ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর পৌরসভার স্ট্রিট লাইট নামে আছে কামে নাই


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ৩-৮-২০২১ রাত ১০:২৮
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার স্ট্রিট লাইট নামে আছে কামে নাই! সরেজমিন দেখা গেছে, জগন্নাথপুর থানার পেছনের ট্রান্সফরমারের পাশে ৩৩ হাজার কেভি বিদ্যুতের পিলারে সংযুক্ত যে স্ট্রিট লাইট রয়েছে তা সম্পূর্ণ অচল। রাতে আলো না থাকায় রাস্তায় চলাচল করতে সাধারণ মানুষের খুব কষ্ট হয়।
 
পিলারের নিচে একটি কলোনির এক ভাড়াটিয়াকে এ ব্যাপারে জিজ্ঞ‍াসা করলে তিনি জানান, দীর্ঘদিন থেকে লাইটটি নষ্ট রয়েছে। তার একটু অদূরে ছিলিমপুর এস্টেটের সামনে আরেকটি পিলারে সংযুক্ত বাল্ব নষ্ট। সাবেক মেয়র আলহাজ আব্দুল মনাফের সময় থেকে বালবটি অকেজো বলে নিশ্চিত করেন পিলারের নিচে অবস্থান করা ব্যবসায়ী মতিন মিয়া।
 
তার পাশেই আশা ফার্মেসির সামনের আরেকটি পিলারের সংযুক্ত স্ট্রিট লাইট সেটিও সাবেক মেয়র আব্দুল মনাফের সময় থেকে অকেজো রয়েছে বলে নিশ্চিত করেন আশা ফার্মেসির স্বত্বাধিকারী ডা. ফরিদ উদ্দিন কামরান।
 
জগন্নাথপুর থানার পেছন থেকে পৌর পয়েন্ট পর্যন্ত ৩০টি স্ট্রিট লাইটের সবকটি লাইট সম্পূর্ণ নষ্ট অবস্থায় রয়েছে, যার দরুন রাত নামলেই অন্ধকার নেমে আসে গোটা পৌর এলাকায়। তবে রাস্তার পাশের দোকানের আলোয় কিছুটা দেখতে পাওয়া যায়। অন্যদিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে হাসপাতাল পয়েন্ট পর্যন্ত মোট ৮০টি স্ট্রিট লাইটের একটিও সচল অবস্থায় নেই। কোনো জায়গায় বাল্ব নষ্ট, কোনো জায়গায় লাইন নষ্ট। এ কারণে পৌরবাসীর ভোগান্তির অন্ত নেই। 
 
উল্লিখিত এলাকার কিছু কিছু জায়গায় প্রায় ৫-৭ টি সৌর বিদ্যুতের স্ট্রিট লাইট সচল দেখতে পাওয়া যায়, যেগুলো আশার আলো হয়ে পৌরবাসীর জন্য আশীর্বাদ হয়ে আছে।
 
পৌরসভার সিলেটি বাসস্ট্যান্ড এলাকা থেকে হাসপাতাল পয়েন্ট পর্যন্ত ঘুরে দেখা যায়, ৩৩ হাজার কেভি বিদ্যুতের খুঁটির সাথে সংযুক্ত সবকটি স্ট্রিট লাইট অকেজো ও নষ্ট অবস্থায় রয়েছে। আশপাশে অবস্থান করা অনেকেই বিষয়টি নিশ্চিত করেন।
 
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানি বলেন, দীর্ঘদিন থেকে লাইটগুলো সচল না থাকায় পৌরবাসীকে রাতের অন্ধকারে রাস্তায় চলাচলে ভোগান্তির শিকার হতে হয়। আশা করব পৌরবাসীর এই কষ্ট লাঘবে মেয়র আক্তারুজ্জামান আক্তার দ্রুত পদক্ষেপ নেবেন।
 
এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তারের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি। সৌর বিদ্যুত সিস্টেমের একটি প্রজেক্ট আমাদের হাতে রয়েছে। দ্রুত সেটি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি এবং বিদ্যুতের খুঁটির সাথে সংযুক্ত যে লাইটগুলো জ্বলছে না খুব দ্রুত সেগুলোতে নতুন বাল্ব সংযুক্ত করে পৌরসভাকে আলোকিত করা হবে।

এমএসএম / জামান

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা