ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

৬ দফা দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ৩:৩৯
পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজার মৃত্যুতে চিকিৎসকের অবহেলার প্রতিবাদ, আধুনিক মেডিকেল সেন্টার স্থাপনসহ মোট ৬ দফা দাবিতে প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে দশটায় বিজ্ঞান অনুষদ থেকে প্রতিবাদ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও দেড় ঘন্টার মত অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
 
অবস্থান কর্মসূচিতে পরিসংখ্যান ১২ ব্যাচের শিক্ষার্থী কানিজ ফাতেমা সুমী বলেন, 'প্রশাসনের জন্য আমরা আমাদের রেজা স্যারকে হারাইসি। প্রশাসনের কোনো অনুতপ্ত নাই। আমাদের প্রথম তিনটি দাবি ৪৮ ঘন্টার মধ্যে কার্যকর করতে হবে। ৪৮ ঘন্টা পর আমরা আর অনুরোধ করব না। আমাদের পক্ষে যা সম্ভব তাই করব।'
 
পরিসংখ্যান সমিতির সাধারণ সম্পদক ইমরুল এহসান বলেন, 'এই মেরুদন্ডহীন প্রশাসন ডাক্তারদের বেতন দিচ্ছে। প্রশাসনের অধীনস্ত ডাক্তার তাদের কথায় আসে না। শিক্ষকরা যেমন অবহেলার শিকার হচ্ছে ছাত্ররাও তা থেকে নিরাপদ না।'  
 
প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী বরাবর স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা ছয়টি দাবি তুলে ধরেন। সেগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন, কুৃমেকের অবহেলার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডাক্তারদের অপসারণ, শাহ একলিমুর রেজার নামে সকল সুযোগ-সুবিধা সম্বলিত মেডিকেল সেন্টার স্থাপন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ডাক্তারের ব্যবস্থা গ্রহন, স্যারের প্রাপ্য আর্থিক প্রনোদনা ১ মাসের মধ্যে স্যারের পরিবারের কাছে হস্তান্তর করা। 
 
 স্মারকলিপি ও মানববন্ধনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির তাদের আশ্বস্ত করে বলেন, 'ভিসি স্যার আসলে তাদের দাবিগুলো নিয়ে উপাচার্যের  সাথে কথা বলবেন। তারা যা চিন্তা করছে  আমরাও তা চিন্তা করতেছি। আমাদের যে নতুন প্রকল্প সেখনে ইনডিভিজুয়াল মেডিকেল সেন্টার হবে।'
 
 মৃত শিক্ষকের আর্থিক প্রণোদনার বিষয়ে তিনি বলেন, 'এটা একটা অফিশিয়াল ব্যাপার। আমরা তার ফ্যামিলিকে বলে এসেছি, তাদের একটা এপ্লিকেশন করতে। যথাযথ প্রক্রিয়ায় তারা টাকা পেয়ে যাবে।'

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি