এ আদেশ প্রদান করা হয়। এতে বলা হয়, তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪ (৩) (ঘ) ধারা অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির আওতাভুক্ত অপরাধের কারণে তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। এছাড়া মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ৪৮.০০.০০০০.০০.৩.৯৯.০০১.১৭.২০ নং স্মারক ও ৩১ জুলাই ২০২১ তারিখের পত্রে মতামত প্রদান করে যে, মুক্তিযোদ্ধা দাবীদার ললিত মোহন সাহার নামে দাখিলকৃত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদ (যার নং ১৪৮৬০, তারিখ- ১৯/০৩/২০০৩) সঠিক নয়। এতে মুক্তিযুদ্ধের কোন স্বীকৃতি প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।
এর আগে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলায় শুনানীতে সন্তোষ জনক জবাব দাখিল করতে না পারায় শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়। তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) গাজী সাইফুল ইসলাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী জানান, ভূয়া মুক্তিযোদ্ধা সনদে চাকুরি প্রাপ্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় বীরেন্দ্র নাথ সাহা ও তার ভাই প্রতাপ কুমার সাহাকে স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, তালা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বসন্ত সাহার ছেলে মৃত লোলিত মোহন সাহা জীবদ্দশায় নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করে একাধিক ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রস্তুত করেন। যার একটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদপত্র, যার স্মারক নং-মুবিম/সা/খুলনা/প্র-৩/৪৫/
এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান প্রত্যয়ন দেয়ার পর জানতে পারেন যে, ভূয়া তথ্য দিয়ে ললিত মোহন সাহার ছেলেরা তাকে বিভিন্ন জাল, তঞ্চকী সনদসহ ভূয়া কাগজপত্র দেখিয়ে তার কাছ থেকে প্রত্যয়নটি নিয়েছে। মূলত এসব সনদে তার দু’ছেলে বীরেন্দ্র নাথ সাহা ২০০৮ সালে ও প্রতাপ কুমার সাহা ২০০৯ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নিয়োগ প্রাপ্ত হন। বিষয়টি জানতে পেরে তবিবুর রহমান ললিতের মুক্তি যোদ্ধার সার্টিফিকেট ও তার দেওয়া প্রত্যয়ন পত্রটি নিয়ে সাতক্ষীরা আমলী আদালতে প্রতাপ কুমার সাহা ও তার ভাই বীরেন্দ্র নাথ সাহার বিরুদ্ধে একটি মামলা করেন। যার নং সিআর-১৯৬/২০(পাট), ধারা: ৪৬৫/৪৬৮/৪৭১/৪১৭ ও ১১৪ দঃবিঃ।
আদালত অভিযোগের বিষয়ে অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশ প্রদান করেন। এসআই সৈয়দ রবিউল আলম পলাশ দীর্ঘ অনুসন্ধানের পর গত ২০/৪/২১ তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করেন। যেখানে ১নং বিবাদী প্রতাপ কুমার সাহা ও ২ নং বিবাদী বীরেন্দ্র নাথ সাহা মুক্তিযোদ্ধার সন্তান কোটায় দাখিলকৃত তাদের পিতা ললিত মোহন সাহার নামে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং-মুবিস/সা/খুলনা/প্র-৩/৪৫/
দাদু ললিত মোহনকে মুক্তিযোদ্ধা দেখিয়ে ভুয়া সনদে বাবা-কাকাদের বিভিন্ন সরকারি চাকরি গ্রহণের জারী-জুরি ফাঁস হওয়ায় সর্বশেষ যাচাই-বাছাই কার্যক্রমকে প্রভাবিত ও এরআগে উত্থাপিত জাল সনদপত্রের সাথে সঙ্গতি রেখে চূড়ান্ত সনদপত্র সংগ্রহের জন্য বিভিন্ন মহলে ব্যাপক দৌড়-ঝাঁপ শুরু করে ললিতের পৌত্র সুমন সাহাসহ স্বজনরা। এমনকি কথিত মুক্তিযোদ্ধা ললিতের তঞ্চকতাপূর্ণ সার্টিফিকেট’র তথ্য ফাঁস হওয়ায় অনলাইন আবেদন ঠিক রেখে নতুন করে সার্টিফিকেট প্রস্তুত করতে পরিবারের পক্ষে বিভিন্ন মহলে ঝাঁপের পর সর্বশেষ যাচাই-বাছাই তালিকায় নাম সম্পৃক্ত করতে উঠে-পড়ে লাগে। সর্বশেষ কমিটির একটি পক্ষকে ম্যানেজ করে দ্বিধা বিভক্ত তালিকায় নাম সম্পৃক্ত করতে সক্ষম হলেও। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পূর্বক সঠিক আইনের বেড়াজালে আটকে পড়ায় শেষ রক্ষা হয়নি হলো না দুই ভাইয়ের।
এমএসএম / এমএসএম
মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান
আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল
হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা
শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি
বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী
চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ