ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট কই


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ১:৫১

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এই আসনে ভোটার সংখ্যা প্রায় সোয়া তিন লাখ।  এলাকাটি যেমন কুটনৈতিক জোন তেমনি বাণিজ্যিক এলাকাও। বাংলাদেশের প্রায় প্রতিটি কোম্পানির প্রধান কার্যালয় গুলশান-বনানীতে। 

রাজধানীর অন্যান্য এলাকার মতো এই এলাকায় ক্ষমতাসীন দলের সাংগঠনিক কাঠামো অনেক শক্ত অবস্থানে রয়েছে। আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিটি থানা, ওয়ার্ড, ইউনিট এবং মহানগর কমিটি তো রয়েছে। এছাড়া দলের আরপিও পাওয়ার আশায় কাজ করা সংগঠনের সংখ্যাও কম না। হিসেব মতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ, স্বাচিব, মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সৈনিক লীগ, ওলাম লীগসহ ১৪টি সংগঠন আছে। মহানগর কমিটি গড়ে যদি ১০১ সদস্যের কমিটি হয় তাহলে ভোটার সংখ্যা দাঁড়ায়-১৪১৪ জন। এভাবে মূলদল আওয়ামী লীগের কমিটি তো রয়েছে। এরপর ওয়ার্ড আছে ৪টি। এছাড়া ইউনিট আছে। তাতে হিসাব করলে ঢাকা- ১৭ আসনে আওয়ামী লীগের অর্থাৎ নৌকার কর্মীসংখ্যা ৩০ হাজারের বেশি। কিন্তু ভোটের সময় নৌকায় ভোট পড়েছে মাত্র ২৮৮১৬টি। তাহলে কি আওয়ামী লীগের কর্মীরা নৌকায় ভোট দেয়নি।

আজকে যদি বলা হয় আওয়ামী লীগ বিনামূল্যে আলকাতরা বিতরণ করবে তাহলে লোকসংখ্যা দাঁড়াবে ২ লাখ। আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি করার সময় লোক জায়গা দেয়া যায় না কিন্তু ভোটের সময় কেন এমন দৈন্যদশা। এবার আসি বিরোধী দলগুলোর প্রশ্নে। ভোটের রেশিও অনুসারে আশ্রাফুল আলম ওরফে হিরো আলম দ্বিতীয় হয়েছে। তিনি পেয়েছেন ৫ হাজার ৬শ ৯ ভোট। হিরো আলম তো এই আসনের ভোটারও না এমনকি তার তো এই ৫ হাজার জন আত্মীয় না। তারপরও  তিনি এই ভোট পেয়েছেন। এ থেকে প্রমাণ হয় আওয়ামী লীগের ভোট কমছে। ১৫ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে। তারপরও ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রায় ১২% ভোট কেন? কমিটি করার সময় এত এত যোগ্যতাসম্পন্ন সভাপতি এবং সম্পাদক প্রার্থীগণ হাজার হাজার সমর্থক নিয়ে নেতার সামনে হাজির থাকে কিন্তু কমিটি শেষ হওয়ার পরে তাদের সমর্থকগুলো কোথায় থাকেন?

শুধুমাত্র ভাই লীগ, নেতালীগের  কারণে। তারা নিজেদের মধ্যে স্বার্থ নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত সময় পার করছে। দলের কার্যক্রমে তাদের মন নেই। আর যারাও আছে তারাও দলের হাইব্রিডদের কারণে দলের নিবেদিতকর্মীরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাতীয় নির্বাচনের বাকি আর কয়েক মাস। এখন সময় এসেছে দলের অভিমানী কর্মীদের ফিরিয়ে আনা। না হলে এই দায়ভার আওয়ামী লীগকে বহন করতে হবে। ঢাকা -১৭ আসনের নির্বাচন আওয়ামী লীগের কাছে একটি সতর্কবার্তা মাত্র।

এমএসএম / এমএসএম

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি

টেকসই উন্নয়নে প্রাথমিক শিক্ষা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও বাস্তবতা

গাজায় যুদ্ধের নৃশংসতা ও আন্তর্জাতিক বিচার আদালত

বন্ধ হোক অপসাংবাদিকতা

বিভাজনের রাজনীতি দেশের জন্য হুমকি হতে পারে

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের সৌদি আরব

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বাংলাদেশ ভাবনা

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজন পর্যটন গন্তব্যগুলোর সামগ্রিক উন্নয়ন এবং শক্তিশালী ব্র্যান্ডিং

গণতান্ত্রিক অধিকার ও নতুন নেতৃত্বের অন্বেষণ

দুঃখই সবচেয়ে আপন

জাতিগত নিধন বন্ধে জাতিসংঘের ব্যর্থতা

গণতান্ত্রিক হতে হলে মৌলিক অধিকার সমুন্নত রাখতে হয়