ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন, সভপতি ও সাধারণ সম্পাদক পদে ২৮জন প্রার্থী


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৩:৪৩

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন মঙ্গলবার আজ সকাল ১০টায় নগরীর কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় এবং জেলার সিনিয়ল নেতারাও অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন সম্পন্ন করবেন। তৃণমূল নেতা কর্মীদের সভাপতি সাধারণ সম্পাদক পদে কে আসছে এ নিয়ে ব্যাপক কৌতুহল। সভাপতি সাধারণ সম্পাদক পদে ২৮ জন প্রার্থী কেন্দ্রে সিভি জমা দিয়েছে বলে কেন্দ্র সূত্রে জানায়। এরমধ্যে সভাপতি পদে এরশাদুল হক নিজামী, জসিম উদ্দীন রবি, মোহাম্মদ তৌহিদুল হক, আহমদ কবির দুলাল, হারুনু অর রশীদ, সাহাব উদ্দীন আহমেদ, আরিফ মঈনুদ্দীন, সোহাগ উদ্দীন, মোহাম্মদ আলী ছিদ্দিকী, মিজানুর রহমান, এইচ এম আলী আবরাহা দুলাল, রেজাউল করিম সাগর, এস এম জাহাঙ্গীর আলম সুমন, মোহাম্মদ মিলাদুল আমীন।তবে এরশাদুল আলম নিজামী চট্টগ্রাম রেজিষ্ট্রি অফিসের প্রধান সহকারী পদে সরকারি চাকুরী করায় সভাপতি প্রার্থী হওয়ায় নিয়ে তৃণমূলে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ সম্পাদক পদে নাছের উদ্দীন রিয়াজ, মহসিন খান, সাঈদ মাহমুদ, মিজানুর রহমান, শওকত হোসেন, কবির উদ্দীন সাগর, মো. শাহজাহান মুরাদ রুমেল, আবু জহেদ রাসেল, গিয়াস উদ্দীন, নুরুল আবছার, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হায়দার, জাবেদ জাহাঙ্গীর টুটুল, মোস্তাফিজুর রহমানসহ ১৪ জন। উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপ দপ্তর কমিটির আহ্বায়ক এ এস এম সেলিম ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের কাছে এ নামগুলো প্রার্থী হিসেবে নাম এসেছে বলে জানায়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলার ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি, অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ. কে. এম আফজালুর রহমান বাবু, বক্তব্য রাখবেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, এ.বি এম ফজলে করিম চৌধুরী এমপি, উত্তর জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ আতাউর রহমান, মাহফুজুর রহমান মিতা এমপি, দিদারুল আলম এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, স্বেছাসেক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি ড. জমির উদ্দীন সিকদারসহ কেন্দ্রীয় জেলার সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। সাধাণ সম্পাদক পদ প্রার্থী শওকত হোসেন বলেন, আমি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এর পরপরই স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত, আমি দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি কর্মসূচি আমরা সফলভাবে পালন করেছি। উত্তর জেলার দায়িত্ব পেলে সফল এবং শক্তিশালী সংগঠন হিসেবে দাড় করাব পাশাপাশি অন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিতে সক্ষম হব।
এ বিষয়ে সভাপতি প্রার্থী মিজানুর রহমান বলেন, আমি ২০০৪ সাল থেকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত। অনেকে ক্ষমতার লোভে সুসময়ে দলে এসে টাকা পয়সার বিলি করে পদ পদবী দাবি করছে, আমার সাথে বাকী  যারা আছে তাদের চেয়েও আমি যোগ্য মনে করি, দলের একজন পরীক্ষিত কর্মী হিসেবে আমি দায়িত্ব পেলে শক্ত সংগঠন হিসেবে দাড় করাতে পারব।
 আরেক সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সুমন বলেন, আমি রাউজান উপজেলার আহ্বায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি, সমাজে মানবিক কর্মকান্ড এবং মানব সেবা করা হচ্ছে আমার নেশা, দল যদি আমাকে দায়িত্ব দেয় সারা দেশের একটি মানবিক সংগঠন হিসেবে দাড় করাতে সক্ষম  হবেন বলে দাবি করেন। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড. জমির উদ্দীন সিকদার বলেন, যারা যোগ্য এবং দলের পরীক্ষিত তারাই এরকম ব্যক্তিদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হবে। এ সম্মেলনে তৃণমূল নেতা কর্মীদের মতামতকে প্রধান্য দেয়া হবে বলে তিনি জানান।
 এদিকে সম্মেলনের প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রস্তুতির চিত্র তুলে ধরেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সভাপতি প্রার্থী মো. এরাদুল হক নিজামী ভুট্ট ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজসহ বিভিন্ন উপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
 উল্লেখ্য ২০০৩ সালে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশের মাধ্যমে ওই সম্মেলনের পূর্বে শওকতুল আলমকে সভাপতি ও বেদারুল আলম  চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম উত্তর জেলা অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই কমিটি  জেলার সাতটি উপজেলায় কমিটি গঠনপূর্বক সাংগঠনিক কর্মসূচি পালন করে আসছে। এরপর ২০১৩ সালে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হলেও সম্মেলন হয়নি। এবার সম্মেলন সফল করতে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ৯টি উপ-কমিটি গঠন করা হয়েছিল।

এমএসএম / এমএসএম

তিন ফসলের বরেন্দ্র এখন খাদ্যের ভান্ডার : কৃষি সচিব

রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সহ পরিবারের ৫ জনের ৬৫ কোটি টাকার সম্পত্তি ক্রোকের আদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চউক ঠিকাদার সমিতির দোয়া মাহফিল

লাকসামে যুবকের লাশ উদ্ধার র‌্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৯

নিসচা'র ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বড়লেখায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মিষ্টির শিরায় পোকাসহ সিগারেটের অংশ, ভোক্তার জরিমানা

রাজস্থলীতে বন্যপ্রাণী রক্ষা উদ্ধার টিম কমিটি গঠিত

কালিয়াকৈরের সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

বড়লেখায় দশম গ্রেড দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

শ্রীপুরে দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত

সিংড়ায় কালভার্ট নির্মানের দাবিতে মানববন্ধন